Gateway of India: মুম্বইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ার ফটোগ্রাফাররা প্যান্ডেমিকে কতটা ভুক্তোভুগী?

2019-এর ‘ফটোগ্রাফ’ সিনেমায় নওয়াজউদ্দিন সিদ্দিকির চরিত্রটা মনে পড়ে? মুম্বই শহরের ফোটোগ্রাফারদের স্ট্রাগলগুলো ফুটে উঠেছিল চরিত্র জুড়ে। বাস্তবের ফটোগ্রাফাররা কেমন আছেন প্যান্ডেমিকে?

Gateway of India: মুম্বইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ার ফটোগ্রাফাররা প্যান্ডেমিকে কতটা ভুক্তোভুগী?
Follow Us:
| Edited By: | Updated on: Jul 11, 2021 | 6:53 AM

2019-এর ‘ফটোগ্রাফ’ সিনেমায় নওয়াজউদ্দিন সিদ্দিকির চরিত্রটা মনে পড়ে? মুম্বই শহরের ফোটোগ্রাফারদের স্ট্রাগলগুলো ফুটে উঠেছিল চরিত্র জুড়ে। বাস্তবের ফটোগ্রাফাররা কেমন আছেন প্যান্ডেমিকে? বেশিদিন হয়নি মুম্বইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ার সামনে ফটোগ্রাফাররা ‘মেমরি মেকার’ ছিলেন। তাঁদের তোলা ফোটোগ্রাফ বহু মানুষের বহু স্মৃতির সাক্ষী। তবে ফোটোগ্রাফারদের কজন মনে রাখেন? প্যান্ডেমিকে তাঁরা কী করছেন এখন? তাঁদের সংসার কীভাবে চলে এখন?

সারা দেশজুড়ে পর্যটন শিল্প প্রচণ্ড ক্ষতিগ্রস্থ হয়েছে। পর্যটকই নেই মুম্বইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ায়। কাদের ছবি তুলবেন ফটোগ্রাফারর? তাঁদের কাজ একেবারেই বন্ধ। ২০২০-এর অক্টোবর মাস থেকে মুম্বইয়ে লকডাউন চলছে। বাইরের রাজ্য থেকে পর্যটকদের প্রবেশ নিষেধ করা হয়েছে। এই রাজ্যের পর্যটকদের জন্যও জারি ছিল বিধিনিষেধ। ফলে গেটওয়ে অব ইন্ডিয়ার দরজা ছিল একেবারেই বন্ধ।

ফোটোগ্রাফার তথ্যানুসারে রোজ ৪০০ফোটোগ্রাফার গেটওয়ে অব ইন্ডিয়ায় ফটো তুলে রোজগার করতেন। তারমধ্যে ১০০ জন ফোটোগ্রাফি ছেড়ে অন্য কাজে যোগ দিয়েছেন। এবং বাকিরা অন্য জায়গায় ছবি তোলার কাজের সন্ধানে গেছেন। প্যান্ডেমিকের আগে ৫০০ থেকে ৭০০পর্যটক রোজ এখানে আসতেন। লকডাউন একটু শিথিল হওয়ার পর পর্যটকরা আবার আসছেন এখানে। তবে সংখ্যাটা কমে এসে দাঁড়িয়েছে মোটামুটি ১৫০এ। মাঝেমধ্যে সারাদিনে একটাও পর্যটকের দেখা মেলে না। ফটোগ্রাফাররা দিন গুনছেন কমে প্যান্ডেমিক কেটে গিয়ে আগের মতো সুদিন ফিরবে।

আরও পড়ুন: মরুরাজ্যে রয়্য়াল ডেস্টিনেশন বিয়ের শখ! তারজন্য পকেট থেকে কত খসবে, হিসেব জানেন?