গ্লোয়িং স্কিনের জন্য ফেসিয়াল স্টিমিং কতটা উপকারী, তা নিজেই জানুন

একটি বড় বোলের মধ্যে শুধুমাত্র গরম জলই যথেষ্ট। অনেকে আরও ভাল ফল পেতে গরম জলের মধ্যে নুন, লেবু, চা, শুকনো গুল্ম বা তেল যোগ করে ভেপার গ্রহণ করেন। তবে আপনার ত্বক কী আদৌও ভেপার নেওয়ার জন্য উপযুক্ত?

গ্লোয়িং স্কিনের জন্য ফেসিয়াল স্টিমিং কতটা উপকারী, তা নিজেই জানুন
ছবিটি প্রতীকী
Follow Us:
| Edited By: | Updated on: Jul 21, 2021 | 8:10 AM

ত্বককে আর্দ্র ও পরিস্কার রাখতে সবসময় সেরা ফেসিয়াল ক্লিনজার ও ময়েশ্চারইজার ব্যবহারের চেষ্টা করা হয়। তবে মুখের ত্বককে পরিস্কার, সুস্থ ও হাইড্রেট রাখারা জন্য বাজারচলতি কোনও পণ্যের ব্যবহার দরকার পড়বে না। সাধারণ জলীয় বাষ্প বা ওয়াটার ভেপার নিলেই ত্বকের সব সমস্যা এক নিমেষে সমাধান হয়ে যাবে, এমনটাই দাবি চর্মবিশেষজ্ঞদের।

একটি বড় বোলের মধ্যে শুধুমাত্র গরম জলই যথেষ্ট। অনেকে আরও ভাল ফল পেতে গরম জলের মধ্যে নুন, লেবু, চা, শুকনো গুল্ম বা তেল যোগ করে ভেপার গ্রহণ করেন। তবে আপনার ত্বক কী আদৌও ভেপার নেওয়ার জন্য উপযুক্ত?কী বলছেন সৌন্দর্য বিশেষজ্ঞ জীতাংশী দুয়া, দেখে নেওয়া যাক…

ক্লিনজিং- ফেস স্টিমিং মুখের ত্বকের ছিদ্রগুলি দ্রুত খুলতে, মৃতকোষ ও ময়লা দূর করতে দারুণ কার্যকরী।মুখের মধ্যে যদি অতিরিক্ত মাত্রায় ব্ল্যাকহেডস থাকে, তবে ফেস স্টিমিং করলে তা মরম করে ত্বক থেকে সহজে নির্মূল হয়ে যায়।ব্ল্যাকহেডস বা হোয়াইটহেডস দীর্ঘদিন ধরে ত্বকের মধ্যে থাকলে, পরবর্তীকালে তা যন্ত্রণাদায়ক হতে পারে। তবে ফেস স্টিমিং করলে অন্যান্য নামী-দামি সংস্থার ক্লিনজিংয়ের থেকে অনেক বেশি ত্বক পরিস্কার ও আর্দ্র হয়।

রক্তসঞ্চালন স্বাভাবিক রাখার জন্য সেরা উপায়- নিস্তেজ ও ডিহাইড্রেট ত্বক মনে হলে ফেস স্টিমিংয়ের উপায় নিয়মিত স্কিনকেয়ার রুটিনে তালিকাভুক্ত করে নেওয়া উচিত। কারণ, এর জেরে মুখের রক্তসঞ্চালন দ্রুত উন্নতি লাভ করে। ত্বকে রক্ত সঞ্চালন কম হলে শুষ্ক ও নিস্তেজ হয়ে পড়ে। এর জন্য ওয়াটার ভেপার নেওয়া অত্যন্ত প্রয়োজন। মুখের ত্বকে রক্তসঞ্চালন বৃদ্ধিতে, অক্সিজেন সরবরাহ করতে ও তারুণ্য বজায় রাখতে সাহায্য করে।

ত্বককে আর্দ্র রাখতে- ফেসিয়াল স্টিমিংয়ের কারণে শুষ্ক ত্বকে আর্দ্র বজায় রাখতে বেশ কার্যকরী। ময়েশ্চারাইজার বা অন্যান্য ত্বকের পণ্য প্রয়োগ করার পর ফেস স্টিমিং পদ্ধতি অনুসরণ করলে তা ত্বকের গভীরে প্রবেশ করে। ত্বককে হাইড্রেট করতে ও প্রাকৃতিকভাবে আর্দ্র রাখতে সাহায্য করে। শুষ্ক ত্বকে জেল্লা ফেরাতে , সতেজতা আনতে ও লাবণ্য ফেরাতে ফেসিয়াল স্টিমিং অব্যর্থ দাওয়াই। ত্বককে কোমল রাখতে ও অতিরিক্ত তেল নির্গত করে সহায়তা করে।

অতিরিক্ত সেবাম দূর করতে সাহায্য় করে- সেবাম হলে ত্বকের মধ্যে একপ্রকার প্রাকৃতিক তেল যা আপনার ত্বককে সবসময় তৈলাক্ত করে রাখে। ফেসিয়াল স্টিমিংয়ের করলে মুখের ছিদ্রগুলি খুলে যায়ও আটকে পড়া সেবাম নির্গত হয়ে ত্বককে সুন্দর ও সুস্থ রাখতে সাহায্য করে।

আরও পড়ুন: গরমেও ঠোঁট ফাটে! নরম ও সুন্দর ঠোঁটের জন্য নারকেল তেলের লিপ-বাম অব্যর্থ টোটকা