Argan oil: এই বসন্তে রূপচর্চা শুরু করুন অরগান তেল দিয়ে! তফাৎটা নিজেই বুঝতে পারবেন

Skin Care: ঋতু যেমনই হোক ত্বককে সুস্থ রাখতে প্রতিদিন এর সঠিক যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণের কাজ। এই আবহাওয়ায় ত্বকের পরিচর্চার জন্য অরগান তেলের ভূমিকা বেশ কার্যকরী।

Argan oil: এই বসন্তে রূপচর্চা শুরু করুন অরগান তেল দিয়ে! তফাৎটা নিজেই বুঝতে পারবেন
এই আবহাওয়ায় ত্বকের পরিচর্চার জন্য অরগান তেলের ভূমিকা বেশ কার্যকরী।Image Credit source: istockphoto.com
Follow Us:
| Edited By: | Updated on: Feb 24, 2022 | 11:49 AM

বেশ কয়েকমাস ধরে শীতকালীন ত্বকের পরিচর্চা (Skin Care) ও রুটিন মেনে নানারকম টিপস প্রদান করা হচ্ছিল। এবার শীতের বিদায় নেওয়ার পালা। এর সঙ্গে বসন্তের ছোঁয়া লাগবে। তার প্রভাব দেখা যাবে আপনার ত্বকেও। ঋতু যেমনই হোক ত্বককে সুস্থ রাখতে প্রতিদিন এর সঠিক যত্ন (Skin Care Routine) নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণের কাজ। আর্দ্র আবহাওয়ায় ত্বকের পরিচর্চার জন্য অরগান তেলের (Argan Oil) ভূমিকা বেশ কার্যকরী। অরগান তেল অরগান গাছে জন্মানো কার্নেল থেকে তৈরি করা হয়। এই উপকারী তেলটি খাওয়ার চেয়ে ত্বকের জন্য ব্যবহার করা অনেক ভাল। শ্যাম্পু, সাবান, কন্ডিশনার, সিরাম হিসেবে বিভিন্ন পন্যে ব্যবহার করা হয় এই অরগান তেল।

ত্বকের স্বাস্থ্যের উন্নতির জন্য ও বসন্তে সঠিক পরিচর্চার জন্য অরগান তেলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই তেল অত্যন্ত হালকা। ব্রণর প্রবণতা কমাতে, স্ক্যাল্পে খুশকি নির্মূল করতে এই তেল ব্যবহার করা হয়। এই তেলের কিছু ,সুবিধা রয়েছে, যেগুলি অনেকেরই অজানা…

ত্বক ও চুলকে ময়েশ্চারাইজড করে

বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে অরগান তেল ত্বক ও চুলকে গভীরভাবে ময়েশ্চারাইজ করতে এবং চুল পড়া কমাতে সাহায্য করে। হালকা ওজনের এই তেলের মধ্যে রয়েছে হাজারো পুষ্টিগুণ। ত্বকের গভীরে গিয়ে এই তেল ময়েশ্চারাইজ করে। ময়েশ্চারাইজিংয়ের প্রভাব বাড়নোর জন্য এই তেলের ক্যাপসুলও অনেকে গ্রহণ করেন।

ত্বকের সমস্যা নিরাময় করে

ত্বকের সমস্যা দূর করার ক্ষেত্রে অরগান তেল একটি ঘরোয়া প্রতিকার হিসাবে ব্যবহার করা হয়। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে যে প্রদাহ-বিরোধী যৌগ রয়েছে যা সংক্রমণের চিকিৎসায় সাহায্য করে। ত্বকের ব্যাকটেরিয়ার বাসা বাঁধতে বাধা সৃষ্টি করে এই উপকারী তেল। ত্বকের জ্বালাধরা, র‍্যাসেসকে দ্রুত হ্রাস করতে এই তেল বেশ কার্যকরী।

ত্বককে ভিতর থেকে পুষ্টি জোগায়

অরগান তেলের মধ্যে ভিটামিন ই, অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের উজ্জ্বলতা ও আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে। অরগান তেল ত্বকের সিবামের অতিরিক্ত ক্ষরণকে দমন করতে সাহায্য করে। ব্রণ তৈরির পরিমাণ কমিয়ে ত্বককে কোমল ও মসৃণ করতে সাহায্য করে।

ত্বকের বার্ধক্যকে প্রতিরোধ করে

অসংখ্য পুষ্টিগুণের মধ্যে অরগান তেল ত্বকের বার্ধক্য বিরোধী প্রভাব তৈরি করে। এটি ত্বকের স্থিতিস্থাপকতা বৃদ্ধি করতে ও সামগ্রিক লুকের উন্নতি ঘটাতে সাহায্য করে। অরগান তেল প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস হ্রাস করে ত্বকের বার্ধক্যকে প্রতিরোধ করে।

স্ট্রেচ মার্কস দূর করতে সাহায্য করে

এই বিষয়ে কোনও গবেষণা বা প্রমাণিত তথ্য না থাকলেও বহু মানুষ মনে করেন যে অরগান তেল স্ট্রেচ মার্ক কমাতে সক্ষম। এর কারণ হল এতে রয়েছে ভিটামিন ই। ভিটামিন ই হচ্ছে এমন একটি উপাদান যা ত্বকে স্থিতিস্থাপকতা উন্নত করতে সহায়তা করে।

আরও পড়ুন: রঙের মরসুমে সেজে উঠুন আপনিও! চোখের পাতায় টেনে নিন রঙিন আইলাইনার