AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jungle Safari: প্রায় ৩ মাস পর খুলছে ডুয়ার্সে‌র জাতীয় উদ্যানগুলি, পুজোর সময় জঙ্গল সাফারিতে গেলে যা কিছু মাথায় রাখবেন

Dooars Travel Tips: বর্ষায় তিন মাস জঙ্গল বন্ধ থাকার পর আগামী ১৬ সেপ্টেম্বর গরুমারা জাতীয় উদ্যান পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। পুজোর সময় গরুমারা সহ রাজ্যের অন্যান্য জঙ্গলের সরকারি লজগুলো সব বুক হয়ে গিয়েছে। ডুয়ার্সের জঙ্গলে পর্যটকদের প্রধান আকর্ষণ হাতির পিঠে চেপে কিংবা হুডখোলা জিপে জঙ্গল সাফারি। তারই তোরজোড় চলছে।

Jungle Safari: প্রায় ৩ মাস পর খুলছে ডুয়ার্সে‌র জাতীয় উদ্যানগুলি, পুজোর সময় জঙ্গল সাফারিতে গেলে যা কিছু মাথায় রাখবেন
ডুয়ার্সের সংরক্ষিত বনাঞ্চল খুলে গেলImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 09, 2023 | 11:01 AM
Share

বর্ষায় তিন মাস জঙ্গল বন্ধ থাকার পর আগামী ১৬ সেপ্টেম্বর গরুমারা জাতীয় উদ্যান পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। সামনেই পুজো। এসময় অনেকেই ভিড় করবেন ডুয়ার্সে‌। পরিকল্প‌নায় রয়েছে জঙ্গল সাফারিও। ডুয়ার্সের জঙ্গলে পর্যটকদের প্রধান আকর্ষণ হাতির পিঠে চেপে কিংবা হুডখোলা জিপে জঙ্গল সাফারি। তারই তোরজোড় চলছে গরুমারায়। ইতিমধ্যে গরুমারা সহ রাজ্যের অন্যান্য জঙ্গলের সরকারি লজগুলো সব বুক হয়ে গিয়েছে। গরুমারাতে হাতি সাফারির জন্য আরও দুটি দুটি কুনকি হাতি নিয়ে এসেছে বন দফতর। হাতি পিঠে চেপে জঙ্গল সাফারির পাশাপাশি জিপ গাড়িতে গভীর জঙ্গলে ঘুরে হাতি, গণ্ডার, বাইসন দেখার সুযোগও রয়েছে। তবে, জঙ্গল সাফারিতে গেলে কয়েকটি বিষয় মাথায় রাখা দরকার। সেগুলো কী-কী, দেখে নিন।

১) আগে থেকে বুকিং করুন

প্রায় ৩ মাস বন্ধ থাকার পর খুলছে ডুয়ার্সে‌র জঙ্গল। আর যেহেতু সামনেই পুজোর ছুটি, তাই খুব স্বাভাবিকভাবেই ভিড় হবে জঙ্গল সাফারিতে। রাজ্যের সরকারি লজগুলো ইতিমধ্যে বুক হয়ে গিয়েছে। তাই জঙ্গল সাফারির জন্যও আগে থেকে বুকিং করে রাখুন। শেষ মুহূর্তে বুক করতে গেলে সিট নাও পেতে পারেন।

২) জঙ্গল সাফারির সময় জেনে নিন

হাতির পিঠে চেপে জঙ্গল সাফারিতে যাবেন নাকি হুডখোলা জিপে? এটা আপনার ব্যক্তিগত পছন্দ হলেও, জঙ্গল সাফারির সময় জেনে রাখা দরকার। সাধারণত হাতির পিঠে চেপে জঙ্গল সাফারি দিনে একবার হয়। কারণ হাতির পিঠে জঙ্গল ঘুরতে একবেলা সময় লেগে যায়। জিপ সাফারিরও নির্দিষ্ট সময় রয়েছে। সাধারণত জিপ সাফারি দিনে দু’বার হয়। সেটা জেনে নিয়ে ভ্রমণের প্ল্যান করুন।

৩) জঙ্গলের পরিবেশ বজায় রাখুন

জঙ্গলের আলাদা নিয়ম রয়েছে। হাতির পিঠে হোক বা জিপে, জঙ্গলে ঢুকে কোনও রকম শব্দ, চেঁচামিচি করলে চলবে না। বন্যপ্রাণী দেখতে গেলে জোরে জোরে কথা বলা, পশু-পাখি দেখে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ার মতো কাজকর্ম করলে চলবে না। গাড়ির আওয়াজে, কোলাহলে বন্যপ্রাণী গভীর জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। জঙ্গলের পরিবেশ সম্পর্কে অবগত থাকুন।

৪) জঙ্গল সাফারিতে সতর্ক থাকুন

জঙ্গলের মধ্যে পশু-পাখি দেখে উত্তেজিত হবেন না। আর ভুলেও গাড়ি থেকে নামার কথা ভাববেন না। বন্যপ্রাণীকে উত্যক্ত করলে আপনিই বিপদে পড়বেন। জঙ্গল সাফারি সবসময় রোমাঞ্চকর হয়। পদে পদে বিপদ লুকিয়ে থাকে। সঙ্গে জীবনের ঝুঁকিও লুকিয়ে রয়েছে। তাই হাতি পিঠে হোক বা জিপে জঙ্গল সাফারিতে যান, সবসময় চোখ-কান খোলা রাখার চেষ্টা করুন।

৫) জঙ্গল সাফারি সঙ্গে যা কিছু নেবেন

ক্যামেরা ছাড়া আজকাল কেউ জঙ্গল সাফারিতে যায় না। কিন্তু বন্যপ্রাণী সামনে এসে গেলে ঘন-ঘন ছবি তুলবেন না। ছবি তোলার শব্দে পশু-পাখি পালিয়ে যেতে পারে। ক্যামেরার পাশাপাশি দূরবীন নিন। এছাড়া জঙ্গল সাফারিতে রঙিন পোশাক পরবেন না। গাঢ় সবুজ রঙের বা ক্যামোফ্লাজ পোশাক পরতে পারেন। আর ধৈর্যের সঙ্গে জঙ্গল সাফারিতে যান।