Anushka Sharma’s Comfortable Loungewear: এই ৪ ধরণের কমফোর্টেবল ড্রেসে অনুষ্কা শর্মা নজর কেড়েছিলেন সোশ্যাল মিডিয়ায়
অনুষ্কা শর্মার প্রেগন্যান্সির সময়ের একাধিক কমফোর্টেবল ফ্যাশন বিভিন্ন সময়ে নজর কেড়েছে।
বলিউডের অভিনেত্রী, পরিচালক, সদ্য বিবাহিত অনুষ্কা শর্মার কমফোর্টেবল পোশাক চিরকালই নজর কাড়ে। সেইরকমই কিছু কমফোর্টেবল ফ্যাশন নেটিজেনদের ফ্যাশন স্টেটমেন্ট হয়ে উঠেছে পরবর্তীকালে।
১) অনুষ্কা শর্মা একটি সাদা স্ট্রাইপ পাজামায় বই পড়ছেন। আর ছবি তুলছেন বিরাট কোহলি। একেবারেই মেকআপ ছাড়া ঘরোয়া লুকে সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছেন তিনি।
২) যোগব্যায়াম করতে হলে সবসময় জগারের প্রয়োজন হয় না। ঢিলা টি-শার্ট এবং ঢিলা টি-শার্টেও কেমন করে ফ্যাশন করা সম্ভব, তা দেখিয়েছেন অভিনেত্রী।
৩) এক শীতের সকাল। নিজের সাজানো ইন্ডোর প্ল্যান্টের সামনে সাবলিল হাসিতে অভিনেত্রী। ফ্লুরোসেন্ট ট্যাঙ্কটপ আর জগার্স পরে বেশ লাগছিল তাতে।
৪) অনুষ্কা শর্মার প্রেগন্যান্সির সময়ের একাধিক কমফোর্টেবল ফ্যাশন বিভিন্ন সময়ে নজর কেড়েছে। বলিউড সহ নেটিজেনদের কাছে ইতিমধ্যেই চর্চিত বিষয়।