Mud Bath: Urvashi Rautela: কাদা গায়ে মেখে স্নান সারলেই পেয়ে যাবেন উর্বশীর মতো উজ্জ্বল চকচকে ত্বক…
অনেকেই উর্বশীকে এই মাড থেরাপির জন্য নানান ধরনের ট্রোল করেছেন। মজার মজার কমেন্ট চোখে পড়েছে তাঁর পোস্টে। ঠিক যেমন সম্প্রতি নিজের ‘পলিথিন পোশাক’-এর জন্য ট্রোলড হতে হয়েছিল তাঁকে।
ত্বকের যত্ন নেওয়ার জন্য আমরা অনেকেই নানান উপায় নিয়ে থাকি। কেউ সানস্ক্রিন মেখে নিজেকে ট্যান করা পছন্দ করে, আবার কেউ সারা গায়ে নানান ধরনের ফলের পাল্প ব্যবহার করেন। কিন্তু, কখনও কি আপনি কাদা ব্যবহার করার কথা ভেবেছেন? আপনার অনেক যত্নের ত্বকে আপনি ভেবেছেন কখনও কাদা মেখে থাকার কথা? এবার যদি আপনি শুনে থাকেন এমনটা কে করেছে তাহলে অবাক হবেন। একজন অভিনেত্রী, যিনি অত্যন্ত সুন্দরী। উর্বশী রাউটেলা।
উর্বশী রাউটেলার রূপ আপনাকে মুগ্ধ করে যে এই বিষয়ে কোনওই সন্দেহ নেই। তবে, এখন থেকেই শুরু করে দিন অভিনেত্রীর মতো নিজের ত্বকের যত্ন নেওয়া। কেতাবি ভাষায় এটিকে ‘মাড বাথ স্পা’ বা ‘মাড বাথ থেরাপি’ বলা যেতে পারে। শোনা যায়, রানি ক্লিওপেট্রাও নাকি এভাবেই সারা শরীরে কাদা মেখে স্নান করতেন। আর প্রাচীন মিশরীয় পন্থাতেই হাঁটলেন তিনি। ইনস্টাগ্রামে শেয়ার করলেন সেই স্নানের বিশেষ ছবিও।
উর্বশীর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে সাদা টুলের ওপর বসে রয়েছেন তিনি। সারা গায়ে কাদা মেখে রয়েছেন। প্রাচীন স্থাপত্যের কায়দাতেই ছবির জন্য পোজ দিয়েছেন তিনি। ছবি শেয়ার করে উর্বশী লিখেছেন, ‘মাড বাথ স্পা বা থেরাপি আমার খুব প্রিয়। রানি ক্লিওপেট্রা কাদা দিয়ে স্নান করতে ভালবাসতেন। আর আধুনিক অনুরাগীরা রানির পরে আমার নামটাই মনে রাখবেন।’
উর্বশী তাঁর পোস্টে জানিয়েছেন তিনি স্পেনের বালিয়ারিক বিচের মাটি ব্যবহার করেছেন এই স্নানের জন্য। এটি ত্বকের জন্য বিশেষ উপকারী। ত্বককে ডিটক্সিফাই করে ও ত্বকে জমে থাকা ময়লা বের করে আনে। এর ফলে ত্বক অনেক বেশি মাত্রায় কোমল, নরম এবং মোলায়েম থাকে। সঙ্গে তিনি এও জানিয়েছেন যে মাড বাথের ফলে শরীরে রক্ত সঞ্চালন ভাল হয়। এমনকি শরীরের কোনও স্থানে কোনওরকম ব্যথা বেদনা থাকলে সেটাও কমে যায়।
যদিও অনেকেই উর্বশীকে এই মাড থেরাপির জন্য নানান ধরনের ট্রোল করেছেন। মজার মজার কমেন্ট চোখে পড়েছে তাঁর পোস্টে। ঠিক যেমন সম্প্রতি নিজের ‘পলিথিন পোশাক’-এর জন্য ট্রোলড হতে হয়েছিল তাঁকে। পিঠখোলা কালো রঙা গাউনে দেখা গিয়েছিল উর্বশীকে। কিন্তু নেটিজেনরা তাঁর গাউন দেখে মন্তব্য করে বসেন, ‘পলিথিন কেটে গায়ে লেপটে নিয়েছে’। একজন ইউজার কটাক্ষ করে লেখেন, ‘পথিলিনের সঠিক ব্যবহার কেমন হওয়া উচিত তা দেখিয়ে দিলেন উর্বশী’। প্রসঙ্গত হলিউড অভিনেত্রী কিয়েরা নাইটলির মতো একাধিক তারকাও মাড বাথের উপকারিতায় বিশ্বাসী।
আরও পড়ুন: ব্ল্যাকহেড দূর করার জন্য স্ট্রিপ তৈরি করুন বাড়িতেই!
আরও পড়ুন: চুলের স্বাস্থ্য বজায় রাখতে চান? বাড়িতেই তৈরি করুন শ্যাম্পু
আরও পড়ুন: রান্নাঘরে থাকা জায়ফল দিয়ে তৈরি করুন হেয়ার মাস্ক! পার্থক্য নিজেই বুঝতে পারবেন