Bizarre Rules: টয়লেট ব্যবহার করার পর ফ্ল্যাশ করা এই দেশেতে নিষিদ্ধ! ভিনদেশের এমন অদ্ভুত নিয়মের জেরে হতে পারে জেল

International Travel Tips: ভিনদেশে ভিন্ন নিয়ম হবে, সেটাই স্বাভাবিক। তবে অনেকসময় এমন অনেক অদ্ভূতুরে নিয়ম থাকে, যা চিন্তাভাবনার অধিক। ভ্রমণের সঙ্গে সঙ্গে নানা অভিজ্ঞতার শিকার হোন পর্যটকরা।

| Edited By: | Updated on: Aug 26, 2022 | 5:16 PM
ভিনদেশে ভিন্ন নিয়ম হবে, সেটাই স্বাভাবিক।  তবে অনেকসময় এমন অনেক অদ্ভূতুরে নিয়ম থাকে, যা চিন্তাভাবনার অধিক। ভ্রমণের সঙ্গে সঙ্গে নানা অভিজ্ঞতার শিকার হোন পর্যটকরা।

ভিনদেশে ভিন্ন নিয়ম হবে, সেটাই স্বাভাবিক। তবে অনেকসময় এমন অনেক অদ্ভূতুরে নিয়ম থাকে, যা চিন্তাভাবনার অধিক। ভ্রমণের সঙ্গে সঙ্গে নানা অভিজ্ঞতার শিকার হোন পর্যটকরা।

1 / 11
এমনিতেই সব দেশেরই একটি নিজস্ব আইন, নীতি রয়েছে। তার মধ্যে যেমন অন্যের ক্ষতি করা উচিত নয়, খারাপ সঙ্গ ও খারাপ পরিস্থিতির মধ্যে নিজের হাতে আইন তুলেন নেবেন না, দেশের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে সচেতন হোন এইসবই নির্ধারিত থাকে।

এমনিতেই সব দেশেরই একটি নিজস্ব আইন, নীতি রয়েছে। তার মধ্যে যেমন অন্যের ক্ষতি করা উচিত নয়, খারাপ সঙ্গ ও খারাপ পরিস্থিতির মধ্যে নিজের হাতে আইন তুলেন নেবেন না, দেশের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে সচেতন হোন এইসবই নির্ধারিত থাকে।

2 / 11
কিন্তু অনেক দেশ রয়েছে যেখানে উন্নত ও আধুনিকতার মানসিকতার পাশাপাশি এই অদ্ভুত ও বিচিত্র নিয়ম এখনও মেনে চলেন। বাইরে থেকে কোনও পর্যটক এলেও তাঁকে সেই নিয়ম মেনে চলতে হলে। এবার পর্যটকরা সেখানে গিয়ে সচেতন না হলে হতে পারে কঠিন শাস্তি ও জরিমানা। এমনকি জেলও হতে পারে।

কিন্তু অনেক দেশ রয়েছে যেখানে উন্নত ও আধুনিকতার মানসিকতার পাশাপাশি এই অদ্ভুত ও বিচিত্র নিয়ম এখনও মেনে চলেন। বাইরে থেকে কোনও পর্যটক এলেও তাঁকে সেই নিয়ম মেনে চলতে হলে। এবার পর্যটকরা সেখানে গিয়ে সচেতন না হলে হতে পারে কঠিন শাস্তি ও জরিমানা। এমনকি জেলও হতে পারে।

3 / 11
সুইত্‍জারল্যান্ড: অত্যন্ত সুন্দর দেশে রাত ১০টার পর টয়লেট ফ্লাস করার উপর নিষেধাজ্ঞা রয়েছে। অবাক হওয়ার কিছু নেই। এখনও অনেকে রয়েছেন, যাঁরা বিশেষ করে অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে থাকেন, তাঁরা অনেকেই বিরক্তিকর বলে মনে করেন। যদি সুইত্‍জারল্যান্ডে যান তবে এই নিয়মটি মেনে চলার চেষ্টা করুন। এমনটা এড়াতে হলে তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে ও তাড়াতাড়ি ওঠার চেষ্টা করা প্রয়োজন।

