Debipokkho: লাল পেড়ে শাড়ি, রুপোর গয়না, আলতা পায়ে পুজোর সাজে অপরূপা অভিনেত্রী, এমন সাজে তাক লাগান আপনিও

Puja Fashion Tips: মায়ের রূপ কল্পনা করলে সকলের চোখের সামনে ভেসে ওঠে লাল পাড়-সাদা শাড়ি পরা একটি অবয়ব। পায়ে আলতা, হাতে পদ্ম, মাথায় সিঁদুর, লাল টিপ, গা-ভর্তি গয়না- মায়ের এই রূপ যেন ভুবন ভোলানো। পুজোর দিনে তাই এমন সাজেই সব মেয়েকে দেখতে দারুণ লাগে। পুজোর অঞ্জলিতে বা বোধনে লাল-পাড় সাদা শাড়ির মাহাত্ম্যই অন্যরকম

Debipokkho: লাল পেড়ে শাড়ি, রুপোর গয়না, আলতা পায়ে পুজোর সাজে অপরূপা অভিনেত্রী, এমন সাজে তাক লাগান আপনিও
কেমন সাজবেন পুজোতে
Follow Us:
| Edited By: | Updated on: Oct 17, 2023 | 7:55 AM

১৪ অক্টোবর মহালয়া দিয়ে শুরু হয়েছে দেবীপক্ষ। ২০ অক্টোবর হবে দেবীর বোধন। প্রতি বছর মায়ের আগমনের আগেই প্রকৃতি অপরূপ সাজে সেজে ওঠে। ভোর হতেই আঙিনা ভরে থাকে শিউলি ফুলে। পুকুর ভরে থাকে শাপলা, পদ্মে। মাঠে ধান পাকতে শুরু করেছে, আকাশে সাদা পেঁজা তুলোর মত মেঘ, সাদা কাশ দেখলে মন অজানা আনন্দে ভরে ওঠে। কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর এই তেরো পার্বণের মধ্যে শ্রেষ্ঠ হল দুর্গাপুজা। যেখানেই বাঙালি সেখানেই এখন হয় দুর্গাপুজা। এই পুজোকে ঘিরে থাকে আমাদের কত স্বপ্ন। কোনদিন কেমন পোশাক পরা হবে,  পুজোর আড্ডা, খাওয়া-দাওয়া, ঘুরতে যাওয়া সব কিছু নিয়েই থাকে এলাহি পরিকল্পনা। এমন অনেক মানুষ আছেন যাঁদের সারা বছরের উপার্জন হয় এই পুজো থেকেই।

মায়ের রূপ কল্পনা করলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে লাল পাড়-সাদা শাড়ি পরা একটি অবয়ব। পায়ে আলতা, হাতে পদ্ম, মাথায় সিঁদুর, লাল টিপ, গা-ভর্তি গয়না- মায়ের এই রূপ যেন ভুবন ভোলানো। পুজোর দিনে তাই এমন সাজেই সব মেয়েকে দেখতে দারুণ লাগে। পুজোর অঞ্জলিতে বা বোধনে লাল-পাড় সাদা শাড়ির মাহাত্ম্যই অন্যরকম। সব বয়সের সব মহিলাকেই এমন সাজে দেখতে দারুণ লাগে। পুজোর ফ্যাশন ট্রেন্ড, কোন দিন কেমন পোশাক পরলে ভাল লাগবে সেই নিয়ে কত রকম আলোচনা চলে, তর্ক-বিতর্ক থাকে। তবে এই সাদা শাড়ি-লাল পাড় নিয়ে কোনও রকম বিতর্ক নেই, দ্বন্দ্ব নেই। আর তাই আগমণীর সাজে অভিনেত্রী সায়ন্তনীও ধরা দিলেন দারুণ মহামায়া রূপে। একেবারে সাধারণ লাল পাড় সাদা শাড়ি পরেছেন অভিনেত্রী সঙ্গে পুরনো ঘরানায় লাল কাঁচুলি। হাতে আলতা, পায়ে আলতা, সিঁথি ভরা সিঁদুর, পরনে রুপোর গয়না- সব মিলিয়ে ভীষণ রকম সুন্দর লাগছে সায়ন্তনীকে। কখনও পাটের মাঝে, কখনও পদ্ম ভরা দীঘিতে ডিঙি নিয়ে ভেসেছেন তিনি।

পদ্ম, সুন্দর নকশা কাটা নৌকা, সঙ্গে এমন সাজে নজরকাড়া অভিনেত্রী। পুজোয় নানা রকম সাজের পরিকল্পনা আমাদের থাকেই। তবে ষষ্ঠীর বোধন কিংবা দশমীতে এমন সাজে যে কোনও মেয়েদের দেখতে দারুণ লাগে।  সাজ এমনই, যত কম উপকরণে যত সাধারণ সাজতে পারবেন ততই সুন্দর লাগে দেখতে। পুজোর দিনে এমন সাজে অবশ্যই সাজতে ভুলবেন না আপনিও।

সায়ন্তনীকে সাজিয়েছেন-  দীপক শ

স্টাইলিং করেছেন- দেবযানী ঘোষ

শাড়ি ও সিলভারের গলার হার- অলোরা বাই অনিন্দিতা

বাকি গয়না- সুবর্ণা শিল্পালয়

ছবি- শান্তনু কর্মকার