সেদ্ধ ভাত আর কলার গুণে কেরাটিন স্মুদ চুল পাবেন বিনা খরচে, প্রয়োজন পড়বে না স্ট্রেটনারেরও

Keratin Smooth Hair at Home: প্রাকৃতিক উপাদান দিয়ে আপনি বাড়িতে চুল স্ট্রেট করতে পারেন। কেরাটিন স্মুদি চুল পেতে পারেন সহজ উপায়ে। এর জন্য না প্রয়োজন দামি হেয়ার ক্রিমের, না প্রয়োজন স্ট্রেটনারের। সেদ্ধ ভাত, কলা আর নারকেল তেল থাকলেই আপনি বাড়িতেই চুল স্ট্রেট করে নিতে পারবেন।

সেদ্ধ ভাত আর কলার গুণে কেরাটিন স্মুদ চুল পাবেন বিনা খরচে, প্রয়োজন পড়বে না স্ট্রেটনারেরও
Follow Us:
| Updated on: Jan 10, 2024 | 11:54 AM

চুলে কোনও ফ্রিজিনেস নেই। নেই শুষ্কভাবও। মসৃণ চুল। এমন চুল পেতেই হাজার-হাজার টাকা খরচ করে কেরাটিন, স্মুদিং করাচ্ছেন সকলে। কেরাটিন হল এমন এক ধরনের প্রোটিন, যা চুলের স্বাস্থ্য বজায় রাখে। এই প্রোটিন নষ্ট হয়ে গেলেই চুলে নানা সমস্যা দেখা দেয়। বিশেষ ক্রিম ও প্রক্রিয়ার মাধ্যমে চুলে এই প্রোটিন যোগ করা হয়। কিন্তু তার পাশাপাশি চুলে আরও অনেক রাসায়নিক এবং তাপ দেওয়া হয়। স্ট্রেটনারের ব্যবহার ব্যাপক ভাবে হয়। এতে আপনি মনের মতো লম্বা ও মসৃণ চুল পেয়ে যান ঠিকই, কিন্তু ক্ষতিও হয় অনেক। তাপ ও রাসায়নিকের প্রভাবে চুলের বারোটা বাজে। সেই ক্ষতি পূরণ করতে আবার মাসে মাসে স্পা করাতে হয়। এই সব কাজই ১০ মিনিটে বন্ধ হতে পারে, তার সঙ্গে চুলে পেতে পারেন প্রাকৃতিক জেল্লা।

প্রাকৃতিক উপাদান দিয়ে আপনি বাড়িতে চুল স্ট্রেট করতে পারেন। কেরাটিন স্মুদি চুল পেতে পারেন সহজ উপায়ে। এর জন্য না প্রয়োজন দামি হেয়ার ক্রিমের, না প্রয়োজন স্ট্রেটনারের। সেদ্ধ ভাত, কলা আর নারকেল তেল থাকলেই আপনি বাড়িতেই চুল স্ট্রেট করে নিতে পারবেন। কীভাবে, রইল টিপস।

বাড়িতে চুল কেরাটিন স্মুদিং করুন-

এক বাটি সেদ্ধ ভাত নিন। পাশাপাশি নিন অর্ধেক পাকা কলা আর ৩-৪ চামচ নারকেল তেল। এই ৩ উপকরণ নিয়ে মিক্সিতে পেস্ট করে নিন। তৈরি কেরাটিনের ক্রিম। প্রথমে চুল ভাল করে শ্যাম্পু করে নিন। চুলের গোড়ায় যাতে কোনও ময়লা, তেল জমে না থাকে, সে দিকে খেয়াল রাখুন। এই কাজটি আপনি কেরাটিন স্মুদিং করার আগের দিনও করতে পারেন। এরপর চুলে হোমমেড হেয়ার মাস্ক লাগিয়ে নিন। চুলের আগা থেকে ডগা হেয়ার মাস্ক লাগিয়ে নিন। এরপর ৪৫ মিনিট বসে আরাম করুন। তারপর মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে নিন। এই হেয়ার মাস্ক ব্যবহার করলে কোনও রাসায়নিক ও তাপ ব্যবহার করা ছাড়াই চুল স্ট্রেট হয়ে যাবে। এভাবে হেয়ার মাস্ক ব্যবহার করলে চুলে প্রাকৃতিক জেল্লাও ফিরে পাবেন। পাশাপাশি বেঁচে যাবে আপনার হাজার খানেক টাকা।