Gulmarg: ভাইয়ের সঙ্গে ভূস্বর্গে ছুটিতে মজেছেন সইফ-কন্যা! বরফে ঢাকা গুলমার্গকে কেমন দেখাচ্ছে, দেখুন নায়িকার পোস্টে
সাদা বরফের চাদরে ইতিমধ্যেই ঢাকা পড়েছে গুলমার্গ। আর সেখানে জানুয়ারির ছুটি কাটাতে কে গেছেন জানেন?
শীতের রাত, তাপমাত্রা মাইনসে নেমেছে। নরম মোজা আর গরম চা। এমনই আরামদায়ক ভ্যাকেশনের খোঁজে রয়েছেন? এর জন্য কাশ্মীর (Kashmir) উপত্যকার গুলমার্গ (Gulmarg) হচ্ছে পারফেক্ট ডেস্টিনেশন। সাদা বরফের চাদরে ইতিমধ্যেই ঢাকা পড়েছে গুলমার্গ। আর সেখানে জানুয়ারির ছুটি কাটাতে কে গেছেন জানেন? ভাইয়ের সঙ্গে ভূস্বর্গে ছুটিতে মজেছেন সইফ-কন্যা সারা আলি খান (Sara Ali Khan)। সম্প্রতি ভাই ইব্রাহিম আলি খান ও বন্ধুবান্ধবদের সঙ্গে গুলমার্গ বেড়াতে গেছেন তিনি। সেই ছবিই তিনি শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তাঁর ছবিতে স্পষ্ট ফুটে উঠেছে গুলমার্গের সৌন্দর্য।
জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় অবস্থিত জনপ্রিয় ডেস্টিনেশন গুলমার্গ। যদিও ষোড়শ শতাব্দীতে এই জায়গার নাম ছিল গৌরীমার্গ। সুলতান ইউসুফ সাহ এই জায়গার নাম পরিবর্তন করে দেন গুলমার্গ। গুলমার্গের অর্থ হল ফুলের মাঠ। গুলমার্গ মুঘল সম্রাট জাহাঙ্গিরের সবচেয়ে প্রিয় ডেস্টিনেশন ছিল। ব্রিটিশরা ১৯২৭ সালে ভারতের উপর ঔপনিবেশিক শাসনের মধ্যে গুলমার্গের ঢাল রিসোর্টটি খুঁজে পেয়েছিল।
View this post on Instagram
তবে শীতে গুলমার্গ বেড়াতে যাওয়ার মজাই আলাদা। ঠিক যেমন মজাটা সারা করছেন, আপনিও সেই একই আনন্দ উপভোগ করতে পারবেন উপত্যকায়। কারণ গুলমার্গ শুধু প্রকৃতি প্রেমীদের জন্য নয়। এখানে এমন অনেক অ্যাডভেঞ্চার মূলক স্পোর্টস রয়েছে যা আপনাকে হিমালয়ের এক রোমাঞ্চকর অনুভূতি দেবে।
সারা পোস্টে দেখা গেছে, তিনি ভাইয়ের সঙ্গে স্কিইং, জেট স্কিইং, গোনডোলা রাইডে মজেছেন। সইফ-পুত্র ইব্রাহিমকে দেখা গেছে গুলমার্গের বরফে স্কিইং করতে। এই ক্ষেত্রে জেনে রাখা ভাল যে, গুলমার্গ সিএনএন দ্বারা ২০১১ সালে এশিয়ার চতুর্থ সেরা স্কিই রিসর্টের তকমা অর্জন করেছে। এবং এর দীর্ঘতম স্কিই রান ২,২১৩ মিটার। আপনিও যদি সারার মতো স্কিইংয়ের অভিজ্ঞতা সঞ্চয় করতে চান আপনাকে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে গুলমার্গ যেতে হবে।
View this post on Instagram
সম্প্রতি আরও কয়েকটি ছবি শেয়ার করেছেন সারা। সেখানে তাঁকে ও ইব্রাহিমকে দেখা যাচ্ছে গন্ডোলা রাইডের সফর করতে। গুলমার্গে থাকার সময় আপনি যদি গন্ডোলা রাইড মিস করেন তবে ভ্রমণটি অসম্পূর্ণ থেকে। কেবল কার রাইড এশিয়ার দীর্ঘতম এবং সর্বোচ্চ ক্যাবল কার। এবং বরফের চাদরে পাহাড়ের সৌন্দর্য যদি দেখতে চান, তাহলে গুলমার্গের গন্ডোলা আপনাকে একটি মনোমুগ্ধকর দৃশ্য প্রদান করবে।
আর যদি গুলমার্গের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আলোচনা করা হয়, সারার পোস্টে উপত্যকার এক অন্য দৃশ্য ধরা পড়েছে। চারিদিক সাদা বরফের চাদরে ঢাকা। পাইন গাছগুলোও ঢাকা পড়েছে বরফে। সারার পোস্ট করা একটি স্টোরিতে দেখা যাচ্ছে, গুলমার্গে তাঁরা সম্মুখীন হয়েছেন তুষারপাতেরও। সেই দৃশ্যও যেন কোনও ছবি চাইতে কম নয়। আপনিও যদি এমনই অভিজ্ঞতার খোঁজে থাকেন ঘুরে আসুন গুলমার্গ থেকে।
আরও পড়ুন: বসন্তে কেমন দেখায় ফুলের উপত্যকাকে? জোশীমঠ থেকে ট্রেক করে আসুন নন্দাদেবী ন্যাশানাল পার্কে