সুইত্‍জারল্যান্ড: অত্যন্ত সুন্দর দেশে রাত ১০টার পর টয়লেট ফ্লাস করার উপর নিষেধাজ্ঞা রয়েছে। অবাক হওয়ার কিছু নেই। এখনও অনেকে রয়েছেন, যাঁরা বিশেষ করে অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে থাকেন, তাঁরা অনেকেই বিরক্তিকর বলে মনে করেন। যদি সুইত্‍জারল্যান্ডে যান তবে এই নিয়মটি মেনে চলার চেষ্টা করুন। এমনটা এড়াতে হলে তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে ও তাড়াতাড়ি ওঠার চেষ্টা করা প্রয়োজন।

4 / 11
ফ্রান্স:গরম কালে স্যুইমিং পুলে সাঁতার কাটতে কে না ভালবাসে! তবে ফ্রান্সে যে কোনও জায়গায় সাঁতার কাটার পরিকল্পনা থাকলে ব্যাকপ্যাকে অবশ্যই স্যুইমওয়্যার নিতে ভুলবেন না। মানে আলগা কোনও ট্রাঙ্ক বা শর্টস পরে কখনও পুলে বা সৈকতে সাঁতার কাটা যাবে না।

ফ্রান্স:গরম কালে স্যুইমিং পুলে সাঁতার কাটতে কে না ভালবাসে! তবে ফ্রান্সে যে কোনও জায়গায় সাঁতার কাটার পরিকল্পনা থাকলে ব্যাকপ্যাকে অবশ্যই স্যুইমওয়্যার নিতে ভুলবেন না। মানে আলগা কোনও ট্রাঙ্ক বা শর্টস পরে কখনও পুলে বা সৈকতে সাঁতার কাটা যাবে না।

5 / 11
 কেনিয়া ও সংযুক্ত আরব এমিরেটস:  বিশ্বের যে কোনও দেশ থেকে নির্বাসিত হতে পারে এমন কারণ এখানে আছে। জনসমক্ষে আপত্তিকর ভাষা ও অঙ্গভঙ্গির কারণে কঠিন শাস্তি হতে পারে । বেআইনি হিসেবে পর্যটকের ভিসা বাতিল করতে পারে অথবা সেদেশে জেলেও সময় কাটাতে হতে পারে।

কেনিয়া ও সংযুক্ত আরব এমিরেটস: বিশ্বের যে কোনও দেশ থেকে নির্বাসিত হতে পারে এমন কারণ এখানে আছে। জনসমক্ষে আপত্তিকর ভাষা ও অঙ্গভঙ্গির কারণে কঠিন শাস্তি হতে পারে । বেআইনি হিসেবে পর্যটকের ভিসা বাতিল করতে পারে অথবা সেদেশে জেলেও সময় কাটাতে হতে পারে।

6 / 11
গ্রিস: যদি কেউ স্বপ্নের দেশ গ্রিসে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে জেনে রাখুন এখানেও রয়েছে বিচিত্র নিয়ম। গ্রিসে থাকাকালী চারপাশের মানুষদের কাছে কখনও চাঁদ দেখার কথা ভুলেও বলবেন না। যে কারণেই হোক না কেন, অনুগ্রহ করেও তা বলবেন না। এমনটাকে অভদ্রতা বলে বিবেচনা করা হয়। এটা করলে আপনাকে জেলে বেশি কয়েকদিন সময় কাটাতে হতে পারে।

গ্রিস: যদি কেউ স্বপ্নের দেশ গ্রিসে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে জেনে রাখুন এখানেও রয়েছে বিচিত্র নিয়ম। গ্রিসে থাকাকালী চারপাশের মানুষদের কাছে কখনও চাঁদ দেখার কথা ভুলেও বলবেন না। যে কারণেই হোক না কেন, অনুগ্রহ করেও তা বলবেন না। এমনটাকে অভদ্রতা বলে বিবেচনা করা হয়। এটা করলে আপনাকে জেলে বেশি কয়েকদিন সময় কাটাতে হতে পারে।

7 / 11
থাইল্যান্ড: অত্যধিক গরম ও আর্দ্রপূর্ণ আবহাওযায় নিজেকে ঠান্ডা রাখাই বুদ্ধিমানের কাজ। থাইল্যান্ডে গরম ও আর্দ্রতা বেশি। তাই গরম লাগছে বলে শার্ট গায়ে না দিয়েই বাড়ির বাইরে বের হতে পারবেন না। বিশেষ করে শার্ট ছাড়া গাড়ি চালানো যাবে না।

