Dome city: কুম্ভ মেলায় বিলাসবহুল ডোম সিটি, কী এটি? প্রতি রাতের খরচ চোখ কপালে তোলার মতোই…

Dome city in kumbh mela 2025: মহাকুম্ভ মেলা শুরু হতে চলেছে। ১৩ জানুয়ারি থেকে শুরু প্রায় এক মাসের এই মেলা। দেশ-বিদেশের লাখো লাখো পূণ্যার্থী থাকবেন কুম্ভমেলায়। তেমনই সাধু-সন্ন্যাসীরাও। এ বারের কুম্ভমেলায় বিশেষ আকর্ষণও থাকছে। বিলাসবহুল থাকার ব্যবস্থা। যাঁরা বিলাসবহুল জীবন যাপনে অভ্যস্ত পূণ্য অর্জনের জন্য জমায়েতে তাঁদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে ডোম সিটি। কী এটি? খরচও কিন্তু প্রচুর। বুকই বা করবেন কী ভাবে! এমন নানা প্রশ্নই হয়তো ঘুরছে?

| Updated on: Jan 08, 2025 | 6:24 PM
মহাকুম্ভ মেলা শুরু হতে চলেছে। ১৩ জানুয়ারি থেকে শুরু প্রায় এক মাসের এই মেলা। দেশ-বিদেশের লাখো লাখো পূণ্যার্থী থাকবেন কুম্ভমেলায়। তেমনই সাধু-সন্ন্যাসীরাও। বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাগম।

মহাকুম্ভ মেলা শুরু হতে চলেছে। ১৩ জানুয়ারি থেকে শুরু প্রায় এক মাসের এই মেলা। দেশ-বিদেশের লাখো লাখো পূণ্যার্থী থাকবেন কুম্ভমেলায়। তেমনই সাধু-সন্ন্যাসীরাও। বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাগম।

1 / 8
এ বারের কুম্ভমেলায় বিশেষ আকর্ষণও থাকছে। বিলাসবহুল থাকার ব্যবস্থা। যাঁরা বিলাসবহুল জীবন যাপনে অভ্যস্ত পূণ্য অর্জনের জন্য জমায়েতে তাঁদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে ডোম সিটি।

এ বারের কুম্ভমেলায় বিশেষ আকর্ষণও থাকছে। বিলাসবহুল থাকার ব্যবস্থা। যাঁরা বিলাসবহুল জীবন যাপনে অভ্যস্ত পূণ্য অর্জনের জন্য জমায়েতে তাঁদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে ডোম সিটি।

2 / 8
কী এটি? খরচও বা কেমন। এই ডোম সিটি বুকই বা করবেন কী ভাবে! এমন নানা প্রশ্নই হয়তো ঘুরছে? চলুন খুঁজে দেখা যাক এই প্রশ্নের উত্তর। ডোম সিটি শব্দটি এসেছে এর আকার থেকে।

কী এটি? খরচও বা কেমন। এই ডোম সিটি বুকই বা করবেন কী ভাবে! এমন নানা প্রশ্নই হয়তো ঘুরছে? চলুন খুঁজে দেখা যাক এই প্রশ্নের উত্তর। ডোম সিটি শব্দটি এসেছে এর আকার থেকে।

3 / 8
ভারতবর্ষে প্রথম ব্যবহার হচ্ছে এই ডোম সিটি। কুম্ভমেলায় যোগ দেওয়া দেশ এবং বিদেশেরও প্রচুর পূর্ণ্যার্থীর থাকার নানা ব্যবস্থাই থাকে। হোটেল, ধর্মশালা, তাঁবু। এ বার যোগ হয়েছে ডোম সিটি।

ভারতবর্ষে প্রথম ব্যবহার হচ্ছে এই ডোম সিটি। কুম্ভমেলায় যোগ দেওয়া দেশ এবং বিদেশেরও প্রচুর পূর্ণ্যার্থীর থাকার নানা ব্যবস্থাই থাকে। হোটেল, ধর্মশালা, তাঁবু। এ বার যোগ হয়েছে ডোম সিটি।

4 / 8
ডোম সিটিকে অনেকটা ইগলুর থেকে অনুপ্রেরণা নেওয়াও বলা যায়। দেখতে তেমনই। কুম্ভমেলায় যে ডোম সিটি তৈরি হয়েছে, তা বুলেট প্রুফ এবং আগুনও ধরবে না বলেই দাবি।

