Pre-Bridal Skincare: মধুমাসে বিয়ে? রোজকার রূপটানে সঙ্গী হোক ঘরোয়া এই সব স্ক্রাব, রইল বানানোর পদ্ধতি

বিয়ের আগে প্রচুর রকম কাজ থাকে। সেই সঙ্গে থাকে মানসিক চাপও। ফলে অনেকেই ঠিকমতো ত্বকের যত্ন নিতে পারেন না। কিন্তু এই সময় ঠিক মত ত্বকের যতিন নিতে না পারলে তার প্রভাব কিন্তু পড়ে মুখে...

Pre-Bridal Skincare: মধুমাসে বিয়ে? রোজকার রূপটানে সঙ্গী হোক ঘরোয়া এই সব স্ক্রাব, রইল বানানোর পদ্ধতি
বাড়িতেই বানিয়ে নিন এই কয়েকটি স্ক্রাব
Follow Us:
| Edited By: | Updated on: Feb 06, 2022 | 8:58 AM

বিয়ে মানেই বাড়িতে বিশাল একটা দক্ষযজ্ঞ। আজকাল বিয়ের পাকা কথা হয়ে যায় এক বছর আগে থাকেই। আর এই বাকি সময়টা জুড়ে চলতে থাকে শুধুই প্রস্তুতি। বিয়ের কেনাকাটা, প্ল্যানিং, অতিথি তালিকা তৈরি, ডেকোরেশনের জন্য ভাবনা এসবেই সময় চলে যায়। এছাড়াও বিয়ে মানে একটা মানসিক চাপ তো থাকেই। তা ছেলে হোক বা মেয়ে। নতুন পরিবেশ, নতুন সব কিছুর সঙ্গে মানিয়ে গুছিয়ে নেওয়া, নিজের বাড়ি ছেড়ে যাওয়া- সবারই মনের মধ্যে কোথাও না কোথাও মন খারাপ একটা থাকেই। নতুন পরিবারের সবাই কেমন হবে, সবার সঙ্গে কতখানি মানিয়ে গুছিয়ে চলতে পারবে এই নিয়ে মেয়েদের মনের মধ্যে থাকে বাড়তি চাপ।

তবে বিয়ের দিন, বিয়ের সাজ এসব জীবনে একবারই আসে। আর তাই আগে থেকে ত্বকের যত্ন নেওয়া জরুরি। ফেসিয়াল বা পার্লারে যাওয়া পছন্দ না হলে বাড়িতেই যত্ন নিন ত্বকের। এছাড়াও শীতকালে ত্বক একটু বেশিই শুষ্ক হয়ে যায়। আর তাই এই সময় অতিরিক্ত যত্নের প্রয়োজন হয়। রোজ মেনে চলুন এই কয়েকটি টোটকা…

বেশি গরম জল ব্যবহার করবেন না গরম জল ত্বক থেকে আর্দ্রতা শুষে নেয়। আপনার ত্বক শুষ্ক, সেখানে এমনিতেই ময়েশ্চারের অভাব। এর মধ্যে গরম জল দিলে আরও মুশকিল হয়ে জাবে।আপ্নি ঈষদুষ্ণ জল ব্যবহার করতে পারেন স্নানের সময়। মুখেও বেশি গরম জল দেবেন না। সবচেয়ে ভাল হয় যদি জল সূর্যের আলোয় গরম করে নেওয়া যায়।

ময়েশ্চারাইজারে থাকে পেট্রোলিয়াম, প্রাকৃতিক অয়েল ও সিলিকন জাতীয় উপাদান। আর তাই শীতের দিনে ময়েশ্চারাইজার লাগাতে কিন্তু ভুলবেন না। এতে ত্বক থাকে নরম। শুষ্ক ভাবও দূর করা যায় সহজেই।

স্ক্রাব করলে ত্বকের উপরিভাগের মৃত কোশ ঝরে যায় ঠিকই কিন্তু খুব বেশি স্ক্রাবিং শুষ্ক ত্বকের জন্য ভাল নয়। এতে ত্বকের নীচের অংশ উন্মোচিত হয়ে পড়ে।স্ক্রাবিং করলেও হাল্কা স্ক্রাব করবেন। এমন স্ক্রাব কিনবেন যেটা শুষ্ক ত্বকের জন্য উপযোগী।

ওটসের গুঁড়ো, দুধ, মধু, কাঁচা হলুদ আর কফির গুঁড়ো একসঙ্গে ভালভাবে মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এবার তা ভাল করে মুখে লাগান। অন্তত ১৫ মিনিট রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এতেও কিন্তু ফিরবে ত্বকের উজ্জ্বলতা।

কমলালেবুর খোসা গুঁড়ো করে ওর সঙ্গে মুসুর ডাল বাটা আর হলুদ বাটা মিশিয়ে নিন। এতেও কিন্তু মুখ ভাল পরিষ্কার করা যায়।

ময়দা, জুধের সর আর মধু একসঙ্গে ভালকরে মিশিয়ে নিন। এবার তা মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। শুকিয়ে গেলে তুলে দিন। এতেও ত্বক থাকবে ভাল।

অ্যালোভেরা আর অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে নিয়ে মুখে লাগান। ভাল করে ম্যাসাজ করুন। এরপর ইষদুষ্ণ জলে মুখ ধুয়ে নিন। এতেও কিন্তু ত্বক ভাল থাকে।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

আরও পড়ুন: Morning Skin Care Routine: আমাদের ত্বককে ভাল রাখার জন্য দিনের শুরু থেকেই অনেক গুরুত্ব দিতে হবে…