ঘরে বসে চুলে ব্লিচ করার প্ল্যান করছেন? কী করবেন আর করবেন না, জানুন
ঘরে বসে চুলে ব্লিচ করার পরিকল্পনা করেন, তাহলে আগে জেনে নিন কী কী করা প্রয়োজন ও কী করবেন না। চুলকে ক্ষতির হাত থেকে কীভাবে রক্ষা করবেন, পুরোটাই আপনার হাতে। অনেকেই চুলের উপর নানারকম পরীক্ষা করতে গিয়ে হেয়ার কালার করেন। বিভিন্ন রঙের সঙ্গে হেয়ার কালার করার মানসিকতা থাকলে বাড়িতে বসেই অনেকে চুলে ব্লিচ ব্যবহার করেন।
Most Read Stories