Night Skin Care: প্যান্ডেল হপিং সেরে যত রাতেই বাড়ি ফিরুন না কেন এই ‘টাস্ক’ কিন্তু মিস নয়…

Rose Water For Skin: বাইরে থেকে ফিরে রাতে মুখ পরিষ্কার করে গোলাপ জল লাগিয়ে নিন। এতে ত্বকও আরাম পাবে

Night Skin Care: প্যান্ডেল হপিং সেরে যত রাতেই বাড়ি ফিরুন না কেন এই 'টাস্ক' কিন্তু মিস নয়...
গোলাপ জলের ব্যবহার করবেন যে ভাবে
Follow Us:
| Edited By: | Updated on: Oct 04, 2022 | 7:20 AM

বছরের এই চারটে দিনের জন্য প্রতীক্ষা থাকে পুরো ৩৬৫ দিন জুড়ে। মেঘ, বৃষ্টি, রোদের দাপট যাই-ই থাকুক না কেন প্যাণ্ডেল হপিং না করলে পুজো জমে না। সেজেগুজে বেরনো, নতুন জামা, নতুন জুতোয় ফোসকা এসব ছাড়া পুজো জমে না। যতই ক্লান্তি থাকুক না কেন এই কয়েকটা দিন সকলেই পরিবার, বন্ধুদের সঙ্গে মজা করে কাটাতে চান। পুজোয় সকলেই চান সুন্দর করে সাজতে। নিজেকে যাতে সবচেয়ে বেশি সুন্দর লাগে তার জন্য চেষ্টার কোনও রকম ত্রুটি রাখেন না। তাই হালকা মেকআপ, কাজল আর লিপস্টিক তো পরতেই হবে। তবে মেকআপ যেমন করবেন তেমনই মেকআপ তুলে ফেলাও ভীষণ জরুরি। নইলে ত্বকে বলিরেখা পড়তে বাধ্য। সেই সঙ্গে বাইরের ধুলো, রোদে ত্বক রুক্ষ্ম হয়ে যাওয়ার সম্ভাবনাও থেকে যায়। আর তাই রাতে মেকআপ তুলে অবশ্যই মুখে গোলাপ জল লাগাতে ভুলবেন না।

সৌন্দর্যের সঙ্গে গোলাপের সম্পর্ক বরাবরই নিবিড়! ত্বক তরতাজা রাখতে গোলাপ জলের জুড়ি মেলা ভার। ত্বকের যত্নেও গোলাপজলের ব্যবহার বহুল প্রচলিত। ফেস মাস্কের উপাদান হিসেবে, টোনার বা ফেস মিস্ট হিসেবে গোলাপজল ত্বককে স্নিগ্ধ, আর্দ্র আর সতেজ রাখে। তা ছাড়া টেনশন কাটিয়ে মন হালকা করতেও জুড়ি নেই গোলাপজলের সুবাসের।

ত্বকের প্রয়োজনে যে ভাবে ব্যবহার করবেন গোলাপ জল 

মুখে ঘরোয়া ফেসপ্যাক লাগানোর আগে তুলোয় করে গোলাপজল নিয়ে সারা মুখে লাগিয়ে নিন। ত্বক আগে থেকে পরিষ্কার করে নেবেন। মুখে গোলাপজল লাগানোর পরে ফেসপ্যাক লাগান। তাতে ফেসপ্যাকের কার্যকারিতা বাড়বে, গোলাপজলও ত্বকের গভীরে প্রবেশ করে ত্বক আর্দ্র রাখবে।

কেমিক্যালে ভরা টোনারের চেয়ে গোলাপজল অনেক বেশি লোভনীয় অপশন। গোলাপজলের অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ ত্বক স্নিগ্ধ করে, ত্বকের জ্বালাভাব, র‍্যাশ কমায়। তুলোয় করে নিয়ে মুখে বুলিয়ে নিন, ত্বক ঠান্ডা হয়ে যাবে নিমেষে।

রোদে, গরমে আর বৃষ্টিতে ভিজে ঠাকুর দেখলে ত্বকে অ্যালার্জির সমস্যাও হতে পারে। গোলাপজলের মধ্যে হালকা অ্যাস্ট্রিনজেন্ট ও অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ রয়েছে। তাই অ্যালার্জির সমস্যা থেকেও রেহাই পাওয়া যায় জলদি।

মুখের পিএইচ ব্যালান্স ফিরিয়ে এনে ত্বক সুস্থ করে তোলার ক্ষমতা রয়েছে গোলাপজলের। সাধারণ জলের বদলে কয়েকবার মুখে গোলাপজলের ঝাপটা দিন, ত্বক দ্রুত সুস্থ হয়ে উঠবে।