সবজি কাটতে গিয়ে অনেক সময়ই ছুরি, বঁটিতে হাত কেটে যায়। আর ধারালো লোহার জিনিসে কেটে যাওয়া মানে রক্তারক্তি কান্ড। হাত কেটে গেলে অঝোরে রক্ত ঝরে আর তা সহজে বন্ধ হতে চায় না। শুধু তাই না, পড়ে গিয়ে অনেক সময় হাত-পা ছড়ে গেলে সেখান থেকেও রক্তপাত হতে থাকে।
রক্ত দেখলে আমরা সকলেউই ভয় পাই। সেই মুহূর্তে মাথা ঠিকমতো কাজ করে না। কী ভাবে রক্ত বন্ধ করা যায় তাই অনেকে ভেবে পান না। তবে এই সময় মুহূর্তে মাথা ঠান্ডা রাখা বুদ্ধিমানের কাজ। কোনও ভাবেই ঘাবড়ে গেলে চলবে না।
আগে ভাল করে দেখে নিতে হবে কোথায় কেটেছে, কতটা কেটেছে। সেই মত ক্ষত পরিষ্কার করে নিন। তবে অতিরিক্ত ডাক্তারিও করতে যাবেন না। ক্ষতস্থান পরিষ্কার করে নিয়ে লাল ওষুধ লাগিয়ে গজ দিয়ে ব্যান্ডেজ করে দিন। অতিরিক্ত কোনও ওষুধ ব্যবহার করবেন না।
হাত-পা কেটে গেলে প্রাথমিক চিকিৎসার পর রক্ত বন্ধ হয়ে গেলে ভাল করে বিশ্রাম নিতে হবে। কারণ রক্তপাতের পর ভাল ঘুম খুব জরুরি। হাত-পা বেশি নাড়াচাড়া না করাই ভাল।
হাতের সামনে গজ, তুলো রাখুন। রক্ত বেরিয়ে ব্যান্ডেজ ভিজে গেলে প্রথমে তা বদলে ফেলুন। এছাড়াও হাতের কাছে যা কিছু প্রয়োজনীয় তা রাখতে ভুলবেন না। ক্ষত দ্রুত সারাতে অ্যান্টিসেপটিকও ব্যবহার করতে হবে।
ক্ষতস্থান পরিষ্কার করার আগে অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন। এতে হাত জীবানুমুক্ত হবে। এবার স্যানিটাইজার হাতে দিয়ে তবেই ব্যান্ডেজ করুন।