কলা অত্যধিক পেকে গিয়েছে? ফেলে না দিয়ে তৈরি করুন এই সুস্বাদু পদ
Banana Halwa: অনেক সময় বাড়িতে দু-তিন দিন কলা রেখে দেওয়ার পরে তা এতটাই পেকে যায়, যে কেউ খেতে চায় না। আর কালো এলে কো কথাই নেই। কিন্তু আপনি এত বেশি পেকে যাওয়া কলা দিয়েই একটি সুস্বাদু খাবার বানিয়ে ফেলতে পারেন। সময়ও বেশি লাগবে না। অথচ বাড়িতে থাকা কলাগুলো খাওয়া হয়ে যাবে।
Most Read Stories