Tithi Basu: একসময় ফ্রক পরেই মাত করতেন ড্রইংরুম, এখন গাউন, ওয়েস্টার্নে কাঁপাচ্ছেন এই কন্যে

Fashion Tips: একুশে তিনি পা দিয়েছেন। আর ফ্যাশানে মোটেই ফ্যাশানিস্তা না হলেও এখনকার মেয়েদের মতই সাজতে দেখা যায় তাঁকে

Tithi Basu: একসময় ফ্রক পরেই মাত করতেন ড্রইংরুম, এখন গাউন, ওয়েস্টার্নে কাঁপাচ্ছেন এই কন্যে
চিনতে পারছেন কি
Follow Us:
| Edited By: | Updated on: Mar 06, 2023 | 9:13 PM

একটা সময় ঠিক সন্ধ্যে ৭ টা বাজলেই বাঙালি হা পিত্যেশ করে বসে থাকতেন তাঁর জন্য। ট্র্যাকের বাড়বাড়ন্তে যতই দর্শক মনে মনে বিরক্ত হন না কেন টিভির পর্দা ছেড়ে উঠতেই পারতেন না। সেই সঙ্গে মনে প্রশ্ন, কী হয়, কী হয়। সিরিয়াল শেষ, গল্প শেষ কিন্তু মা সিরিয়ালের ঝিলিক থেকে গিয়েছে দর্শকদের মনে। তবে এই সিরিয়ালের পর থেকে ঝিলিক ওরফে তিথি বসুকে কিন্তু আর টেলিভিশনের পর্দায় তেমন দেখা যায়নি। ব্যস্ত থেকেছেন পড়াশুনো নিয়ে। যদিও পরবর্তীতে আবার তাঁর এই জগতে ফিরে আসারও ইচ্ছে রয়েছে। কিছুদিন আগে তিথির ব্যক্তিগত জীবন আর প্রেম নিয়ে নানা রকম মন্তব্য উঠে এসেছিল। দেবায়ুধ পালের সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। কিন্তু সেই প্রেমে ডিসেম্বরেই ইতি টেনেছেন ঝিলিক।

সম্প্রতি নিজের একটি ইউটিউব চ্যানেলও খুলেছেন তিনি। আর সেখানেই জানান ব্রেকআপের কারণ। এমনকী কেমন ছেলে তাঁর পছন্দ তা নিয়েএ মুখ খুলেছেন। ফ্রক পরা ঝিলিককেই দেখতে অভ্যস্ত ছিল বাঙালি। তবে ঝিলিক এখন বড় হয়েছে। আর তিনি ফ্রক পরেন না। বরং গাউন, ওয়েস্টার্নে রীতিমতো ফ্যাশান করেন তিনি। তিথিকে ফ্যাশনিস্তা বলা যায় না। তাঁর বয়সী আর পাঁচটা মেয়ের মতই তিনি সাধারণ। সাধারণ সাজই তাঁর পছন্দ। কখনও খোলা চুলে, শাড়িতে আবার কখনও জিন্স-টপেই পোজ দিতে দেখা গিয়েছে তাঁকে। মধ্যিখানে বেশ কিছুটা ওজন বেড়ে গিয়েছিল তাঁর। সব ঝরিয়ে এখন আগের মতই স্লিম আর ফিট তিনি। অতিরিক্ত কোনও মেকআপ নয়। একদম সাধারণ লুকেই দেখা যায় তাঁকে। মাঝে মধ্যে অবশ্য ইন্ডাস্ট্রির বন্ধুদের সঙ্গে জমিয়ে পার্টিও করেন। হাসিখানাও ঝিলিকের খুব সুন্দর, সেই আগের মতই আছে। ছবি দেখেছেন কি আপনি ?