Chaitra Sale 2023: চৈত্র সেলে অবিশ্বাস্য দামে সুতির ডিজাইনার ব্লাউজ কিনুন কলকাতার এই মার্কেট থেকে

Cheapest Blouse Market In kolkata: বুটিকের সঙ্গে পাল্লা দিয়ে কলকাতায় ডিজাইনার ব্লাউজ পাবেন গড়িয়াহাটে মাত্র ২৫০ টাকা থেকে। ৩৫০ টাকার মধ্যে পেয়ে যাবেন মনের মত ব্লাউজ

Chaitra Sale 2023: চৈত্র সেলে অবিশ্বাস্য দামে সুতির ডিজাইনার ব্লাউজ কিনুন কলকাতার এই মার্কেট থেকে
সস্তায় কেনাকাটা করুন এই সব মার্কেট থেকে
Follow Us:
| Edited By: | Updated on: Mar 30, 2023 | 12:13 PM

সারা বছর অনলাইন, শপিং মল জুড়ে যতই ডিসকাউন্ট চলুক না কেন বাঙালির কাছে চৈত্র সেলের গুরুত্বই অন্যরকম। আজ থেকে সাত বছর আগেও কিন্তু অনলাইন শপিং এত জনপ্রিয় ছিল না। দোকানের সঙ্গে পাল্লা দিতেই অনলাইনে মাত্রা ছাড়া ছাড় দেওয়া থাকে। আর একবারে  সব টাকা দিতে হবে এরকম কোনও ব্যাপার নেই। প্রয়োজনে ইএমআই দিয়ে কেনা যেতে পারে। সেই সঙ্গে পছন্দের ব্র্যান্ডেড জিনিসও পাওয়া যায় সাধ্যের মধ্যে। সারা বছর এখন এতই কেনাকাটা হয় যে নতুন জামার গন্ধ, নতুন জামা পরার আনন্দ এখন মিসিং। তবুও হাতে দেখে দোকান থেকে জিনিস কেনার মজাটাই অন্যরকম। যতই অনলাইন, সোশ্যাল মিডিয়া থেকে কেনাকাটা হোক না কেন শাড়ি, ব্লাউজ, জুতো এসব দোকান থেকে দেখে কেনাই ভাল।

বছর শেষের এই সেলে দোকানের পুরনো যা জিনিস থাকে তাই সস্তায় দিয়ে দেওয়া হয়। সোজা কথায় সব দোকান চান stock clearance করে নতুন কালেকশন আনতে। পয়লা বৈশাখ বাঙালিদের নতুন বছর শুরু। বছরের পর বছর ধরে এই দিনে বাঙাবিরা নতুন জামা দিয়ে, মন্দিরে পুজো দিয়ে তবেই তাঁদের দিন শুরু করেন। যেহেতু গরমের দিন বৈশাখ মাস তাই সুতির আরামদায়ক পোশাকের চাহিদাই কিন্তু সবচাইতে বেশি। আর তাই এই সেলের বাজারে সুতির কুর্তি, কটন শাড়ি, খাদি, জামদানি, সুতির পাঞ্জাবি, ফতুয়া, টপ, হারেম প্যান্ট, ফ্রক এই সব সুতির পোশাকের চাহিদা থাকে সবচাইতে  বেশি। মার্চ মাসে সকলেরই পকেটে চাপ থাকে। আর তাই সকলেই চান পকেট বাঁচিয়ে কেনাকাটা করতে।

মাত্র ৫০০ টাকা খরচা করেই এই চৈত্র সেলে করতে পারবেন দারুণ স্টাইল। জেনে নিন সস্তায় কোথা থেকে কিনবেন শাড়ি, ব্লাউজ, গয়না। শাড়ি আর গয়না তো সস্তায় কোথায় পাবেন তা তো জানেনই তবে সমস্যায় পড়তে হয় ব্লাউজ নিয়ে। অধিকাংশ সময়ই ডিজাইনার ব্লাউজের দাম থাকে শাড়ির দামের থেকেও বেশু। আবার কাপড় কিনে বানাতে গেলে খরচাও বেশি পড়ে। তাই অবিশ্বাস্য কম দামে সুতির ব্লাউজ কিনতে ঢুঁ মারুন কলকাতার এই সব মার্কেটে।

একেবারে সুতির বেসিক হাতকাটা ব্লাউজ মাত্র ৪০ টাকায় পেয়ে যাবেন হাওড়ার মঙ্গলার হাটে। প্রতি মঙ্গলবার বসে এই হাট। গরমের দিনে ব্লাউজ একটু বেশিই লাগে। তাই একডজন ব্লাউজ কিনে আনুন এই মার্কেট থেকে।

বুটিকের সঙ্গে পাল্লা দিয়ে কলকাতায় ডিজাইনার ব্লাউজ পাবেন গড়িয়াহাটে মাত্র ২৫০ টাকা থেকে। ৩৫০ টাকার মধ্যে পেয়ে যাবেন মনের মত ব্লাউজ। আজরক, খাদি, হাকোবা, ফ্যান্সি ব্লাউজ, সিক্যুইনের ব্লাউজ, ন্যুডলস স্ট্রিপ, হাতে ইলাস্টিক দেওয়া ব্লাউজ সব পেয়ে যাবেন এই দামের মধ্যে। শুধু গড়িয়াহাট নয় হাতিবাগান, শ্যামবাজারেও কিন্তু ব্লাউজের দারুণ সব কালেকশন রয়েছে।