Nusrat Jahan: হ্যান্ডলুম শাড়িতে তিলোত্তমা নুসরত জাহান! দেখুন ছবিতে
বেবি-পিঙ্ক ও পাউডার-ব্লু তাঁত হ্যান্ডলুম শাড়ি বেছে নিয়েছিলেন এদিন। পারে ছিল পুরু ধুসর রঙের সীমানা। শাড়ির সঙ্গে ম্যাচিং করা গোলাপী রঙের ব্লাউজ পরেছিলেন তিনি।
বাঙালি সুন্দরী অভিনত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহানের সৌন্দর্যের কথা কার অজানা! সম্প্রতি ইন্সটাগ্রাম পেজে একটি সুন্দর ডুয়াল-টোনড হ্যান্ডলুম শাড়ি পরা নিজের ছবি শেয়ার করেছেন। বাড়ির ছাদে কাপ হাতে নিয়ে ছবিদুটিতে দীপ্তিময় দেখাচ্ছিল তাঁকে।
বেবি-পিঙ্ক ও পাউডার-ব্লু তাঁত হ্যান্ডলুম শাড়ি বেছে নিয়েছিলেন এদিন। পারে ছিল পুরু ধুসর রঙের সীমানা। শাড়ির সঙ্গে ম্যাচিং করা গোলাপী রঙের ব্লাউজ পরেছিলেন তিনি। মেকআপেও ছিল মিনিম্যাল টাচ। ন্যুড মেকআপেও নুসরত যে তিলোত্তমা, তা বলাই বাহুল্য। ব্ল্যাক আইলাইনার, মাস্কারার অল্প ছোঁয়ায় তিনি সর্বদাই অপরূপা। ঠোঁটে পিংক লিপশেড আর ব্লাশে তিনি যে ভোরের দীপ্তি তা আর বলে দিতে হবে না। নীল রঙের কানের দুল আর কপালে ছোট্ট একটি টিপ , বাঙালি নারীরর জন্য এতটুকুই যথেষ্ট।
নুসরত তাঁর পোস্টের ক্যাপশনে গৌতম বুদ্ধে উদ্ধৃতি যোগ করে বলেছেন, “What you think you become, what you feel you attract, what you imagine you create,”
View this post on Instagram
চলতি বছরের অগস্টে একটি পুত্রসন্তানের জন্ম দেন নুসরত। নাম রেখেছেন ইসান। জন্মের শংসাপত্রে শিশুর পিতা হিসেবে নাম রয়েছে বাংলা সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় নায়ক যশ দাশগুপ্ত।
আরও পড়ুন: Kiara Advani: তিনলাখি ব্যাকলেস গোলাপী লেহেঙ্গা সেটে ইন্টারনেটে আগুন ঝরালেন কিয়ারা!