আকাশ পথে জঙ্গল সাফারি? সুযোগ রয়েছে হাতের কাছেই
ঠিক এমন অভিজ্ঞতারই সাক্ষী হতে পারেন আপনি। এই সুযোগ পাবেন মধ্যপ্রদেশে।
আকাশে একটি নির্দিষ্ট উচ্চতায় এয়ার বেলুনের মধ্যে বসে রয়েছেন আপনি। আর নীচে ঘন জঙ্গলে (travel) কোথাও বাঘ, কোথাও চিতা, কোথাও বা একদল হরিণ। ঠিক এমন অভিজ্ঞতারই সাক্ষী হতে পারেন আপনি। এই সুযোগ পাবেন মধ্যপ্রদেশে।
মধ্যপ্রদেশের বান্ধবগড় টাইগার রিজার্ভ ভ্রমণার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। সেখানেই মিলবে এমন সুযোগ। সদ্য ভারতের প্রথম হট এয়ার বেলুন ওয়াল্ড লাইফ সাফারির উদ্বোধন করলেন মধ্যপ্রদেশের বনমন্ত্রী বিজয় শাহ। তিনি জানিয়েছেন, জিপে জঙ্গল সাফারির যেমন নির্দিষ্ট রুটম্যাপ থাকে, এই বেলুনের মাধ্যমে জঙ্গল সাফারিরও নির্দিষ্ট রুট থাকবে। তবে এই বেলুনে বসে এবার থেকে জঙ্গল সাফারির স্বাদ পাবেন ভ্রমণ পিপাসুরা।
আরও পড়ুন, পাহাড় ভালবাসেন? আপনার ওয়ার্কেশনের ঠিকানা হতে পারেন ‘কোকুন’
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের ‘বাফার মে সফর’ প্রজেক্টের অংশ হিসেবে এই উদ্যোহ নেওয়া হল বলে জানিয়েছেন বিজয়। এই নতুন অ্যাডভেঞ্জারের স্বাদ মধ্যপ্রদেশ টুরিজমকে ভ্রমণার্থীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে বলে তাঁর বিশ্বাস। প্রথমে বান্ধবগড় দিয়ে শুরু হলেও পরে কানহা, পেঞ্চ এবং পান্না টাইগার রিজার্ভে এই পরিষেবা শুরু করার পরিকল্পনা রয়েছে সরকারের। এই পরিষেবায় ভ্রমণার্থীদের সুরক্ষার দিকটা নিশ্চিত করবে কর্তৃপক্ষ। একই সঙ্গে বন্যপ্রাণীদের যাতে কোনও রকম অসুবিধে না হয়, সেদিকেও খেয়াল রাখা হবে বলে জানিয়েছেন বিজয়।
আরও পড়ুন, হাতে সময় কম? শীতে বেড়াতে যান পশ্চিমবঙ্গের এই সব জায়গায়