সেলেব থেকে সাধারণ, কাপল ফ্যাশানে এবার টুইনিং ইন
যে প্রিন্টের শাড়ির ব্লাউজ, ঠিক সেই প্রিন্টেরই পাঞ্জাবি বা জওহর কোট। বাপরে কী নাটক.. কিছুদিন আগে হলে ঠিক এভাবেই ভাবা হত। তবে বর্তমানে এটাই ফ্যাশনে চালু। সেলেব থেকে আমজনতা, বুটিক থেকে অর্ডার দিয়ে বানাচ্ছে তাদের মনপসন্দ প্রিন্টের একরকমের জামা। শুধু শাড়ি-পাঞ্জাবি নয়, কুর্তি-শার্ট, ম্যাচিং টি-শার্ট সবেতেই এখন কাপল ট্যুইনিং? তবে ট্রেন্ড সেট করেছেন কিন্তু বলি-টলির তারকারাই।
Most Read Stories