ডোম সিটিকে অনেকটা ইগলুর থেকে অনুপ্রেরণা নেওয়াও বলা যায়। দেখতে তেমনই। কুম্ভমেলায় যে ডোম সিটি তৈরি হয়েছে, তা বুলেট প্রুফ এবং আগুনও ধরবে না বলেই দাবি।

5 / 8
আধুনিকতায় ভরপুর। দুর্দান্ত ভাবে সাজানো এই ডোম সিটি। রিমোটের মাধ্যমে খোলা যাবে ছাদ। ফলে কেউ চাইলে রাতের ঝলমলে আকাশও দেখতে পাবেন বিছানায় ছুয়েই। বাথরুম, শৌচাগার, চারিদিকে সব দেখার সুযোগ। এতে রয়েছে যজ্ঞানুষ্ঠান করার মতো জায়গা, মন্দির, যোগাসনের জন্য জায়গা।

আধুনিকতায় ভরপুর। দুর্দান্ত ভাবে সাজানো এই ডোম সিটি। রিমোটের মাধ্যমে খোলা যাবে ছাদ। ফলে কেউ চাইলে রাতের ঝলমলে আকাশও দেখতে পাবেন বিছানায় ছুয়েই। বাথরুম, শৌচাগার, চারিদিকে সব দেখার সুযোগ। এতে রয়েছে যজ্ঞানুষ্ঠান করার মতো জায়গা, মন্দির, যোগাসনের জন্য জায়গা।

6 / 8
ধর্মীয় অনুষ্ঠানে অনন্য অভিজ্ঞতারও সাক্ষী থাকার সুযোগ। যদিও এর ভাড়া অনেকের কাছে আকাশছোঁয়াও বলা যায়। কারণ একেকটা ডোম সিটি ফাইভ স্টার হোটেলের চেয়েও বেশি পরিকাঠামোযুক্ত। কুম্ভমেলার সময় এর ভাড়া হতে পারে প্রতি রাতে প্রায় ১ লক্ষ ১১ হাজার টাকার। অন্যান্য সময় এতে থাকতে খরচ পড়বে অন্তত ৮১ হাজার টাকা।

ধর্মীয় অনুষ্ঠানে অনন্য অভিজ্ঞতারও সাক্ষী থাকার সুযোগ। যদিও এর ভাড়া অনেকের কাছে আকাশছোঁয়াও বলা যায়। কারণ একেকটা ডোম সিটি ফাইভ স্টার হোটেলের চেয়েও বেশি পরিকাঠামোযুক্ত। কুম্ভমেলার সময় এর ভাড়া হতে পারে প্রতি রাতে প্রায় ১ লক্ষ ১১ হাজার টাকার। অন্যান্য সময় এতে থাকতে খরচ পড়বে অন্তত ৮১ হাজার টাকা।

7 / 8
পাশাপাশি কাঠের তৈরি ছোট বাড়িও রয়েছে। যার ভাড়া প্রতি রাতে ৪১-৬১ হাজার। ভাড়া বেশি হলেও এর বুকিংয়ের জন্য হুড়োহুড়ি শুরু হয়ে গিয়েছে। কুম্ভমেলায় সব মিলিয়ে ৪৪টি ডোম মিলিয়ে একটা ছোট্ট শহরের মতো তৈরি হয়েছে। সঙ্গে কাঠের ছোট বাড়ি থাকছে প্রায় ২৫০টি। সব ছবি: PTI/ TV9 NETWORK

পাশাপাশি কাঠের তৈরি ছোট বাড়িও রয়েছে। যার ভাড়া প্রতি রাতে ৪১-৬১ হাজার। ভাড়া বেশি হলেও এর বুকিংয়ের জন্য হুড়োহুড়ি শুরু হয়ে গিয়েছে। কুম্ভমেলায় সব মিলিয়ে ৪৪টি ডোম মিলিয়ে একটা ছোট্ট শহরের মতো তৈরি হয়েছে। সঙ্গে কাঠের ছোট বাড়ি থাকছে প্রায় ২৫০টি। সব ছবি: PTI/ TV9 NETWORK

8 / 8
Follow Us: