ঠিক জিনিসের বদলে অ্যামাজনে এল পার্লে-জি বিস্কুট! রেগে না গিয়ে কী করলেন এই যুবক?
সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, ভুল জিনিস ডেলিভারি হওয়ার পরেও অ্যামাজন কর্তৃপক্ষের বিরুদ্ধে নালিশ ঠুকে দেননি এই যুবক। বরং দেশের জনপ্রিয় বিস্কুট কোম্পানি পার্লে জি- র প্যাকেট নিয়ে নেটিজ়েনদের সঙ্গে ঠাট্টা-তামাশায় মজেছেন।
অনলাইনে এক জিনিস অর্ডার দিয়ে, একদম উল্টো জিনিস পাওয়ার অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। কেউ ফোনের বদলে পেয়েছেন থান ইট। কেউ বা আপেল অর্ডার করে ডেলিভারি অ্যাপেলের আইফোন। অদলবদল হয়েছে ফোনের কোম্পানি। এমনকি কিছুদিন চিকেন ফ্রাইয়ের বদলে ডেলিভারি এসেছিল তোয়ালে ভাজা। অনলাইন শপিংয়ের ক্ষেত্রে এইসব গন্ডগোল নিয়ে হামেশাই ক্রেতাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তবে এবার অ্যামাজন ই-কমার্স সংস্থা থেকে সঠিক অর্ডার ডেলিভারি না পেয়েও ক্ষেপে জাননি এক যুবক। বরং মজা করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নিজের অভিজ্ঞতা।
দেখুন ওই যুবকের ফেসবুক পোস্ট
ওই যুবক অ্যামাজনের মাধ্যমে কী জিনিস অর্ডার করেছিলেন তা অবশ্য জানা যায়নি। তবে ডেলিভারিতে এসেছে পার্লে জি বিস্কুটের প্যাকেট। আর তা দেখে মোটেই রেগে যাননি ওই যুবক। বরং সোশ্যাল মিডিয়ায় পার্লে জি বিস্কুটের প্যাকেটের ছবি শেয়ার করে মজার ছলে লিখেছেন, ‘যখন নিজের অর্ডারের পরিবর্তে পার্লে জি বিস্কুট পাওয়া যায় তখন চা তৈরি করতে হয়।’ যুবক যে বেশ রসিক মানুষ তা তো বোঝাই গিয়েছে। তাঁর সঙ্গে হাসি-মশকরায় যোগ দিয়েছেন নেটিজ়েনরাও। মজা করে এক নেটিজ়েন লিখেছেন, মন খারাপ করবেন না। আপনাকে অ্যামাজন সন্ধের স্ন্যাকস পাঠিয়ে দিয়েছে। কেউ বা স্মৃতির রাস্তায় হেঁটে নস্ট্যালজিক হওয়ার পরামর্শ দিয়েছেন।
সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, ভুল জিনিস ডেলিভারি হওয়ার পরেও অ্যামাজন কর্তৃপক্ষের বিরুদ্ধে নালিশ ঠুকে দেননি এই যুবক। বরং দেশের জনপ্রিয় বিস্কুট কোম্পানি পার্লে জি- র প্যাকেট নিয়ে নেটিজ়েনদের সঙ্গে ঠাট্টা-তামাশায় মজেছেন। যুবকের এই হাল্কা মেজাজ বেশ পছন্দও হয়েছে নেটিজ়েনদের। তবে কিছু মানুষ অবশ্য এই যুবকে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার পরামর্শও দিয়েছেন। তবে আপাতত সেসবে কান না দিয়ে রসিকতাতেই মজেছেন এই যুবক।
আরও পড়ুন- এই পিৎজার ডেলিভারি হয় না! বাড়িতেই তরমুজ দিয়ে বানিয়ে নিন দুরন্ত পিৎজা