Hair Loss: অতিরিক্ত চুল ঝরছে? পেঁয়াজের এই তেল ব্যবহার করেই দেখুন না…
চুল পড়ার সমস্যায় ভুগছেন না এরকম মানুষের সংখ্যা কিন্তু নেহাত কম নয়। বাজার চলতি প্রোডাক্টের থেকে বাড়িতেই বানিয়ে নিন পেঁয়াজের তেল। এছাড়াও কাঁচা পেঁয়াজের রসও কিন্তু চুলের জন্য বেশ ভাল
চুল নিয়ে কোনও রকম অভিযোগ নেই এমন মানুষের সংখ্যা আজকাল হাতেগোনা। চুল পড়া, চুল পাচলা হয়ে যাওয়া এসব এখন সারা বছরই লেগে থাকে। এছাড়াও শীত পড়লেই বাড়ে খুশকির সমস্যাও। খুশকি হলেও কিন্তু ভীষণ চুল ঝরে যায়। এছাড়াও যদি ক্রনিক কোনও সমস্যা থাকে, পেটের সমস্যা থাকে, মশলাদার খাবার খাওয়া হল এবং হরমোনের সমস্য়া থাকলেও অতিরিক্ত চুল পড়ে যায়। যাঁরা সদ্য কোভিড থেকে সেরে উঠেছেন তাঁরাও কিন্তু এই একই সমস্যায় ভুগছেন।
আর তাই গবেষকরা পরামর্শ দিচ্ছেন চুলের জন্য পেঁয়াজের রস ব্যবহার করতে। কারণ বেশ কিছু সমীক্ষায় দেখা গিয়েছে, পেঁয়াজের রস চুলের জন্য খুবই ভাল। পেঁয়াজের রসের মধ্যে যে সালফার রয়েছে তা কিন্তু আমাদের চুল গজাতে সাহায্য করে। সেই সঙ্গে স্ক্যাল্পের জন্যও কিন্তু ভাল।
চুলে পেঁয়াজ লাগালে যে সব উপকার পাবেন-
*পেঁয়াজ আমাদের ছত্রাক-ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করতে সাহায্য করে। সেই সঙ্গে যে কোনও সংক্রমণ থেকেও মুক্তি দেয়।
*এছাড়াও যাঁদের চুল পাতলা তাঁদের জন্যও কিন্তু এই পেঁয়াজের রস খুবই ভাল। চুলকে ভেঙে যাওয়ার হাত থেকে আটকায়। ফলে ফলিকল আরও বেশি শক্তিশালী হয়। এছাড়াও মাথার চুলকে প্রয়োজনীয় পুষ্টি দেয় পেঁয়াজের রস।
*অনেকেরই কম বয়সে তুল পেকে যায়। অকালপক্কতা রোধ করতেও খুব ভাল কাজ করে পেঁয়াজের রস।
*উকুন বা খুশকির সমস্যায় পড়েছেন? নিয়ম মেনে চুলের গোড়ায় লাগান পেঁয়াজের রস। পেঁয়াজের এই ঝাঁঝালো গন্ধের জন্যই কিন্তু তাড়াতাড়ি উকুন দূর হবে।
*মাথার ত্বক পরিষ্কার রাখতে, চুলের ভলিউম বাড়াতে কিন্তু পেঁয়াজের রসের জুড়ি মেলা ভার।
*পেঁয়াজের রস রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে চুলের বৃদ্ধিও ভাল হয়।
বাড়িতে যে ভাবে বানাবেন এই পেঁয়াজের তেল
পেঁয়াজ এমন পরিমাণে নিন যাতে ব্লেন্ড করলে ৫০ গ্রাম পেঁয়াজের রস বেরোয়।
এরপর প্যানে ২০০ এমএল নারকেল তেল ফুটতে দিন। ওর মধ্যে মিসিয়ে দিন পেঁয়াজের রস।
ভাল করে ফুটে এলে তা ছেঁকে নিন। এবার কৌটতে ভরে নিলেই তৈরি তেল।
এছাড়াও পেঁয়াজের রস ফ্রিজে রেখেও ব্যবহার করতে পারেন। তবে তা কিন্তু চারদিনের বেশি ব্যবহার করবেন না।
তবে যাঁদের ত্বকে সমস্যা রয়েছে বা অল্পেই অ্যালার্জি হয় তাঁরা কিন্তু ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন। কারণ পেঁয়াজের রস লাগালে জ্বালা করতেই পারে। এই জ্বালাভাব এড়ানোর জন্য এর সঙ্গে কিছুটা অ্যালোভেরা জেল মিশিয়েও ব্যবহার করতে পারেন।
যাঁরা চুলের উজ্জ্বলতা বাড়াতে চান, তাঁরাও কিন্তু পেঁয়াজের রসের সঙ্গে কয়েক ফোঁটা মধু মিশিয়ে নিন। এই মিশ্রণ চুলে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। এরপর শ্যাম্পু করে নিন। এছাড়াও পেঁয়াজের রসের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে নিন। এই তেল ব্যবহার করলেও কিন্তু খুশকির সমস্যা অনেকটাই কমে।