উল দিয়ে মিনিয়েচার পিৎজা বানিয়ে তাক লাগালেন এই অনন্য শিল্পী! দেখুন চমৎকার ভিডিয়ো…

২০২০ সালের ডিসেম্বরে এই ভিডিয়োটি ইন্সটাগ্রামে প্রথমে পোস্ট করা হয়। সেই সময় আর্টিস্টের করা পোস্টটি ৭ লক্ষেরও বেশি ভিউ হয়।

উল দিয়ে মিনিয়েচার পিৎজা বানিয়ে তাক লাগালেন এই অনন্য শিল্পী! দেখুন চমৎকার ভিডিয়ো...
মিনিয়েচার পিৎজা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 05, 2021 | 9:04 PM

পিৎজা খেতে কে না পছন্দ করে!পিৎজার যে কোনও আউটলেট থেকে বেকিংয়ের গন্ধ বের হলেই মনটা আনচান আনচান করে উঠে। সস, চিজ ব্রাস্ট, ব্ল্যাক অলিভ, চিকেন ও পেঁয়াজ-ক্যাপসিকামের লোভনীয় একটা স্বাদ আর গন্ধকে এড়ানো সত্যিই মুসকিল। এমনকি ইতালিয়ান এই জনপ্রিয় ডিশের মোশন ভিডিয়ো দেখলেও পেট আর জিভের মধ্যে গুরগুর করে ওঠে। কিন্তু মোটেই পিৎজা বর্ণনা করতে বা রেসিপি বলার জন্য এই প্রতিবেদনটি নয়। তাহলে?

সম্প্রতি উল দিয়ে তৈরি মিনিয়েচার পিৎজার ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। ইন্সটাগ্রামে এক মোশন অন্যানিমেটর ও ফাইবার আর্টিস্ট আন্দ্রিয়া বানিয়ে ফেলেছেন পিৎজার মিনিয়েচার। কিচেন সেটআপ থেকে পিৎজার বেস- সবকিছু উল দিয়ে তৈরি। সত্যি ভেবে ভুল করবেন না যেন। ভিডিয়োর ক্লিপ শুরু হয়েছে পিৎজার বেস বানানো থেকে। আর সেই অসাধারণ ভাইরাল ভিডিয়োটি দেখুন এখানে…

সম্প্রতি এই ভাইরাল ভিডিয়োটি ৪৩ হাজারেরও বেশি আপভোটস পড়েছে ও সেই হারে বেড়ে চলেছে রিঅ্যাকশনও। ২০২০ সালের ডিসেম্বরে এই ভিডিয়োটি ইন্সটাগ্রামে প্রথমে পোস্ট করা হয়। সেই সময় আর্টিস্টের করা পোস্টটি ৭ লক্ষেরও বেশি ভিউ হয়।

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, কীভাবে রঙ মিলিয়ে তৈরি করা হচ্ছে পিৎজা বেস, তারপর সস কীভাবে রান্না করা হচ্ছে, মাশরুম, ও অন্যান্য টপিংসগুলো কীভাবে কাটা হচ্ছে .তার সবকিছুই উলের মাধ্যমে মিনিয়েচার করে দেখানো হয়েছে। এমনকি আভেনে বেক করাটাও দেখানো হয়েছে।

সম্পূর্ণ উল দিয়ে অভিনব পিৎজা বানানোর কায়দা দেখে মুগ্ধ নেটিজ়েনরা। এই চমত্কার ভিডিয়োটি নিজের কাছে রাখতে হলে শেয়ার করন, কমেন্টে সেকশনে গিয়ে নিজের চিন্তাভাবনার কথা উল্লেখ করতে পারেন।

আরও পড়ুন:  রোজকার একঘেঁয়ে ব্রেড টোস্টে অরুচি! ফরাসি স্টাইলে বানিয়ে ফেলুন কর্নফ্লেক্স ফ্রেঞ্চ টোস্ট