Kangana Ranaut Latest News: কঙ্গনার চমকপ্রদ ব্রালেট ইন্সটাগ্রামে ইতিমধ্যেই নিজের ছাপ ফেলা শুরু করে দিয়েছে

অনেক সমালোচনার মধ্যে দিয়ে কেটেছে বিগত বেশ কিছু মাস। সেই সমস্ত ঘটনাকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে চলারই অনুপ্রেরণা খুঁজে নিচ্ছেন কঙ্গনা।

Kangana Ranaut Latest News: কঙ্গনার চমকপ্রদ ব্রালেট ইন্সটাগ্রামে ইতিমধ্যেই নিজের ছাপ ফেলা শুরু করে দিয়েছে
Follow Us:
| Edited By: | Updated on: Aug 16, 2021 | 3:41 PM

কঙ্গনা রানাউত প্রায়ই তাঁর চলচ্চিত্র, ফিটনেস রুটিন, ডায়েট এবং অবশ্যই ফ্যাশন সম্পর্কে আপডেট শেয়ার করতে ইনস্টাগ্রামকেই বেছে নেন। ঠিক সেই ভাবেই তিনি সম্প্রতি বুদাপেস্টে তার ‘ধক্কড়’ (Dhakkar) ছবির শুটিং শেষ করেছেন। সিনেমার শুট শেষের পার্টি থেকে তিনি কিছু ছবি শেয়ার করেছেন। ছবিতে একটি হাই ওয়েস্ট প্যান্টের সাথে ড্রপ-ডেড একটি লেইস ব্রালেট পরতে দেখা যায় তাঁকে।

একাধিক চিক গোল্ড চেইন দিয়ে অ্যাক্সেসরাইজ করা হয়েছিল তাঁর এই লুকে। উপরের দিকে গিঁটে বাঁধা চুলও রেখেছিলেন তিনি।

এখানে ছবি দেখুন।

কিন্তু এই লুকটি অনেকটাই ২০১৮ সালের দীপিকা পাড়ুকনের লুকের সাথে মিলে যায়। পিকু অভিনেত্রীকে একটি ব্রালেট টপ পরতে দেখা গিয়েছিল। যা তিনি সাদা ট্রান্সপারেন্ট শার্টের সাথে মিলিয়ে পরেছিলেন। শালিনা নাথানীর স্টাইল করা, লুকটি বড় আকারের শেড, চিক সোনার চেইন এবং ম্যাট লিপ শেডের সঙ্গে দেখতে পাওয়া গেছিল।

একটি অগোছালো পনিটেলে চুল বেঁধে অভিনেত্রীর লুকটি পরিপূর্ণ হয়েছিল।

অনেকটা কঙ্গনার মতোই, দীপিকাও হাই ওয়েস্টের সাদা ট্রাউজার দিয়ে তার টপ স্টাইল করেছিলেন। কোমরের অংশে একটি বেল্টও পরেছিলেন।

কঙ্গনা রানাওয়াত সব সময়ই চর্চার মধ্যেই থাকেন, থাকা পছন্দ করেন। এখানেও তার ব্যতিক্রম হয়নি। তাঁর এই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলে দিয়েছে। তিনি ক্যাপশানে ঘালিবের (Ghalib) একটি লেখা বেছে নিয়েছিলেন।

অভিনেতা তাঁর আসন্ন ছবি ধক্কড়ের শুটিংয়ে ব্যস্ত ছিলেন। শুট এখন শেষ তাই ব্যস্ততা কিছুটা কম। ব্যস্ততা কমতেই আবার সোশ্যাল মিডিয়ায় ফিরে এলেন তিনি। এসেই নিজের ছবি দিয়ে রীতিমত শোরগোল ফেলে দিলেন তিনি। তাঁর এই ছবি ঘিরে ইতিমধ্যেই তাঁর ফ্যানদের মধ্যে বিশেষ উৎসাহ দেখা গিয়েছে। ফেসবুকেও তাঁর এই ছবি শেয়ার করা শুরু হয়ে গিয়েছে।

করোনার দ্বিতীয় ঢেউ আসার পর থেকে এই প্রথম ছবি মুক্তি পাচ্ছে তাঁর। অনেক সমালোচনার মধ্যে দিয়ে কেটেছে বিগত বেশ কিছু মাস। সেই সমস্ত ঘটনাকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে চলারই অনুপ্রেরণা খুঁজে নিচ্ছেন তিনি। এমনটাই আন্দাজ করা যাচ্ছে তাঁর ক্যাপশনগুলি থেকে।

আরও পড়ুন: সাদা শাড়িতে ইন্সটাগ্রামে মন মাতালেন জ্যাকলিন