Kriti Sanon: সাদা-গোল্ডেন শাড়ির দ্যুতিতে সব গ্ল্যামার হল ফিকে, দিওয়ালির পার্টিতে ‘সোনার মেয়ে’ কৃতি!
Diwali 2022: তারকা-খচিত ইভেন্টে তারাদের উপস্থিতি যেমন ছিল চোখে পড়ার মত, তেমন সেটি ফ্যাশন -শোয়ের থেকে কম কিছু ছিল না। কে আসেননি সেখানে?

সামনেই কালীপুজো ও দীপাবলি উত্সব (Diwali 2022)। আলোর উত্সবে মাততে ফ্যাশনেবল পোশাকের যে একটি ভূমিকা থাকে তা বলাই বাহুল্য। দীপাবলির মেজাজে সামিল হতে উজ্জ্বল উপস্থিতির জন্য পোশাকই হলে সেরা ভরসা। বেশিরভাগ পার্টিতে পোশাক হিসেবে শাড়ি পরারই (Traditional Dress)বেশি চল রয়েছে। তা সে সুতির হোক বা সিক্যুইনড, শাড়ির ঐতিহ্যই আলাদা। ভারতীয় উত্সবে শাড়ি (Ethnic Saree) ও ট্র্যাডিশনাল পোশাকের গুরুত্ব রয়েছে, তা অস্বীকার করার জায়গা নেই। উত্সবের ভিড়ে নিজেকে সকলের থেকে আলাদা করতে পোশাকের ভূমিকা অনেকটাই। দুর্দান্ত স্টাইল, নজরকাড়া ফ্যাশনেবল পোশাকের কারণে অন্য়দের থেকে আলাদা করা সহজ হবে। সঙ্গে ব্যক্তিত্ব ও সম্মানবোধে আরও সৃজনশীল হওয়া যায়।
সম্প্রতি মুম্বইয়ের বলি তারকাদের মধ্যে শুরু হয়ে গিয়েছে দীপাবলির পার্টি। আসন্ন দিওয়ালির আগেই একটি ঘরোয়া পার্টির আয়োজন করেছিলেন আয়ুষ্মান খুরানা ও তাঁর স্ত্রী তাহিরা কাশ্যপ। পার্টিতে উপস্থিত ছিলেন বলিউডের প্রথম সারির বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীরা। তারকা-খচিত ইভেন্টে তারাদের উপস্থিতি যেমন ছিল চোখে পড়ার মত, তেমন সেটি ফ্যাশন -শোয়ের থেকে কম কিছু ছিল না। কে আসেননি সেখানে? রিচা চাড্ডা, আলিফজল, তাপসি পান্নু, অনন্য়া পান্ডে, বরুণ ধাওয়ান, করণ জোহর, কার্তিক আরিয়ান, রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা ও আরও অনেকে। তবে সকলের থেকে বেশি নজর কাড়লেন কৃতি শ্যানন। আয়ুষ্মান খুরানার দিওয়ালি পার্টির জন্য সাদা-সোনালি পাড়ের শাড়ি বেছে নিয়েছিলেন কৃতি। মোহাম্মদ মাজহারের ডিজাইন করা ব্রালেটের স্টাইলে ব্লাউজ ও সাদা-সোনালি সিল্ক শাড়ি পরেছিলেন ওইদিন। শাড়ির পাড়ে রয়েছে সোনালি রঙের বড় মাপের ফ্লোরাল মোটিফ।
View this post on Instagram
শাড়ির সঙ্গে ম্যাচিং করে কানে পরেছিলেন সুন্দর সোনার কানের দুল। ডান হাতে ছিল সোনার ব্রেসলেট ও সোনার আংটি। পার্টি লুকের জন্য এমন সিম্পল কিন্তু গ্ল্যামারাস লুকের জন্য চুল রেখেছিলেন খোলা। মেকআপও ছিল ছিমছাম। ব্রাউন স্কোকি আই শ্যাডো, ন্যুড লিপস্টিকে অনন্য় লেগেছে তাঁকে।
গত কয়েক বছর ধরে কৃতির কেরিয়ারের গ্রাফ উঠছে চরচর করে। মিমি সিনেমা হিট হওয়ার পর থেকেই পর পর ছবিতে অভিনয় করে চলেছেন। আপাতত বরুণ ধাওয়ানের সঙ্গে একটি সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন। এছাড়া আদিপুরুষ, শেহজাদা, গণপথও মুক্তির অপেক্ষায় রয়েছে।





