Caring for Clothes: ঠাকুর দেখে আসার পর নতুন জামা খাটে ছুঁড়ে না ফেলে যত্ন নিন এইভাবে

Easy Hacks: ঘামে মাখামাখি জামা খাট বা সোফায় ছুঁড়ে না ফেলে তা বারান্দায় খোলা হাওয়ার রাখুন সারারাত। এতে ঘাম শুকিয়ে যাবে, দাগ পড়বে না। পরদিন সকালে সেই জামা রোদে রাখুন কিছুক্ষণ। এতে জামায় কোনও রকম গন্ধ থাকবে না, যেটুকু ছত্রাক থাকে তাও মরে যাবে

Caring for Clothes: ঠাকুর দেখে আসার পর নতুন জামা খাটে ছুঁড়ে না ফেলে যত্ন নিন এইভাবে
কাপড় জামার যত্ন নিন এইভাবে
Follow Us:
| Edited By: | Updated on: Oct 17, 2023 | 8:04 PM

সারা বছর যতই কেনাকাটা করা হোক না কেন পুজোর সময় কেনা এই নতুন জামার মধ্যে অন্যরকম একটা গন্ধ থাকে। কোন দিন কেমন জামা পরা হবে, কোথায় আড্ডা হবে, কবে বন্ধুদের সঙ্গে দেখা করার প্ল্যান এই সব কিছু নিয়ে পরিকল্পনা চলতেই থাকে। পুজো মালেই মিলনক্ষেত্র, বাঙালির সবচেয়ে বড় উৎসব। এই কটা দিনের জন্যই তো মুখিয়ে থাকা, বছরভর চলে অপেক্ষার পালা। পুজোর আনন্দ সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারলে তবেই তার স্বার্থকতা। পুজোকে ঘিয়ে দেওয়া-নেওয়া চলতেই থাকে। এই সময় প্রিয় মানুষকে উপহার দিতে আর উপহার পেতে খুবই ভাল লাগে। ঠাকুর দেখতে যাওয়ার আগে কত সাজগোজ। নতুন জামা, মেকআপ, কানের দুল, হেয়ার সেটিং, নতুন হিল জুতো- সব কিছু পরে একেবারে পরিপাটি করে ঠাকুর দেখতে তো যাওয়া হল। এরপর ফিরে এসে ক্লান্ত শরীরে সব কাপড় জামা পরে থাকে একদিকে। তখন ক্লান্ত শরীরটাকে কোনও মতে বিছানায় চালান করে দিতে পারলে তবেই শান্তি।

আমাদের এখানে সারা বছরই ঘাম হয়। এবার ঠাকুর দেখতে বেরিয়ে হাঁটাহাঁটির ফলে যেটুকু ঘাম হয় তাতে শখের জামা ভিজে যায়। এবার সেই জামা একদিকে কুন্ডলী পাকিয়ে ফেলে রাখলে তাতে জামায় ঘামের সাদা দাগ পড়ে যায়। ঘেমো জামায় ছত্রাক জন্মানোর সম্ভাবনা থাকে একই সঙ্গে গন্ধও ওঠে। দাম দিয়ে কেনা জামা এভাবে ফেলে রাখতে মোটেই ইচ্ছে করে না কারোর। আর তাই শত কষ্ট হলেও এই কাজটুকু আপনাকে করতেই হবে।

ঘামে মাখামাখি জামা খাট বা সোফায় ছুঁড়ে না ফেলে তা বারান্দায় খোলা হাওয়ার রাখুন সারারাত। এতে ঘাম শুকিয়ে যাবে, দাগ পড়বে না। পরদিন সকালে সেই জামা রোদে রাখুন কিছুক্ষণ। এতে জামায় কোনও রকম গন্ধ থাকবে না, যেটুকু ছত্রাক থাকে তাও মরে যাবে। রোদে রেখে তবেই সেই জামা ওয়ার্ড্রোবে গুঠিয়ে রাখতে পারেন। যে কোনও ভাল জামা একবার পরে ধুয়ে দেওয়া যায় না। এতে কাপড় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি সুতির জামা হয় তাহলে ধুয়ে ফেলতেই পারেন তবে সিল্ক হলে তা সাধারণ কাপড় কাচা সাবানে না কেচে লিক্যুইড সোপে ধোওয়ার চেষ্টা করুন।

টি-শার্ট, শাড়ি বা ড্রেস সব কিছু হ্যাঙারে ঝুলিয়ে রাখুন। এতে ঘাম তাড়াতাড়ি শুকোয় আর পোশাকের ভাঁজ নষ্ট হয় না। আলমারিতে রাখার সময় একটা ব্যাগে রোজমেরি, লবঙ্গ, তেজপাতা ভরে এক কোণায় রাখুন। এতে কোনও গন্ধ হবে না।