দেখুন ছবিতে; হিমাচল প্রদেশে কী করবেন, কী করবেন না
পাহাড়ি সৌন্দর্য, নদী, পাহাড়ি বাঁক, ঠান্ডা পরিবেশ, আপেল বাগান, মানুষের উষ্ণতা, খাবার - হিমাচল প্রদেশে গেলে সবটাই পাবেন। এই করোনাকালে ভ্রমণে যাওয়া প্রায় হচ্ছে না বললেই চলে। কিন্তু মানুষ তো আশায় বাঁচে। স্বপ্ন দেখতেও ভালবাসে। তাই উইশ লিস্টে রাখুন হিমাচল প্রদেশকেও। সেখানে গিয়ে কী করবেন, না করবেন জানুন -
Most Read Stories