Christmas outfit ideas: শাড়ি থেকে কিমনো, শীতের আরামদায়ক যে কোনও পোশাকেই হাজিরা দিন ক্রিসমাস পার্টিতে!

ক্রিসমাস মানেই সবাই মিলে একসঙ্গে আনন্দে মেতে ওঠা। কেক-কুকিজ আর হরেক খাবারে ডুব দেওয়া। সেই সঙ্গে অবশ্যই পছন্দমত সাজগোজ। এদিন কিন্তু লাল টুপিতে সকলকেই দেখতে বেশ ভাল লাগে

Christmas outfit ideas: শাড়ি থেকে কিমনো, শীতের আরামদায়ক যে কোনও পোশাকেই হাজিরা দিন ক্রিসমাস পার্টিতে!
ক্রিসমাস ফ্যাশনে অবশ্যই থাক লালের ছোঁয়া
Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2021 | 3:30 PM

অনেকদিন পর এবছর ক্রিসমাসের ছুটিতে এবার বাড়ি আসার সুযোগ পেয়েছে মেঘনা। বেশ কিছুদিনের টানা ছুটি। ফলে অনেকগুলো প্ল্যান আগেভাগেই করে রেখেছে সে। সেই সঙ্গে তাদের গার্লস গ্যাংয়ের কাছে এবছেরর ক্রিসমাস খুব স্পেশ্যাল। আজ থেকে প্রায় ২৫ বছর আগে এমনই দিনে স্কুলে প্রথম আলাপ বন্ধুদের সঙ্গে। আগামী বছরে বন্ধুদের মধ্যে প্রায় সবাই বসতে চলেছে বিয়ের পিঁড়িতে। ফলে এটাই তাদের শেষ ‘Bachelorette’ক্রিসমাস।

পরের বছর থেকে কে কোথায় থাকবে, আবার কবে এভাবে দেখা হবে- তার সদুত্তর নেই কারোর কাছেই। ফলে এবার বড়দিনের প্ল্যান একেবারেই জমজমাট। কোথায় যাওয়া হবে, কোথায় আড্ডা হবে তা ঠিক হলেও পার্টির ড্রেস কোড কী হবে এই নিয়ে নানা জনের নানা মত। কেউ শাড়ি তো কেউ বলে ট্রেন্ডি জ্যাকেট। আবার কেউ যদি ইন্দো ওয়েস্টার্ন পরতে চায় তো অন্যজন বলে ওঠে ম্যাচিং স্কার্ফ কিন্তু সকলেরই চাই।

বন্ধুদের সঙ্গে দেখা-আড্ডা মানেই কিন্তু ছবি তোলার একটা বড় পর্ব থাকে। সোশ্যাল মিডিয়ায় ছবি, ভিডিয়ো আরও কত কিছুর চাহিদা থাকে। আর তাই ক্রিসমাসের পার্টিতে বা ঘরোয়া কোনও গেটটুগেদারে কোমন পোশাক পরবেন এই নিয়ে অনেকের মনেই থাকে নানা প্রশ্ন। শীতেই কিন্আতু সবচেয়ে ভাল ফ্যাশন করা যায়। তাই বলে ক্রিসমাস ট্রি সেজে ফেলবেন না যেন! সাজ সংক্রান্ত আপনাদের সেই সব প্রশ্ন নিয়েই আমরা হাজির হয়েছিলাম ডিজাইনার বুকুনের কাছে। তিনি বললেন, ‘ক্রিসমাসের পার্টিতে মেখলা থেকে কিমনো সবই পরা যায়। তেমনই পাঞ্জাবি আর সুন্দর শাল গায়ে হাজির হতে পারেন ছেলেরাও। যেহেতু ক্রিসমাস, তাই লাল রঙের ছোঁয়া থাকা আবশ্যক’।

ছোটবেলায় না হয় সান্তা এই লাল পোশাক আর টুপিতে সেজেই চুপি চুপি আসত। আর বড়বেলায় না হয় লাল পোশাকে সেজে নিজেই নিজের সান্তা হয়ে উঠলেন! লাল-সবুজের চেকসও কিন্তু দেখতে ভাল লাগে ক্রিসমাসে। যাঁরা শাড়ি পরছেন, তাঁরা এই সময় শাড়ির সঙ্গে লং টপ কিংবা ক্রপ টপ পরতে পারেন। কোমরে বেল্ট, হেয়ার স্টাইলে সামান্য অদল বদল আর পায়ে ট্রেন্ডি বুট থাকলে সেদিনের সন্ধ্যায় আপনিই রক! আজকাল ফ্যাশনে ইন জাম্পস্যুট।

তারকা থেকে আমজনতা সকলেরই খুব পছন্দ এই পোশাক। তাই গাঢ় সবুজ জাম্পস্যুটের সঙ্গে লাল লেদার জ্যাকেটও পরতে পারেন। এছাড়াও স্কার্ফ, মোজাও এখন ফ্যাশন সঙ্গী। তাতেও থাক বড়দিনের স্পেশ্যাল রঙের ছোঁয়া- পরামর্শ বুকুনের।

বছর শেষে উৎসবে মেতে ওঠেন সকলে। আলো ঝলমল রাস্তায় আপনিও উজ্জ্বল রঙে সাজিয়ে তুলুন নিজেকে। পছন্দের মানুষদের সঙ্গে নিয়ে চুটিয়ে আনন্দ করুন এই কয়েকটা দিন।

আরও পড়ুন: Christmas Fashion Tips: ক্রিসমাসে কেমন ধরনের পোশাক পরবেন ভাবছেন? এই টিপসগুলো মেনে জাম্পসুট পরুন আর আকর্ষণীয় হয়ে উঠুন…