Union Budget 2022: চেনা লুক নিয়ে খাঁটি হ্যান্ডলুমের খয়েরি ইক্কত শাড়িতেই বাজেট পেশ নির্মলা সীতারমনের
কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবারের বাজেট নিয়ে কী ভাবছেন তা নিয়ে বিশেষ আগ্রহ ছিল নেটিজেনদের। এছাড়াও গত কয়েক বছর ধরে চর্চায় উঠে আসছে নির্মলা সীতারামনের শাড়িও
হ্যান্ডলুম শাড়ির প্রতি ভালবাসা তাঁর সব সময়ের। আর বাজেট পেশের দিনও তিনি আটকে গেলেন সেই শাড়িতেই। আজ সকাল থেকেই দেশবাসীর চোখ আটকে ছিল টেলিভিশনের পর্দায়। দেশের সাধারণ বাজেট ( Budget 2022) পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। আর সকালের অধিবেশনের পর থেকেই কিন্তু সোশ্যাল মিডিয়ার চর্চায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর শাড়ি। এদিনের জন্য মরচে খয়েরি রঙের একটি হ্যান্ডলুমের শাড়ি বেছে নিয়েছিলেন তিনি। সেই সঙ্গে তাঁর পরিচিত মার্জিত সাজ। কানে ছোট দুল, হাতে সোনার চুড়ি আর কপালে ছোট্ট টিপ- ব্যাস তাঁর সাজ কমপ্লিট। এই সাধারণ সাজেই কিন্তু বরাবর নজর কাড়েন তিনি।
শাড়িতে ছিল সাদা রঙের বর্ডার। সেই সঙ্গে ম্যাচিং ব্লাউজও পরেছিলেন তিনি। মেরুনের উপর সোনালি পাড় বসানো ব্লাউজে। তবে এবছর তাঁর ইক্কত সিল্ককটি বিশেষ নজর কেড়েছে। আর এই খয়েরি রং কিন্তু নির্ভরযোগ্যতা, সুরক্ষা এবং স্থায়িত্বের প্রতীক। শাড়ির গা জুড়েই ট্র্যাডিশন্যাল ইক্কত টেম্পল প্রিন্ট। এছাড়াও বডিতে রয়েছে ছোট বুটির কাজ। এছাড়াও এই শাড়িটির বিশেষত্ব হল শাড়ির পল্লু অর্থাৎ কুঁচিতেও রয়েছে ইক্কতের প্রিন্ট। অন্ধ্রপ্রদেশের বিখ্যাত প্রিন্ট হল এই ইক্কত। আর এই ইক্কত শাড়ির চাহিদা কিন্তু এখন বিশ্বজুড়ে। ইক্কতকে বলা হয় সিল্কের রানি। কারণ এই সুিতোর ব্যায়ভার প্রচুর। অনেক যত্ন নিয়ে বুনতে হয়, সেই সঙ্গে ব্যায়বহুলও। বুনতে যা খরচ হয় শাড়ি বিক্রি করেও কিন্তু সব সময় সেই দাও ওঠে না। ১২ শতকের ইতিহাস ঘেঁটে বলা যেতে পারে, এই বিরল ও অপূ্ব তাঁতশিল্পটি সালভি সম্প্রদায়ের লোকেরা প্রবর্তিত করেছিলেন। অনেকের মতে, সোলঙ্কি রাজপুতদের পৃষ্ঠপোষকতা অর্জনের জ্ন্য গুজরাটে সালভি গোষ্ঠীরা চলে আসেন। রাজপরিবারে এক বিশেষ অনুষ্ঠানে এই পাটোলা সিল্ক তৈরি করা হয়েছিল। পরবর্তীতে সেখান থেকেই তা বেশ জনপ্রিয় হয়ে ওঠে।
সিল্কের শাড়ির প্রতি বরাবরই কিন্তু অন্যরকম ভালবাসা রয়েছে নির্মলার। গত বছরও তিনি অফ হোয়াইট ও সোনালি বর্ডার দেওয়া লাল রঙের একটি সিল্কের শাড়ি বেছে নিয়েছিলেন। তার আগের বছরও তিনি একটি সিল্ক পরেছিলেন। নীল রঙের বর্ডার দেওয়া হলুদ রঙের একটি সিল্ক। যা কিন্তু নজর কেড়েছিল সকলেরই। প্রতি বছরই বাজেট পেশের দিনে বিশেষ শাড়ি বেছে নির্মলা। যা নিয়ে কিন্তু হাল আমলে বেশ চর্চা হচ্ছে।
সংসদে চতুর্থ বাজেট পেশ করলেন সীতারামন। এদিনও তিনি সকাল ৯.১২-তে সংসদ চত্বরে উপস্থিত হন। গত বছরের মত এবছরও তিনি তাঁর ট্যাবলেটটি নিয়ে এসেছিলেন একটি লাল মোড়কে। যার উপর রয়েছে জাতীয় প্রতীক। এর আগে বাজেট পেশ করার জন্য মন্ত্রীদের হাতে থাকত বিশেষ বাহি খাতা। কিন্তু করোনা আবহে তা বদলে গিয়ে হয়েছে ট্যাবলেট।