Huma Qureshi: জিপসি রাজকুমারীর বেশে হুমা কুরেশি! ব্র্যালেট ও কাফতানে লাইমলাইটে ‘মিথ্যা’র নায়িকা
আগামী ১১ ফেব্রুয়ারি জি৫-এ মুক্তি পেতে চলেছে মিথ্যা সিনেমাটি। যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন হুমা কুরেশি। তবে আরও একটি খবর যে, এই সিরিজের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন অভিনেত্রী ভাগ্যশ্রী কন্যা অবন্তিকা দাসানি।
মুক্তি পেয়েছে পরিচালক রোহন সিপ্পির সাইকোলজিক্যাল থ্রিলার ড্রামা সিরিজ ‘মিথ্যা’সিনেমার ট্রেলার। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন হুমা কুরেশি। আগামী ১৮ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে এই সিনেমাটি। তাই তার আগে চলছে জোর কদমে প্রচারের প্রস্তুতি। আপ ছবির প্রোমোশনের জন্য ব্যাক টু ব্যাক সিজলিং বোল্ড লুকে আত্মপ্রকাশ করেছেন বলিউডের এই অভিনেত্রী। সম্প্রতি ছবির প্রচারের আগে নজরকাড়া জিপসি রাজকুমারীর লুকে একটি ফটোশ্যুটের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। জমকালো লিলাক রঙের ব্র্যালেট ও তার উপর কাফতান পরে ফ্যাশন দুনিয়ায় সকলের প্রশংসা কুড়িয়েছেন তিনি।
মঙ্গলবার ইন্সটাগ্রামে এই ছবি শেয়াক করেছেন নিজেই। ছবিতে দেখা গিয়েছে,সুন্দর পোশাকের সঙ্গে মানানসই জিপসি লুকে বেশ নজর কেড়েছেন। আবার ক্যাপশনে লিখেছেন, মিথ্যা প্রচারের জন্য বাড়িতে জিপসি রাজকুমারী। ডিজাইনার নিকিতা ওয়াধওয়া মহিসালাকরের লেবেল থেকে এই ব্র্যালেট ও কাফতানটি বেছে নিয়েছেন তিনি।
View this post on Instagram
বিচ পার্টি বা প্রিয়জনদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য এই ধরনের পোশাক বেশ স্বাচ্ছন্দ বোধ করতে পারেন। হুমার মতো এই পোসাক যদি নিজের ওয়্যার্ড্রোবে রাখতে চান তাহলে নিকিতা ওয়াধাওয়ার ফ্যাশন ওয়েবসাইটে সার্চ করতে পারেন। সমুদ্র সৈকতে একান্তে সময় কাটানো বা পুল সাইডে পার্টিতে যোগ দিতে চান, তাহলে এই ফ্যাশনেবল পোশাকটি আপনার জন্য পারফেক্ট। ব্র্য়ালেটের দাম প্রায় ২০ , ৫৬০ টাকা। কাফতানের জন্য যে পোশাকটি পরেচেন হুমা, তাকে একটি লিলাক ফ্লস প্রিন্ট কাফতান বলে। এর দাম ৩৪,৫০০টাকা। গোটা সেটটির দাম পড়বে ৫৫ হাজার টাকা।
ডিপ নেকলাইন, হ্য়ান্ড এমব্রয়ডারি করা থ্রেড প্যাটার্ন, মেটালিক সিক্য়ুইনড ডিজাইন ও ব্য়াকলেশ লিলাক ব্র্যালেটে হুমাকে যে মোহময়ী লেগেছে তা বলাই বাহুল্য।
প্রসঙ্গত, আগামী ১১ ফেব্রুয়ারি জি৫-এ মুক্তি পেতে চলেছে মিথ্যা সিনেমাটি। যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন হুমা কুরেশি। তবে আরও একটি খবর যে, এই সিরিজের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন অভিনেত্রী ভাগ্যশ্রী কন্যা অবন্তিকা দাসানি। সিরিজে হুমা কুরেশি, অবন্তিকা দাসানি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়, রজিত কাপুর এবং সমীর সোনি।
আরও পড়ুন: Ananya Panday: গিগি মিনি ড্রেসে আগুন ঝরিয়ে ফের ভাইরাল অনন্যা পান্ডে! এমন পোশাক কিনতে খরচ কত?