চকোলেটের সিংহ! তাও আবার আসল সিংহের সাইজে, অসাধ্য সাধন করেছেন এই পেস্ট্রি শেফ

পেস্ট্রি শেফ Amaury Guichon নিজের ইনস্টাগ্রামে এই চকোলেটের সিংহ তৈরি করার একটি ভিডিয়ো শেয়ার করেছেন। আর এই ভিডিয়ো ভাইরাল হতে একটুও সময় লাগেনি। চমকে গিয়েছেন নেটিজ়েনরা।

চকোলেটের সিংহ! তাও আবার আসল সিংহের সাইজে, অসাধ্য সাধন করেছেন এই পেস্ট্রি শেফ
চকোলেট দিয়ে তৈরি হয়েছে এই সিংহ।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 17, 2021 | 11:30 PM

চকোলেট, শব্দটা শুনলেই মুখে হাসি দেখা দেয় আট থেকে আশি অনেকের মুখেই। আর সেই চকোলেট দিয়েই আস্ত একটা সিংহ তৈরি করেছেন এক পেস্ট্রি শেফ। নিপুণ হাতে নিখুঁত ভাবে গড়ে তুলেছেন পশুরাজকে। না বলে দিলে বোঝার উপায় নেই যে ওই সিংহের অবয়ব চকোলেটের তৈরি। সোনালি কেশর, তীক্ষ্ণ শ্বদন্ত, দৈহিক গঠন, সবই একদম একশ তে একশ। আকার আয়তনেও একদম আসল সিংহের মতোই দেখতে হয়েছে এই চকোলেটের সিংহটি।

পেস্ট্রি শেফ Amaury Guichon নিজের ইনস্টাগ্রামে এই চকোলেটের সিংহ তৈরি করার একটি ভিডিয়ো শেয়ার করেছেন। আর এই ভিডিয়ো ভাইরাল হতে একটুও সময় লাগেনি। চমকে গিয়েছেন নেটিজ়েনরা। প্রায় সকলেই বলছেন, কাজের প্রতি কতটা নিষ্ঠা আর ভালভাসা থাকলে এমন অসাধ্য সাধন করা যায়। ইনস্টাগ্রামের ভিডিয়োতে দেখা গিয়েছে, সিংহের দাঁত, থানার নখ, ল্যাজের শেষের লোমের গোছা এমনকি প্রতিটি কেশর— যত্ন নিয়ে, ধৈর্য ধরে নিজের হাতেই তৈরি করেছেন এই পেস্ট্রি শেফ Amaury Guichon।

তাঁর পরিশ্রম সফল হয়েছে। চকোলেটের পশুরাজকে দেখে ধন্য ধন্য করছেন নেটিজ়েনরা। জানা গিয়েছে, এই সিংহের উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। অতিকায় এই চকোলেটের সিংহ তৈরি করতে পাঁচদিন সময় লেগেছে ওই পেস্ট্রিশেফের। এই চকোলেটের সিংহের ওজন ৩৬ কিলোগ্রাম। একা হাতেই এই অবয়ব গড়েছেন শেফ। ভিডিয়োতে নিজের ফলোয়ারদের কাছে জানতেও চেয়েছেন যে এরপর তার কী তৈরি করা উচিত। একদম ‘রিয়েল’ দেখতে চকোলেটের এই সিংহ তৈরি করে বেজায় আনন্দ পেয়েছেন পেস্ট্রি শেফ নিজেও। আর নেটাগরিকরা যে দারুণ চমক পেয়েছেন সে কথা বলার অপেক্ষা রাখে না। অনেকেই বলেছেন, প্রাণে ধরে এ জিনিস চেখে দেখতেও মায়া লাগবে।

আরও পড়ুন- সংক্রমণ এড়াতে বর্ষার ডায়েটে যোগ করুন এই ৫ সুপারফুড!