Blackheads: বিয়ের আগে পার্লার নয়, বাড়িতেই ব্ল্যাক হেডস তুলে ফেলুন এই সহজ টোটকায়
ব্ল্যাক হেডস হলে দেখতেও খুব খারাপ লাগে। আর প্রতিবার পার্লারে গিয়ে তা তুলে আসাও বেশ ঝামেলার। আর তাই ব্যবহার করতে পারেন ঘরোয়া এই কয়েকটি টোটকা
ব্ল্যাকহেডসের সমস্যা কার না আর থাকে। বিশেষত পার্লারে গেলে সব মেয়েই শুনতে হয় এই কথা, আপনি বুঝি ফেসিয়াল করান না? ফেসিয়াল যে করতেই হবে এরকম কিন্তু কোনও কারণ নেই। আর ব্ল্যাকহেডসের জন্য বাজার চলতি একগাদা ক্রিম ব্যবহার করলেও কিন্তু সেই সমস্যা আবার ফিরে আসে। পার্লারে যে পদ্ধিতে ব্ল্যাক হেডস তোলা হয় তা খুবই যন্ত্রণাদায়ক। একবার তুললেই হয় না, বার বারই এই এক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। এবার পরিষ্কার মুখের মদ্যে নাকের দুপাশে ব্ল্যাক হে়ডস দেখতে কার আর ভাল লাগে। আর তাই ঘরোয়া এই টোটকাই একবার কাজে লাগিয়ে দেখুন। যাঁদের সামনেই বিয়ে অথচ ব্ল্যাকহেডসের সমস্যায় ভুগছেন তাঁরাও কিন্তু বএকবার ব্যবহার করে দেখুন এই ঘরোয়া টোটকা। উপকার পাবেনই।
লেবু-মধু চিনির মিশ্রণ
এমনিই মুখ পরিষ্কার করতে খুবই ভাল কাজ করে লেবু-মধুর মিশ্রণ। রোজ এই মিশ্রণ মুখে লাগালে মুখ থাকে পরিষ্কার। একটা পাতিলেবু দু’ভাগ করে কেটে তার একভাগ নিয়ে রস করুন। এবার তার মধ্যে চিনির দানা আর মধু মিশিয়ে পেস্ট তৈরী করুন। এবার ওই পেস্টটা দিয়ে সার্কুলার মোশনে মাসাজ করুন। সপ্তাহে একবার করে মাসখানেক এই পদ্ধতি প্রয়োগ করলে ব্ল্যাকহেডস-এর সমস্যা আর থাকবে না।
ওটস দই মধু
ওট্স, দই, আমন্ড অয়েল আর ওট্স (সব উপকরণ গুলিই ২ চামচ করে নিয়ে ভালো করে মিশিয়ে পেস্ট তৈরী করে নিন। এবার ১-২ মিনিট ভাল করে স্ক্রাব করে নিন। যদি আপনার স্কিন খুব বেশি স্পর্শকাতর হয় তাহলে স্ক্রাব করবেন না, তার বদলে এই পেস্টটা মাস্কের মতো করে ৬-৭ মিনিট মুখে লাগিয়ে রাখুন। এবারে উষ্ণ জল দিয়ে ভাল করে মুখ ধুয়ে নিন। সপ্তাহে ২ বার করুন।
ওটস দারচিনি
ওটসের গুঁড়োর সঙ্গে দারচিনির গুঁড়ো ভাল করে মিশিয়ে নিন। জল দিয়ে একটা পেস্ট করে নিন। খুব পাতলা বানাবেন না। এবার এই পেস্ট মুখে লাগিয়ে রাখুন। শুকনো হয়ে এগে গরম জল দিয়ে ধুয়ে নিন। এতেও কিন্তু ত্বক থাকে নরম। সেই সঙ্গে ত্বকের সমস্যাও দূর হয়ে যায়।
ক্রিম আর মধু
কাঁচা দুধ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। এবার ওই দুধের উপর যে ক্রিম পড়ে তার সঙ্গে মিশিয়ে নিন লেবুর রস। এবার এই মিশ্রণ মুখে লাগিয়ে নিন। এতে ভাল উপকার পাবে।
আরও পড়ুন: Hair Loss: অতিরিক্ত চুল ঝরছে? পেঁয়াজের এই তেল ব্যবহার করেই দেখুন না…