Srabanti Chatterjee: অরগ্যাঞ্জা আর উন্মুক্ত ক্লিভেজে যৌন আবেদন ছড়াচ্ছেন শ্রাবন্তী! ছবি দেখে ঘায়েল হবেন আপনিও
Organza Saree: শাড়ির আঁচলের ফাঁক থেকে উঁকি মারছে তাঁর উন্মুক্ত বক্ষযুগল। অন্যদিকে তাঁর শান্ত, নির্বাক দৃষ্টি। সব মিলিয়ে তাঁর পুরো পোশাক-লুকেই ফুটে উঠেছে যৌন আবেদন
তাঁর লুকের মধ্যে একটা মিষ্টতা রয়েছে। যে কোনও ছবিতেই তিনি ঠিক যেন পাশের বাড়ির মেয়ে। তথাকথিত ফ্যাশানিস্তা না হলেও ওয়েস্টার্ন থেকে শাড়ি, দিব্য মানাসই তিনি। শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যদিও ফ্যাশানের থেকেও বেশি লাইম লাইটে থাকে তাঁর সম্পর্ক। কিছুদিন আগেই প্রেমিক ও পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে ফিরলেন থাইল্যান্ড থেকে। হলিডের দারুণ কিছু ছবি শ্রাবন্তী শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রামে। যদিও বেশিরভাগ ছবিতে শ্রাবন্তীকে দেখা যায় শাড়িতেই। আর একথাও ঠিক যে শ্রাবন্তীকে সবথেকে বেশি দেখতে ভাল লাগে শাড়িতেই। আর শাড়ি তিনি সুন্দর ভাবে ম্যানেজও করতে পারেন। নায়িকা মানেই যে রোগা ছিরছিপে চেহারা হতে হবে সেই ধারণা ভেঙে দিয়েছেন শ্রাবন্তী।
ইনস্টাগ্রামে পাতাজোড়া তাঁর নানা ফ্যাশানের ছবি। সপ্তাহ ২ আগেই এই ছবিটি শেয়ার করেছেন শ্রাবন্তী। আর সেখানেই তাঁকে দেখা গিয়েছে ফ্লোরাল প্রিন্টের একটি অরগ্যাঞ্জা শাড়িতে। সি গ্রিন বেসের উপর ফ্লোরাল প্রিন্টের এই শাড়িটিতে দেখতেও বেশ সুন্দর লাগছে। ভারী সার্টিনের এই অরগ্যাঞ্জা শাড়িটির সঙ্গে সিক্যুইনের কাজ করা কালো রঙের নুডলস স্ট্রিপের একটি ব্লাউজ পরেছেন। উন্মুক্ত ক্লিভেজে তাঁকে দেখতে লাগছে একেবারে অন্যরকম। স্নিগন্ধ, শান্ত কোনও রকম মেকআপও নেই। যেটুকু রয়েছে তা খুবই মিনিমাল। সেই সঙ্গে গাল রাঙিয়েছেন গোলাপি ব্লাশারে। চোখের মেকআপও যত্ন নিয়ে করেছেন। চোখের উপরে সামান্য লাইনার ছাড়া আর কিছুই ব্যবহার করেননি। ঠোঁটে ন্যুড লিপস্টিক। কানে স্টোনের ছোট্ট টপ পরেছেন। সঙ্গে ম্যাচিং করে দুই লাইনের স্টোনের নেকপিস পরেছেন। হাতে ম্যাচিং বড় স্টোনের ফ্লোরাল মোটিফ আংটি।
ব্যাস তাঁর সাজ এটুকুই। ট্রেন্ড মেনে একটা পিন দিয়ে আঁচল ছেড়ে শাড়ি পরেছেন শ্রাবন্তী। সবথেকে বেশি ট্যুইস্ট এনেছেন ব্লাউজে। শাড়ির আঁচলের ফাঁক থেকে উঁকি মারছে তাঁর উন্মুক্ত বক্ষযুগল। অন্যদিকে তাঁর শান্ত, নির্বাক দৃষ্টি। সব মিলিয়ে তাঁর পুরো পোশাক-লুকেই ফুটে উঠেছে যৌন আবেদন। যে আবেদনে অশালীন কোনও ইঙ্গিত নেই এদিকে দেখতে লাগছে স্নিগ্ধ। চুলে হালকা করে ব্যাক ব্রাশ করে কার্ল করেছেন। শ্রাবন্তীর এই লুকটি ডিজাইনকরেছেন রুদ্র সাহা। মেকআপ করেছেন প্রিয়াঙ্কা পাল। সুন্দর দেখতে এই অরগ্যাঞ্জা শাড়িটি পুপিজওয়ার্ক ( Pupiswork) থেকে নেওয়া। এমন শাড়ি পছন্দ হলে যোগাযোগ করতে পারেন আপনিও। শ্রাবন্তীর এই ছবি দেখে কমেন্ট করেছেন টলি নায়িকারাও। সকলেই তাঁকে এক কথায় লিখেছেন সুন্দরী।
রেট্রো সং আর রেট্রো স্টাইল যে শ্রাবন্তীর বিশেষ পছন্দের তা তিনি জানিয়েছেন তাঁর ইনস্টাগ্রামের একটি পোস্টে। আধুনিক গয়না, ভাবনা আর সাজের মধ্যেও কিন্তু রয়েছে রেট্রো লুকের ছোঁয়া। শ্রাবন্তীর এই ছবি দেখলে প্রেমে পড়বেন আপনিও।