Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Paoli Dam: সাদা কালো ডিজিটাল প্রিন্টের লং শ্রাগ আর ছিমছাম লুকে দীপাবলির রাতে মায়াবী পাওলি

Diwali Fashion: ফ্যাশান মানেই যে সব সময় বাহারি পোশাক আর ব্র্যান্ডের চকমকানি নয় তা পাওলি বারে বারেই বুঝিয়ে দিয়েছেন। খুব সাদামাটা সাজও হতে পারে ফ্যাশান

Paoli Dam: সাদা কালো ডিজিটাল প্রিন্টের লং শ্রাগ আর ছিমছাম লুকে দীপাবলির রাতে মায়াবী পাওলি
চল্লিশে পাওলির নয়া চমক
Follow Us:
| Edited By: | Updated on: Oct 24, 2022 | 12:29 AM

বরাবরই তাঁর সাজ স্নিগ্ধ। অল্প সাজেই নজর কাড়তে জানেন পাওলি দাম। সেই সঙ্গে উপরি পাওনা তাঁর চোখ। পাওলির কাজল কালো চোখে মুগ্ধ হননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। অভিনেত্রীর পছন্দের রং যে কালো তা বেশ মালুম হয় তাঁর ইনস্টাগ্রাম দেখলেই। তবে ছবি দেখে পাওলির বয়স আন্দাজ করতে পারেন কি? ২০ বছর আগেও তিনি যেমন ঠিলেন এখনও ঠিক তেমনটাই আছেন। পুজোর সাজে পাওলি ধরা দিয়েছেন একেবারে সাবেকি লুকে। ঠিক যেন পাশের বাড়ির মেয়ে। আবার বিশেষ কোনও অনুষ্ঠানে জামদানি শাড়ির সঙ্গে তাঁর সোনার গয়নায় সাজ চোখে পড়ার মত। খোলা চুল, চোখে চশমা, সিলভারের গয়না আর স্লিভলেস ব্লাউজ হল তাঁর স্টাইল স্টেটমেন্ট। আর এবার পাওলি নেশা ধরালেন খুব সাদা মাটা হট প্যান্ট আর কালো টপে। সেই সঙ্গে নজরকাড়া তাঁর লং শ্রাগটিও।

সদ্য ৪০ পেরিয়েছেন পাওলি। পুজোর মধ্যেই ছিল তাঁর জন্মদিন, সেই জন্মদিনের বেশ কিছু ছবিও শেয়ার করেছেন তিনি। তবে পাওলার এই ক্যাজুয়াল লুক দেখে চোখ ধাঁধিয়ে যাবে উনিশের তরুণীদেরও। শরীরের কোথাও বাড়তি মেদ নেই তাঁর। এখনও তিনি একই রকম ছিপছিপে। খুব সাধারণ পোশাকও যে কী ভাবে অসাধারণ বানিয়ে তোলা যায় তা কিন্তু শেখা যায় এই পাওলিকে দেখেই। সাদামাটা কালো টপস আর সাদা ফ্লোরাল প্রিন্টের শটসের সঙ্গে তিনি ডিজিটাল প্রিন্টের একটি শ্রাগ পরেছেন। কালো-সাদার এই শ্রাগটির প্রিন্টটি কিন্তু চমকপ্রদ। অভিনেত্রীরই পছন্দের এক নায়িকার মুখ অবয়ব উঁকিঝুঁকি মারছে তাঁর শ্রাগ থেকে।

কলার দেওয়া এই শ্রাগের সঙ্গে ন্ডলস স্ট্রিপের সাদামাটা কালো টপ দেখতে বেশ লাগছে। শুধুমাত্র শ্রাগের গুণেই কিন্তু নজর কাড়ছে তাঁর এমন সাজ। দীপাবলির আগের সন্ধ্যায় এমন পোশাক যেন হেমন্তেরই বার্তা বয়ে আনে। খোলা চুল, চোখে চশমা আর সামান্য হ্যান্ড ব্যাগেই তিনি অতুলনীয়া। চোখে খুব হালকা করে কাজল পরেছেন। এর বেশি আর কিছুই সাজেননি তিনি। বলা ভাল প্রয়োজনও পড়েনি। এই ক্যাজুয়াল স্টাইলিং করা যেমন সহজ তেমনই দেখতেও খুব স্টাইলিশ লাগে। বাড়ির দিওয়ালি পার্টিতে এভাবে নজর কাড়তে পারেন আপনিও।

ফ্যাশান মানেই যে সব সময় বাহারি পোশাক আর ব্র্যান্ডের চকমকানি নয় তা পাওলি বারে বারেই বুঝিয়ে দিয়েছেন। খুব সাদামাটা সাজও হতে পারে ফ্যাশান। আর এভাবেই তাক লাগিয়ে দেওয়া যায় যে কোনও কাউকে। অফিস থেকে ফিরে ব্যস্ততার মধ্যে একটু রিফ্রেশমেন্টের খোঁজে এভাবেই যেতে পারেন কফি ডেটে।