সিক্যুইন শাড়ি থেকে স্কার্ফ-ফেস মাস্ক। মাইক্রো ব্যাগ থেকে ফ্ল্যাট জুতো। এক নজরে হলি-বলি তারকাদের লেটেস্ট ফ্যাশন।
তারকাদের হাল ফ্যাশন
Follow Us:
হলুদ, গোলাপি, সবুজ নিয়ন রঙ এমনিতে দেখলে বেশ চোখে লাগে।কিন্তু এই ফ্লুরোসেন্ট রঙে বেশ নজর কেড়েছে নোরা ফতেহি থেকে অনেকেই।
বাকেট হ্যাট বর্তমানে হটেস্ট হ্যাট ট্রেন্ড। আর হলিউড সেলিব্রিটিদের ফ্যাশন তালিকায় বাকেট হ্যাট অন্যতম জনপ্রিয়।
ডিজাইনার রকমারি ব্যাগ বরাবরই সেলিব্রিটিদের হিট লিস্টে। আর সেই লিস্টে নতুন সংযোজন ‘মাইক্রো ব্যাগ’। প্রিয়াঙ্কা চোপড়া থেকে সোনম কাপুর, সবার হাতে এই মাইক্রো ব্যাগ যোগ করেছে নতুন স্টাইল স্টেটমেন্ট।
ককটেল পার্টি হোক, ধনতেরস হোক কিংবা দিওয়ালি পার্টি।তারকাদের প্রিয়র তালিকায় সিক্যুইন শাড়ি এখন এক নম্বরে।দীপিকা পাড়ুকোন, মালাইকা অরোরা থেকে তমন্না ভাটিয়া যে কোন বলিউড পার্টিতে সিক্যুইন শাড়িতে নজর কেড়েছেন বি-টাউনের গ্ল্যালারস ডিভারা।
টি-শার্ট কিংবা ব্লাউজ সবই এখন অতীত।বডিশ্যুট এখন তারকাদের ‘হট ফেভরিট’। স্কার্ট বা ট্রাউজারের সঙ্গে বডিস্যুট, ডিয়ানে পেন্টের এই লুক এখন নিউ ফ্যাশন স্টেটমেন্ট।
টাই অ্যান্ড ডাই প্রিন্ট নতুন কিছু না হলেও তবে হাল ফ্যাশনে বেশ ‘ইন’ এই প্রিন্ট। টি-শার্ট, সোয়েটশার্ট থেকে ড্রেসে সবেতেই এই প্রিন্টের আধিক্য চোখে পড়ার মত।
স্টিলেটো, ব্লক না ফ্ল্যাটই এখন নতুন ট্রেন্ড। অনুষ্কা শর্মা থেকে দিয়া মির্জা ফ্ল্যাট জুতোতেই নজর কাড়ছেন সবার।
২০২০ থেকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তু হল ফেস-মাস্ক।সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ মাস্ক ছাড়া সবার জীবনই অচল। এখন লক্ষ্য মাস্ককে যতটা প্রেজেন্টেবল করে তোলা যায়।তারই আপ্রাণ চেষ্টা।বাহারি স্কার্ফ-ফেস মাস্ক বর্তমানে ভীষণভাবে ট্রেন্ডে।
স্টেটমেন্ট স্লিভস বলিউড ফ্যাশনিস্তাদের প্রিয়র তালিকায় এক নম্বরে।তারকাখচিত অনেক পার্টিতেই বেশ নজর কেড়েছে এই ফ্যাশন।