Paoli Dam: ইঙ্গিতপূর্ণ ক্যাপশন লিখলেন পাওলি, উন্মুক্ত বিভাজিকায় কতটা উত্তাপ ছড়ালেন নায়িকা?

Hot And Bold Look: বরাবরই পাওলি ক্লাসি আর স্যাশি। ডিজাইনার কোমল সুদের এই আউটফিটে আবারও যেন তিনি ধরা পড়লেন সেই স্যাশি মেজাজেই

Paoli Dam: ইঙ্গিতপূর্ণ ক্যাপশন লিখলেন পাওলি, উন্মুক্ত বিভাজিকায় কতটা উত্তাপ ছড়ালেন নায়িকা?
কেমন লাগছে পাওলিকে?
Follow Us:
| Edited By: | Updated on: Feb 09, 2023 | 4:10 PM

প্রথম দিক থেকেই নায়িকা হিসেবে তিনি খুবই সাহসী। বোল্ড দৃশ্যে অভিনয়ে কোনও রকম অস্বস্তি বোধ হয়নি। বিতর্ক ধেয়ে এসেছে তবুও নিজগুণ আর বুদ্ধিমত্তায় এই সবকিছু তিনি সামলে এসেছেন। পাওলি দাম- অভিনেত্রী হিসেবে এই ইন্ডাস্ট্রিতে নিজের পাকা জায়গা নিজেই বানিয়েছেন। শিক্ষিত, বুদ্ধিমতী এবং সুন্দরী- বলা ভাল সৌন্দর্য এবং বুদ্ধিমত্তার যৌথ সত্ত্বা রয়েছে তাঁর মধ্যে। পাওলি খুব সুন্দর গুছিয়ে কথা বলেন, পছন্দের বিষয় রসায়ন নিয়েও তাঁর অগাধ পড়াশোনা। অভিনয় শুরুর একেবারে প্রথম দিকে কথা হত তাঁর শ্যামলা বর্ণ নিয়েও। আর তার উত্তরও তিনি নিন্দুকদের দিয়েছেন তাঁর কাজের মাধ্যমেই। নিজের প্যাশান এবং ব্যক্তিগত জীবন দারুণ সুন্দর ব্যালেন্স করে চলতে জানেন তিনি।

অভিনয়ের পাশাপাশি পাওলির ফ্যাশান্স সেন্সও দুর্দান্ত। পেশার বাইরে বাকি সময় বিভিন্ন পোশাকে দেখা যায় তাঁকে। আর সেই তালিকায় যে শাড়ি থাকবে তা বলাই বাহুল্য। খুব সাধারণ শাড়িই পছন্দ পাওলির। আর তাঁর পছন্দের রং কালো। হ্যান্ডলুম, সিল্ক এসবই তিনি বেশি পরেন। কোনও বিশেষ অনুষ্ঠানে সাদা শাড়ি বা লাল পাড় সাদা শাড়িতেও দেখা যায় তাঁকে। সম্প্রতি বিশেষ একটি অনুষ্ঠানের জন্য সুন্দর করে সাজলেন পাওলি। দেখা দিলেন একেবারে বোল্ড অ্যান্ড হট লুকে। সাহসী পাওলি শীতের সন্ধ্যায় উত্তাপ পড়ালেন ন্যুডলস স্ট্র্যাপের সিক্যুইনের কাজ করা দারুণ একটি বোল্ড আউটফিটে। তবে এবার আর কালো নয়, বটল গ্রিন রঙের ড্রেসটি বেছে নিয়েছেন অভিনেত্রী। সিক্যুইনের কাজ করা এই পোশাকটিতে পাওলি তাঁর মেদহীন শরীর দারুণ ভাবে ফ্লন্ট করেছেন। উন্মুক্ত বক্ষে তিনি যেমন সাহসী তেমনই শৃঙ্খল। নিজের উত্তাপ সযত্নে বন্দি রেখেছেন থার্মোমিটারে।

View this post on Instagram

A post shared by Paoli Dam (@paoli_dam)

বরাবরই পাওলি ক্লাসি আর স্যাশি। ডিজাইনার কোমল সুদের এই আউটফিটে আবারও যেন তিনি ধরা পড়লেন সেই স্যাশি মেজাজেই। উন্মুক্ত বক্ষবিভাজিকা, নিয়মিত ব্যায়াম করা সুঠাম চেহারা, স্পষ্ট কলার বোন- শরীর আর চাহনিতে যৌনতা চরমে থাকলেও তা যেন খুবই শৃঙ্খলে বাঁধা। নিজেকে বরাবর এভাবেই দেখতে ভালবাসেন অভিনেত্রী। এই সুন্দর পোশাকের সঙ্গে পাওলি বিশেষ কিছু সাজেননি। কানে কপার টোনের দুল, লম্বা চুল একেবারে গুটিয়ে বান করেছেন, ঠোঁটে ম্যাট ফিনিশের লিপস্টিক পরেছেন আর কায়দা করে চোখ এঁকেছেন আইলাইনারে। চরম স্মার্টনেসের মধ্যেও বজায় রয়েছে পাওলির চিরাচরিত রেট্রো টাচ। আঙুল রাঙানো কালো নেলপলিশে। পাওলির এই স্টাইলিংটি করেছেন সুমিত। সাজিয়েছেন বিখ্যাত মেকআপ আর্টিস্ট অভিজিৎ পল।