পোশাকে দাগ লাগলে বা ইস্ত্রি না করা থাকলে, কী করবেন?
যে পোশাক আপনি ক্যারি করতে পারবেন, সেটাই পরুন। কিন্তু পোশাকে কোনও দাগ লেগে রয়েছে বা ভাঁজ পড়েছে, এমন হলে কিন্তু সাজটাই মাটি।
পরিষ্কার এবং ফিটিং পোশাক (Fashion)। ফ্যাশনের প্রাথমিক শর্ত বোধহয় এটাই। যে পোশাক আপনি ক্যারি করতে পারবেন, সেটাই পরুন। কিন্তু পোশাকে কোনও দাগ লেগে রয়েছে বা ভাঁজ পড়েছে, এমন হলে কিন্তু সাজটাই মাটি। তাই পোশাক ঠিক রাখার চটজলদি কিছু টিপস রইল আপনার জন্য।
১) পোশাক খোলা বা পরার সময় মেকআপ লেগে যাওয়ার সম্ভবনা থাকে। পোশাকে লেগে থাকা সেই নাছোড় মেকআপের দাগ তুলতে আমরা অনেক সময় মেকআপ রিমুভার ব্যবহার করি। কিন্তু তাও ফাউন্ডেশন বা লিপস্টিকের দাগ লাগলে সহজে উঠতে চায় না। এক্ষেত্রে আপনি শেভিং ক্রিম ব্যবহার করতে পারেন। যে অংশে দাগ লেগেছে সেখানে অল্প ক্রিম স্প্রে করুন। ১০ মিনিট পরে হালকা ঘষে তুলে ফেলুন। এর পর সাধারণ জলে পোশাক ধুয়ে নিলেই দাগ উঠে যাবে।
আরও পড়ুন, কেমন পোশাক পরলে আপনাকে লম্বা দেখতে লাগবে?
২) ডেনিমের জিনস বা জ্যাকেট, সকলের ওয়ার্ড্রোবেই থাকে। ডেনিম যদি ফেড অর্থাৎ মলিন না করতে চান, তাহলে সব সময় ঠাণ্ডা জলে ঝুতে হবে। আবার কারও পছন্দ ফেড হয়ে যাওয়া ডেনিম। সেটা করতে চাইলে অবশ্যই গরম জলে ডেনিমের জিনস বা জ্যাকেট ধুতে হবে।
৩) বিভিন্ন ফ্যাব্রিকের জুতো হয়তো রয়েছে আপনার সংগ্রহে। তা পরিষ্কার করার সময় কী দিয়ে পরিষ্কার করবেন বুঝতে পারেন না অনেকে। কয়েকদিনের বাসি পাঁউরুটি গুঁড়ো করে জুতোর উপর ছড়িয়ে দিন। এবার ভাল করে ঘষে পরিষ্কার করুন। জুতোর উপরের অংশের ময়লা উঠে যাবে সহজেই।
আরও পড়ুন, পুরনো শর্ট ব্ল্যাক ড্রেসে ফ্যাশন করবেন কীভাবে?
৪) পোশাকে যদি তেলের দাগ লেগে যায় সেক্ষেত্রে তা তোলার জন্য বেবি পাউডার ব্যবহার করুন। তেল লাগা অংশে বেবি পাউডার ছড়িয়ে সারা রাত রেখে দিন। সকালে উঠে দেখবেন, দাগ অনেক হালকা হয়ে গিয়েছে। একেবারে না উঠে গেলে এই পদ্ধতি ফের ট্রাই করুন।
৫) কোথাও তাড়াহুড়ো করে বেরবেন। কিন্তু জামা ইস্ত্রি করা নেই। এই পরিস্থিতিতে জামার উপর হালকা জলের ছিটে দিয়ে ব্লো ড্রায়ার চালিয়ে নিন। পোশাকের কুঁচকানো ভাব নিমেষে উধাও হয়ে যাবে।
আরও পড়ুন, ভুঁড়ি লুকোতে ট্রাই করুন এই সব ড্রেস