করোনা আতঙ্ক! কোন কোন দেশ ভারতের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করেছে, জেনে নিন
ইরানের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ব্রাজিলের মিউট্য়ান্টের থেকেও মারাত্মক ও ভয়ংকর ভারতীয় মিউট্যান্ট ভাইরাস। ফলে ভারত থেকে কোনও যাত্রীর সংস্পর্শে এসে সারা দেশে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এর জন্য সাময়িককালের জন্য ভারতের সব বিমানের উপর স্থগিতাদেশ জারি করেছে কিছু কিছু দেশ।
দেশে করোনার বাড়বাড়ন্তে উদ্বিগ্ন বিদেশের সব দেশ। দিন যত এগোচ্ছে, ততই যেন করোনার বীভত্সতার রূপ দেখছে দেশবাসী। দৈনিক হারে প্রতিদিনই রেকর্ড গড়ছে ভারত। করোনা অতিমারির পরিস্থিতিতে দেশের অভ্যন্তরে বেশ কিছু কঠিন পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। শুধউ তাই নয়, ভারতের এমন মর্মান্তিক পরিস্থিতিতে ভারতীয় মিউট্যান্ট-সহ করোনাবাইরাসের নয়া রূপ যাতে অন্য দেশে না ছড়িয়ে পড়ে তার জন্য,ভারতের সঙ্গে সব দিক থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। সেই দেশগুলির নাম জেনে নিন এখানে…
পর্তুগাল- করোনার কারণে আগামী ১৬ মে পর্যন্ত ভারতের সঙ্গে সাময়িক যোগাযোগ বিচ্ছিন্ন রাখার নির্দেশ জারি করেছে ওই দেশের সরকার।
নিউ জিল্যান্ড- ভারত থেকে ১৭ যাত্রী ওই দেশে নামার পর নতুন করে ২৩জন কোভিড আক্রান্ত হন। তারপর থেকেই ভারত থেকে বিমান আসার উপর নিষেধাজ্ঞা জারি করেছে নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাকিন্ডা আর্ডের্ন।
নেদারল্যান্ড- গত সোমবার থেকেই ভারতের সব উড়ানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে নেদারল্যান্ড।
মলদ্বীপ- করোনার বাড়বাড়ন্তের কারণে ভারতের সব উড়ানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে এই দেশের সরকার। মলদ্বীপের ট্যুরিজম মন্ত্রী জানিয়েছেন, ২৭ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। পরিস্থিতি বুঝে সময়সীমা আরও পিছিয়ে দেওয়া যেতে পারে। তবে মলদ্বীপে আসা ভারতীয় পর্যটক়দের জন্য সবরকম ব্যবস্থা করা হবে।
কুয়েত- গত ২৪ এপ্রিল পর্যন্চ এই দেশেও ভারতীয় পর্যটক ও বারতের বিমানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কুয়েত সরকার জানিয়েছেল, ১৪দিন ভারতের বাইরে থেকেছেন এমন পর্যটকই কুয়েতে প্রবেশ করতে পারবেন।
ইতালি- ১৪ দিন ভারতের বাইরে থেকেছেন এমন বিদেশি পর্যটকদেরই দেশে প্রবেশ করতে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে ইতালি। পাশাপাশি ভারতে থাকা ইতালীয়রা চাইলে দেশে ফিরতে পারেন। দেশে ফেরার জন্য অবশ্যই রাখতে হবে কোভিড নেগেটিভ রিপোর্ট।
ইরান- করোনাভাইরাসের জেরে রবিবার থেকে ভারতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকারও।
ইন্দোনেশিয়া- ১৪ দিনের মধ্যে ভারতসফর করেছেন এমন পর্যটকের ভিসা গ্রহণ করা হবে না বলে নির্দেশিকা জারি করা হয়েছে। শুধুমাত্র ইন্দোনিশানরা ভারত থেকে ফিরতে চাইলে অবশ্যই দেশের দরজা খোলা রয়েছে। দেশে প্রবেশের পর কোভিড নিয়ম-বিধি মানতেই হবে।
ফ্রান্স- কোভিড অতিমারির কারণে ভারতের সব বিমানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ফ্রান্স। পাশাপাশি ব্রাজিল, চিলি, আর্জেন্টিনা ও দক্ষিণ আমেরিকার বিমানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
জার্মানি- জার্মান নাগরিকদের ও ভারত থেকে সফরকারী জার্মানিদের প্রবেশে অনুমতি রয়েছে। ভারতের নয়া মিউট্যান্ট যাতে দেশে না ছড়িয়ে পড়ে তার জন্য এই কঠিন পদক্ষেপ।
কানাডা- ভারতের মতো কানাডাতেও বীভত্স রূপ ধারণ করেছে করোনাভাইরাস।আগামী ৩০ দিনের জন্য ভারতের সব উড়ান স্থগিত রাখার নির্দেশ দিয়েছে কানাডিয়ান সরকার। ওই দেশের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ভারত থেকে আসা বিমানের অর্ধেকের বেশি যাত্রীর শরীরে করোনা পজিটিভি এসেছে।
ইউএই- আগামী ১০দিনের জন্য কার্গো ছাড়া সব বিমানের উপর স্থগিতাদেশ জারি করেছে ইউনাইটেড আরব এমিরেটস। ২৪ এপ্রিল পর্যন্ত এই নির্দেশিকা জারি করা হয়েছে। তবে সেই সময়সীমা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে ওই দেশের প্রশাসন।
আমেরিকা যুক্টরাষ্ট্র- কোভিড পরিস্থিতিত আরও জটিল আকার ধারণ করছেষ। ভ্যাকসিন না নিলে ভারত থেকে মার্কিন দেশে প্রবেশ করা যাবে না, এমনই নির্দেশিকা জারি করা হয়েছে। অন্যদিকে, কার্গো ছাড়া আপাতত ভারতের বিমানের উপর সাময়িক স্থগিতাদেশ জারি করেছে বাইডেন সরকার।
ইউনাইটেড কিংডম- সম্প্রতি এই দেশও সবচেয়ে পরিস্থিতি ঘোরালে রাষ্ট্রের তালিকাতে নাম তুলেছে। সেখানকার প্রশাসন জানিয়েছে, এই পরিস্থিতিতে ভারতের কোনও নাগরিকই ইউকে-তে প্রবেশ করতে পারবেন না। ভারত থেকে আসা ব্রিটিশ নাগরিকরা দেশে ফিরলেই টেস্ট ও ১০দিনের কোয়ারান্টিনের মধ্যে থাকবেন।