Mimi Chakraborty: ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনে গাঢ় সবুজ শাড়িতে রাজকীয় লুকে চমকে দিলেন মিমি
Fashion Tips: আজকাল যে কোনও লুকেই যে মিমিকে সুন্দর লাগে সে কথা স্বীকার করেছে তার অনুরাগীরাও..কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন ভালবাসাতে
গত কয়েক বছরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব- এ উপস্থিত থাকলেও ২৭-তম চলচ্চিত্র উৎসবের মঞ্চে দেখা যায়নি অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী জানিয়েছিলেন, তাঁকে ঠিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। যদিও এ ব্যাপারে মুখ্যমন্ত্রীকে কোনও দোষারোপ করেননি। তাঁর নিশানায় ছিলেন কিফ-র চেয়ারপার্সন, তথা পরিচালক- প্রযোজক- বিধায়ক রাজ চক্রবর্তী। এবছরের মঞ্চে দেব, শুভশ্রীর পাশেই উজ্জ্বল উপস্থিতি মিমি চক্রবর্তী। আর মঞ্চে হাজার তারকার ভিড়ে যাবতীয় আলো ছিনিয়ে নিলেই বাংলার এই সাংসদ অভিনেত্রী। ফ্যাশান নিয়ে নিজেকে যে তুঙ্গে নিয়ে গিয়েছেন মিমি তার কোনও তুলনা নেই। আজকাল যে পোশাকই মিমি পরেন না কেন তার মধ্যে থাকে রাজকীয় ছোঁয়া। খুব সাধারণ পোশাকেই তাক লাগিয়ে দিতে জানেন মিমি।
চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য গাঢ় সবুজ রঙের একটি শাড়ি বেছে নিয়েছিলেন মিমি। সেই সঙ্গে তাঁর সাজটিও চমকপ্রদ। মিমির এই সুন্দর সাজের পরিকল্পনা করেছেন ডিজাইনার স্যান্ডি। জর্জেটের এই সবুজ শাড়িটি পার্টি ওয়্যার হিসেবে যেমন যথাযথ তেমনই এরকম গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেও পরা যায়। সবুজ এই শাড়িটি আঁচল ছেড়েই পরেছেন মিমি। ব্লাউজটি স্লিভলেস হলেও নেকলাইন চমকপ্রদ। গলার কাছে ভি-শেপে ঝালরের কাজ রয়েছে। ডিপ নেক এই ব্লাউজে দারুণ সুন্দর দেখতে লাগছিল মিমিকে। ব্লাউজটির ডিজাইন এতটাই সুন্দর যে আলাদা করে আর কোনও গয়না গলার পরার প্রয়োজন পড়েনি। শাড়ির সঙ্গে ম্যাচিং করে স্টোন সেটিং স্টাড ইয়াররিং পরেছেন মিমি। হাতেও ওই পান্না রঙের আংটি। চুলে মিডল পার্ট করে পেতে খোঁপা করেছেন। মিমির মেদহীন চেহারার সঙ্গে এমন হেয়ার স্টাইল দারুণ লাগে দেখতে।
মিমির মেকআপও ভীষণ রকম মানানসই। চোখে সবুজ রঙের আইলাইনার দিয়েছেন। সেই সঙ্গে আইমেকআপও দারুণ হয়েছে। এছাড়াও ঠোঁটে দিয়েছেন ন্যুড শেডের লিপস্টিক। মিমিকে সুন্দর করে সাজিয়েছেন মেকআপ আর্টিস্ট সৌরভ। এমন লুকে মিমিকে খুব সুন্দর দেখতে লাগছে। কোনও ভাবেই চোখ ফেরানো যাচ্ছে না তাঁর থেকে। আজকাল যে কোনও লুকেই যে মিমিকে সুন্দর লাগে সে কথা স্বীকার করেছে তার অনুরাগীরাও। মিমির এই লুক পছন্দ হলে পার্টিতে এমন সাজতে পারেন আপনিও।