Post Pandemic Travel: পৃথিবীর সবচেয়ে চিন্তামুক্ত দেশগুলির নাম জেনে নিন..

প্যান্ডেমিক কাটলেই মন ভাল করতে ঢুঁ দিয়ে আসুন এইসব দেশগুলিতে।

Post Pandemic Travel: পৃথিবীর সবচেয়ে চিন্তামুক্ত দেশগুলির নাম জেনে নিন..
Follow Us:
| Edited By: | Updated on: Jul 08, 2021 | 7:52 AM

মানসিক চাপ মূলত কোথা থেকে আসে? আপনার পারিপার্শ্বিক অবস্থা, আশেপাশের লোকজন এবং পরিবেশ প্রভৃতির জন্য মানসিক চাপ হয়। শহরের জীবনযাপন সবচেয়ে বেশি মানসিক চাপ সৃষ্টি করে একজন মানুষের মনে। গবেষণার তথ্য অনুযায়ী, বিশ্বে এমন কয়েকটি দেশ আছে যে দেশে কোনও সমস্যাই নেই। প্যান্ডেমিক কাটলেই মন ভাল করতে ঢুঁ দিয়ে আসুন এইসব দেশগুলিতে।

১) বার্ণ, স্যুইৎজারল্যান্ড:

চিন্তা মুক্ত শহরের খোঁজ চাই? স্যুইজ শহরের নাম তাহলে আপনার লিস্টে আগে জুড়ে নিন। ইউনিসকো এই শহরকে ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার বলে আখ্যা দিয়েছেন।

২) রেইকযাভিক, আইসল্যান্ড:

রঙবেরঙের উঁচু বাড়ি এবং নীল আকাশের মাঝের এই শহরে এমনিতেই আপনি শান্তি খুঁজে পাবেন।

৩) হেলসিনকি ফিনল্যান্ড:

ভালভাবে বাস করার জন্য পুরো শহরটাই একটা সুন্দর জ্যামিতিক আকারে গড়ে উঠেছে। এই শহরে পর্যটকরা শান্তি পেতেই বারংবার ছুটে আসে। এই শহরের পরতে পরতে আছে রোমাঞ্চ।

৪) ওয়েলিংটন, নিউজিল্যান্ড:

নিউজিল্যান্ডের রাজধানী বিশ্বের চতুর্থ সুখী দেশ বলেই পরিচিত। এই শহর জানে নান্দনিকভাবে সাজতে, ভাল থাকতে, এবং সুন্দর ওয়াইন খাওয়াতে। জীবনের মানে খুঁজে পেতে হলে আপনাকে যেতেই হবে এদেশে।

৫) মেলবোর্ণ, অস্ট্রেলিয়া:

নির্জন, প্রযুক্তিতে উন্নত, এবং চারদিকে খুশি বিছিয়ে রাখা একটি দেশ হল মেলবোর্ণ। বিশ্বের সবচেয়ে সুন্দর বার এবং রেস্টুরেন্টে সাজানো এই দেশটি। শহরের উঁচু বাড়িগুলো থেকে জীবন্ত শহরকে দেখা যায়।