3D Planetarium: এবার থ্রি-ডি’তে সিনেমা নয়, দেখুন আস্ত মহাবিশ্ব, হাওড়ায় চালু দেশের প্রথম থ্রি ডাইমেন্শনাল তারামণ্ডল

Howrah: দেশের প্রথম থ্রি-ডি তারামণ্ডল খুলল হাওড়ায়। লেজার শোয়ের মাধ্যমে দেখানো হবে গ্রহ-উপগ্রহের কথা। শীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপহার হাওড়াবাসীকে।

3D Planetarium: এবার থ্রি-ডি'তে সিনেমা নয়, দেখুন আস্ত মহাবিশ্ব, হাওড়ায় চালু দেশের প্রথম থ্রি ডাইমেন্শনাল তারামণ্ডল
Follow Us:
| Edited By: | Updated on: Dec 02, 2022 | 11:30 AM

এখনও অবধি রাজ্যে শুধু একটাই তারামণ্ডল ছিল। কলকাতার বিড়লা তারামণ্ডল। তবে আজ থেকে সেই তালিকায় যুক্ত হল আরও একটি নাম। আজ থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হল হাওড়ায় তারামণ্ডল। হাওড়া ময়দানের শরৎসদন চত্বরে তৈরি হয়েছে নতুন তারামণ্ডল। তবে এই তারামণ্ডল দেশের প্রথম থ্রি-ডি তারামণ্ডল। বিড়লা তারামণ্ডলের মতোই হাওড়ার থ্রি-ডি তারামণ্ডলে লেজার শোয়ের মাধ্যমে মহাকাশের বিভিন্ন গ্রহ, উপগ্রহ দেখানো হবে। দর্শনার্থীরা জানতে পারবেন মহাকাশের বিভিন্ন বিষয় সম্পর্কে।

রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দফতর এবং হাওড়া পুরসভার উদ্যোগে একটি বেসরকারি সংস্থার সাহায্যে তৈরি করা হয়েছে হাওড়ার এই থ্রি-ডি তারামণ্ডল। কলকাতার বিড়লা তারামণ্ডলে বর্তমানে টু-ডি শো দেখানো হয়। তবে হাওড়ার তারামণ্ডলে থ্রি-ডি শো দেখানো হবে। ফলে দর্শনার্থীরা আরও পরিষ্কারভাবে দেখতে পাবেন মহাকাশের খুঁটিনাটি। হাওড়ার থ্রি-ডি তারামণ্ডলে বসে লেজার শো দেখলে মনে হবে, মাথার উপরেই যেন ঘুরছে বৃহস্পতি, শনি, প্লুটোর মতো গ্রহ-উপগ্রহ। যা কিছু বইয়ের পাতায় পড়েছিলেন, এখানে বসে মনে হবে যেন আপনি হাত বাড়ালেই ছুঁয়ে নিতে পারবেন মহাকাশ।

পুজোর আগেই উদ্বোধন হয়ে গিয়েছিল শরৎসদনের এই তারামণ্ডলটি। তারামণ্ডলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তবে এতদিন কাঠামোগত কিছু কাজ শেষ না হওয়া এবং প্রযুক্তিগত কিছু সমস্যায় থাকায় জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়নি এই তারামণ্ডল। সেই বকেয়া কাজ শেষ হতেই বৃহস্পতিবার প্রথম শো দেখানো হয় হাওড়ার তারামণ্ডলে।

শীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের এটাই ছিল হাওড়াবাসীকে দেওয়া উপহার। সোম থেকে শনি প্রতিদিন এই তারামণ্ডলে ৩টি করে শো দেখানো হবে। প্রথম শো শুরু হবে দুপুর ৩টে। এরপরের শো বিকেল ৪টে এবং ৫টায়। বাংলা, ইংরেজি ও হিন্দি—তিনটি ভাষায় এই শো দেখানো হবে। ২৫ মিনিট করে এক-একটি শো দেখানো হবে। রবিবার বন্ধ থাকবে হাওড়ার এই তারামণ্ডল। একশো জন দর্শনার্থীরা একসঙ্গে বসে এই লেজার শো দেখতে পারবেন।

হাওড়ার এই তারামণ্ডলে মূলত লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে মহাকাশ ও প্রতিটি গ্রহ, উপগ্রহের কথা তুলে ধরা হবে। শোয়ের টিকিট মাথাপিছু ১২০ টাকা। তবে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড় রয়েছে। পরিচয়পত্র দেখালে তাদের থেকে মাথাপিছু ৭০ টাকা করে নেওয়া হবে। আবার যদি স্কুল থেকে এই তারামণ্ডলে শো দেখাতে নিয়ে আসা হয়, সেক্ষেত্রে মাথাপিছু ৫০ টাকা করে নেওয়া হবে।