Bipasha Basu: জন্মদিনে ফ্ল্যাশব্যাকে বিপাশা! বিচ-বেবির ৫টি লুক দেখুন ছবিতে
গত বছর ছুটি কাটাতে স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে মলদ্বীপে গিয়েছিলেন। আর সেখানে নীল সমুদ্র ও প্রকৃতি সাক্ষী রেখে যে যে ছবি ইন্সটাতে পোস্ট করেছিলেন, তা সবই ফ্যাশনপ্রেমীদের মুগ্ধ করেছিল।
আজ আরও এক বাঙালি অভিনেত্রীর জন্মদিন। ৪৩ বছরে পা দিলেন সুন্দরী অভিনেত্রী বিপাশা বসু। বলিউডে সফল কেরিয়ারে তাঁর বহুমুখী প্রতিভা ও অভিনয় দক্ষতার প্রমাণ আমরা সকলেই পেয়েছি। বলিউডে নিজের জায়গা পাকা করার যে স্ট্রাগল , আত্মবিশ্বাস ও সফল তিনি পেয়েছেন, তাঁর জন্য ভক্তরা মুগ্ধ। পাশাপাশি অভিনেত্রীর আরও একটি গুণ রয়েছে। তা হল অসাধারণ ও স্টাইলিশ ফ্যাশন স্টেটমেন্ট। কখনও বডিকন গাউন হোক বা সুন্দর ভারী এমব্রয়ডারির লেহেঙ্গা, সবেতেই বিপাশা সুপার ফিট। এমনকি একান্তে ছুটি কাটাতে গিয়ে সমুদ্র সৈকতে গিয়ে বিকিনি সেটে ও কাফতানেও নিজের ফ্যাশন সেন্সে ফ্যাশনের পাতায় নজর কেড়েছেন।
গত বছর ছুটি কাটাতে স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে মলদ্বীপে গিয়েছিলেন। আর সেখানে নীল সমুদ্র ও প্রকৃতি সাক্ষী রেখে যে যে ছবি ইন্সটাতে পোস্ট করেছিলেন, তা সবই ফ্যাশনপ্রেমীদের মুগ্ধ করেছিল। নীল প্রিন্টেড ও ডিপ কাফতানে গ্ল্যামারাস লুকে ছবি শেয়ার করেছিলেন বিপাশা। কাফতানের সীমান্তে ট্যাসেলের নকসা আরও বেশি সুন্দর লাগছিল। সঙ্গে হুপ কানের দুল পরেছিলেন। চুলকে জাস্ট খোঁপা দিয়ে বেধে রেখেছিলেন।
View this post on Instagram
হট-পিঙ্ক বিকিনিতে সেক্সি বিপাশা
View this post on Instagram
সমুদ্র সৈকত আর বিকিনি ফটোশ্যুট হবে না, তা কী করে হয়। বিপাশার বিচ ওয়ার্ড্রোব এই বোল্ড ও সেক্সি বিকিনিসেটটি একবার ট্রাই করতে পারেন। তবে সৈকত মানেই যে বিকিনি তা নয়, সঙ্গে জমকালো কাফতান ও স্যুইম স্যুট পর্যন্তও ট্রাই করেছেন বিপাশা। আর সবকটাতেই ছক্কা হাকিয়েছেন। ২০২১ সালের মার্চ মাসে শেয়ার করা একটি ছবিতে দেখা গিয়েছে তিনি একটি হট সেক্সি গোলাপী রঙের বিকিনি বেছে নিয়েছেন।
ফ্লোরাল-প্রিন্ট বিকিনি
View this post on Instagram
আরও একটি বিচ ড্রেসে ছবি শেয়ার করেছিলেন বিপাশা। যেকানে এই বাঙালি সুন্দরী সাদা ফ্লোরাল-প্রিন্টের বিকিনির সঙ্গে ম্যাচিং এমব্রয়ডারি শ্রাগ ব্য়বহার করেছিলেন।
ফ্লোরাল-প্রিন্ট স্যুইমস্যুট
View this post on Instagram
সমুদ্র সৈকতে ঘুরতে যাবেন, আর সঙ্গে স্যুইমস্য়ুট রাখবেন না, তা কখনও সম্ভব নয়। বিপাশা বসুর মত যদি স্টাইল করতে চান তাহলে এই টিপস ফলো করতে পারেন। ইন্সটাতে অভিনেত্রী শেয়ার করেছিলেন যে ছবি, তাতে দেখা গিয়েছে, একটি ফ্লোরাল প্রিন্টের সুন্দর দেকতে স্যুইমস্যুট পরেছেন। সঙ্গে লম্বা শ্রাগ। ডিজাইনার মাসাবা গুপ্তার এই ডিজাইনার স্যুট আপনিও কিনতে পারেন।
কাফতানের প্রতি আলাদা প্রেম বিপাশার
View this post on Instagram
বিকিনি বা স্যুইমস্যুট সচ্ছন্দ না হোন. তাহলে কাফতান হল সেরা ফ্যাশন। মলদ্বীপের বিচে বিপাশার নজরকাড়া কাফতানের জন্য বেশ ভাইরাল হয়েছিলেন।
আরও পড়ুন: Sara Ali Khan: নয়া ফটোশ্যুটে জলপরী সারা! সাদা লেস ক্রপ টপ আর স্কার্টে ‘প্রিন্সেস’ সেফ-কন্যা