থাইল্যান্ড: অত্যধিক গরম ও আর্দ্রপূর্ণ আবহাওযায় নিজেকে ঠান্ডা রাখাই বুদ্ধিমানের কাজ। থাইল্যান্ডে গরম ও আর্দ্রতা বেশি। তাই গরম লাগছে বলে শার্ট গায়ে না দিয়েই বাড়ির বাইরে বের হতে পারবেন না। বিশেষ করে শার্ট ছাড়া গাড়ি চালানো যাবে না।

8 / 11
সিঙ্গাপুর: ফ্লাশের ব্যাপারটা শুধু সুইস দেশেই নয়, নির্দিষ্টি সময়ের পরে ফ্লাশ করার ব্যাপারে নাক উঁচু সিঙ্গাপুরও। এখানে নিয়ম হল, টয়লেট ব্যবহারের পর ফ্লাশ করতে ভুলে গেলে সিঙ্গাপুরের নিয়ম অনুযায়ী এসজিডি-তে ১৫০-এরও বেশি জরিমানা দিতে হবে। ভারতীয় মুদ্রায় প্রায় ৮,৫০০টাকা। আর এই জরিমানার টাকা দিতে না পারলে হতে পারে জেলও।

সিঙ্গাপুর: ফ্লাশের ব্যাপারটা শুধু সুইস দেশেই নয়, নির্দিষ্টি সময়ের পরে ফ্লাশ করার ব্যাপারে নাক উঁচু সিঙ্গাপুরও। এখানে নিয়ম হল, টয়লেট ব্যবহারের পর ফ্লাশ করতে ভুলে গেলে সিঙ্গাপুরের নিয়ম অনুযায়ী এসজিডি-তে ১৫০-এরও বেশি জরিমানা দিতে হবে। ভারতীয় মুদ্রায় প্রায় ৮,৫০০টাকা। আর এই জরিমানার টাকা দিতে না পারলে হতে পারে জেলও।

9 / 11
তুরস্ক: সবদেশকে আরও একধাপ এগিয়ে দিয়েছে তুরস্কের এই নিয়ম। এই সুন্দর দেশে মুদ্রা ধ্বমস করা অত্যন্ত অপরাধ বলে মনে করা হয়। কারণ এটিকে তুরস্কের জাতীয় পতাকার অবমাননা হিসেবে দেখা হয়। মুদ্রা ছিঁড়ে ফেললে কঠিন শাস্তি নিয়ে ছয় মাস থেকে তিন বছরের জেল হতে পারে আপনার।

তুরস্ক: সবদেশকে আরও একধাপ এগিয়ে দিয়েছে তুরস্কের এই নিয়ম। এই সুন্দর দেশে মুদ্রা ধ্বমস করা অত্যন্ত অপরাধ বলে মনে করা হয়। কারণ এটিকে তুরস্কের জাতীয় পতাকার অবমাননা হিসেবে দেখা হয়। মুদ্রা ছিঁড়ে ফেললে কঠিন শাস্তি নিয়ে ছয় মাস থেকে তিন বছরের জেল হতে পারে আপনার।

10 / 11
থাইল্যান্ড: থাইল্যান্ড অত্যন্ত বিনোদনকেন্দ্রিক স্থান। তবে সঙ্গে যদি ভ্যাপ, ই-সিগারেট বা তার রিফিল সঙ্গে থাকে তাহলে ১০ বছর থাই কারাগারে ছুটি কাটাতে যেতে পারেন। এই জিনিসগুলি  এই দেশে ২০১৪ সাল থেকেই নিষিদ্ধ করা হয়েছে।

থাইল্যান্ড: থাইল্যান্ড অত্যন্ত বিনোদনকেন্দ্রিক স্থান। তবে সঙ্গে যদি ভ্যাপ, ই-সিগারেট বা তার রিফিল সঙ্গে থাকে তাহলে ১০ বছর থাই কারাগারে ছুটি কাটাতে যেতে পারেন। এই জিনিসগুলি এই দেশে ২০১৪ সাল থেকেই নিষিদ্ধ করা হয়েছে।

11 / 11
Follow Us: