অনুষ্কা শর্মার সম্প্রতি নেল আর্ট দেখেছেন? মিনিমালিস্ট ম্যানিকিওর আইডিয়াগুলি দেখে নিন একঝলকে…
অনুষ্কার নখের স্টাইল যেমন, ইনডেক্স আঙ্গুলে রয়েছে গোলাপী লাইন, সহ্গে ট্রান্সপারেন্ট বেস, অপর তিনটি আঙুলে রয়েছে ল্যাভেন্ডার রঙে ও টপ কোট। থাম্বে অবশ্য কী রঙ আছে, তা দেখার উপায় নেই।

ভাবছেন ম্যানিকিওর করার জন্য নখ বড় করতেই হবে। কিনতু এদিকে নখ বড় করার উপায় নেই। নখ বড় করলেই কোনও কিছুতে ধাক্কা লেগে ভেঙে যায়, নাহলে দাঁত দিয়ে নখ কেটে ফেলার অভ্যেস রয়েছে। এদিকে নখে নেল আর্ট করার ইচ্ছে। স্টাইল করে নখকে আকর্ষণীয় করবেন কীভাবে, তা ভেবে কূল খুঁজে পাচ্ছেন না। ইন্সটাগ্রাম ফিড ও পিন্টারেস্ট ওয়ালেস যেমন ম্যানিকিউরের ধারণা রয়েছে তেমনিই হবে আপনার নখের স্টাইল, কিন্তু কীভাবে?
বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার নখ ছোট ও সুন্দর করে ম্যানিকিউর করা। বর্তমানে বিরাট কোহলির সঙ্গে ইউকে-তে মেয়ে ভামিকাকে নিয়ে সময় ছুটি কাটাচ্ছেন। ইন্সটাগ্রাম স্টোরিজে একের পর এক ছবি পোস্ট করছেন এই সেলেব দম্পতি। আর সেই ছবিতেই ধরা পড়েছে ট্রিমড নেল ও রঙের আলতো ছোঁয়া। সামার ভাইবস আনতে নখের উপর পার্পেল, গোলাপি, রঙের প্যাস্টেল রঙের ছোঁয়া রয়েছে।
নখের স্টাইল শুধু নখের আগাতে নয়, গোড়াতেও করা যা। আর এই মিনিম্যাল ম্যানিকিউরই এখন ট্রেন্ড। ট্রান্সপারেন্ট বেস. গোলাপী লাইন। অনুষ্কার নখের স্টাইল যেমন, ইনডেক্স আঙ্গুলে রয়েছে গোলাপী লাইন, সহ্গে ট্রান্সপারেন্ট বেস, অপর তিনটি আঙুলে রয়েছে ল্যাভেন্ডার রঙে ও টপ কোট। থাম্বে অবশ্য কী রঙ আছে, তা দেখার উপায় নেই।
মিনিম্যালিস্টের জন্য একেবারে উত্তম আইডিয়া। খুব সাধারণ কিন্তু বেশ আকর্ষণীয়ও বটে। যদি এমন লুক আনতে চান, তাহলে পরবর্তীক্ষেত্রে নেল আর্ট সেসশেন এমন সুন্দর ম্যানিকিউরকেই বেছে নিতে পারেন।
মাল্টি-টোনড জিগ-জ্য়াগ
সুন্দর ও মজার। বিভিন্ন রঙের শেডে আপনি নখের উপর এমন শিল্পকর্ম করতে পারেন। ট্রান্সপারেন্ট বেসের উপর নানা রঙের জিগ-জ্যাগ প্যাটার্নে নেলআর্ট একেবারে অন্য রকমের।
কালো ও সাদার ঝলক- এটিও বেশ সাধারণ দেখতে কিন্তু অনুষ্কার প্যাস্টেল-লুকের থেকেও বেশ অন্য রকম। ট্রান্সপারেন্ট বেসের উপর কালো রঙের বর্ডার অন্য লুক এনে দিচ্ছে। গোটা নখ জুড়ে না হলে , নখের কোণগুলিকে কালো-সাদার টাচ দিতে পারেন। কতকটা শ্যাডো-ইফেক্ট লাগবে।
মার্বেল এফেক্ট- হালকা ও গাঢ় রঙের শেডের কম্বিনেশনে নখের স্টাইল করতে পারেন। গাঢ় রঙের ম্যাট নেল পলিশের উপর আড়াআড়িভাবে ও লম্বালম্বিভাবে হালকা রঙের নেলপলিশের লাইন টেনে দিলে নখের স্টাইলে মার্বেল এফেক্ট আনা সহজ হবে।
মিনিমাল আর্ট
চকচকে ও কিউটিক্যাল সুরক্ষিত রাখার জন্য বেস কোটর উপর মিনিমাল ফুল, ছোট বো বা নখের নীচে বা মাঝামাঝি জায়গায় কালো রঙের ডট এঁকে দিলে নখের স্টাইল একেবারে অন্য মাত্রা এনে দেয়। গাঢ় রঙ যেমন কালো বা লাল রঙের নেলপলিশ দিয়ে অঙ্কন করতে পারেন।
আরও পড়ুন: ফ্যাশন বর্জ্যের প্রকোপে বদলে যাচ্ছে নদীর রঙ! উদ্বিগ্ন পরিবেশবিদরা





