AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

How to store woolen clothes: আলমারিতে তোলার আগে এভাবে যত্ন নিন শীতবস্ত্রের, সোয়েটারের রং একই থাকবে আগামী বছরেও

Woolen Clothes Care: এবার সময় এসেছে উলের পোশাকগুলো আলমারিতে আবার তুলে দেওয়ার। কিন্তু তুলে রাখার সময় উলেন জিনিসের একটু বাড়তি যত্ন নিতে হবে।

How to store woolen clothes: আলমারিতে তোলার আগে এভাবে যত্ন নিন শীতবস্ত্রের, সোয়েটারের রং একই থাকবে আগামী বছরেও
| Edited By: | Updated on: Feb 22, 2023 | 12:14 PM
Share

শীত শেষ। এখন শহর জুড়ে বসন্তের আমেজ। কয়েকদিন আগে পর্যন্ত এক চাদরের প্রয়োজন পড়ছিল। কিন্তু এখন রোদের তেজ ও বাংলার তাপমাত্রা দুটো বেড়ে গিয়েছে। রাতের দিকে কম্বল গায়ে দেওয়ার আর কোনও প্রয়োজন পড়ছে না। পাতলা চাদরেই কাজ চলে যাচ্ছে। এর অর্থ হল এবার সময় এসেছে উলের পোশাকগুলো আলমারিতে আবার তুলে দেওয়ার। আবার এক বছরের পর বের হবে সেগুলো। সুতরাং, তুলে রাখার সময় উলেন জিনিসের একটু বাড়তি যত্ন নিতে হবে।

অনেক ক্ষেত্রে দেখা যায়, এই বছর শীতে যে সোয়াটার বা পুলওভারটা কিনেছেন, তা আর পরের বছর পরার মতো নেই। রোঁয়া উঠে গিয়েছে, সেলাই খুলে গিয়েছে। রং যেন ফিকে হয়ে গিয়েছে। এটা সোয়েটারের দোষ নয়। উলেন বস্ত্র আলমারি বন্ধ করার সময় বিশেষ যত্ন নিতে হয়। কারণ প্রায় এক বছর সেটার দেখাভাল আমরা করি না। বছরের মাত্র দু-তিন মাস আমরা উলেন বস্ত্র ব্যবহার করি। তা উলের পোশাক আলমারি তুলে রাখার সময় এই কয়েকটি টিপস মেনে চলা দরকার।

বিগত দু-তিন মাস উলেন বস্ত্র ব্যবহার করেছেন। এবার যখন সেগুলো তুলে রাখার সময় এসেছে তখন নিশ্চয় কেচে তুলে রাখবেন। কিন্তু আপনি কি জানেন, বারবার উলেন পোশাক কাচলে তা ঢিলে হয়ে যায়। যত কম পারবেন উলেন পোশাক কাচুন। তবে, অবশ্যই আলমারিতে উলেন পোশাক কেচে নেওয়া ভাল।

উলেন বস্ত্র বাড়িতে অবশ্যই মাইল্ড ডিটারজেন্ট ব্যবহার করুন। উলেন বস্ত্র কাচা যায় এমন ডিটারজেন্ট বাজারে পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে পারেন। এছাড়া শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এক বালতি ঠান্ডা জল নিন। তাতে শ্যাম্পু কিংবা কোনও ইল্ড লিকুইড ডিটারজেন্ট মিশিয়ে দিন। এবার এতে সোয়েটারগুলো ১৫-২০ মিনিট ডুবিয়ে রাখুন। এতে সমস্ত ময়লা বেরিয়ে যাবে। এরপর সোয়েটারগুলত্র জল নিংড়ে শুকনো করতে দিন। কড়া রোদে জামাকাপড় শুকাবেন না। এতে রং ও ফ্র্যাবিক নষ্ট হয়ে যায়।

সব পোশাক বাড়িতে কিংবা হাতে কাচবেন না। লং কোট, ভাল সোয়েটার, কম্বল ইত্যাদি দোকানে ড্রাই ওয়াশ করিয়ে নিন। ড্রাই ক্লিনিং করলে শীতবস্ত্র অনেক দিন টেকসই হয়। এতে রং নষ্ট হয় না। ড্রাই ওয়াশের পর ওই উলেন বস্ত্র আবার নতুন দেখায়। ড্রাই ওয়াশের পর সেটা আলমারিতে তুলে রাখতে পারেন। কোনও সমস্যা হবে না।

সোয়েটার, পুলওভার, সোয়েট শার্ট আলমারিতে সব সময় ভাঁজ করে রাখুন। কোনও উলেন বস্ত্র ঝুলিয়ে বা টাঙিয়ে রাখবেন না। এতে সোয়েটারের ফ্যাব্রিক নষ্ট হয়ে যায়। একই কাজ করবেন জ্যাকেট, লং কোটের ক্ষেত্রে। প্রয়োজনে প্ল্যাস্টিক কিংবা খবরের কাগজে মুড়ে রাখতে পারেন। বছরের মাঝে দু-তিনবার সোয়েটার ও অন্যান্য উলেন বস্ত্রগুলো বের করে উল্টে-পাল্টে ভাঁজ করে রাখুন। এতে আপনার শীতবস্ত্র বছরের পর বছর ভাল থাকবে।