দেখুন ছবিতে; হিমাচল প্রদেশে কী করবেন, কী করবেন না

পাহাড়ি সৌন্দর্য, নদী, পাহাড়ি বাঁক, ঠান্ডা পরিবেশ, আপেল বাগান, মানুষের উষ্ণতা, খাবার - হিমাচল প্রদেশে গেলে সবটাই পাবেন। এই করোনাকালে ভ্রমণে যাওয়া প্রায় হচ্ছে না বললেই চলে। কিন্তু মানুষ তো আশায় বাঁচে। স্বপ্ন দেখতেও ভালবাসে। তাই উইশ লিস্টে রাখুন হিমাচল প্রদেশকেও। সেখানে গিয়ে কী করবেন, না করবেন জানুন -

| Edited By: | Updated on: Jul 30, 2021 | 4:30 PM
ধর্মশালায় দেখুন ওপেরা

ধর্মশালায় দেখুন ওপেরা

1 / 7
বির বিলিংয়ে প্যালাগ্লাইডিং করতে পারেন

বির বিলিংয়ে প্যালাগ্লাইডিং করতে পারেন

2 / 7
মানালায় ট্রেকিং করতে পারেন

মানালায় ট্রেকিং করতে পারেন

3 / 7
গ্রেট হিমালেয়ান ন্যাশনাল পার্কে ট্রেক করুন

গ্রেট হিমালেয়ান ন্যাশনাল পার্কে ট্রেক করুন

4 / 7
নগ্গরে সাইকেল চালাতে পারেন

নগ্গরে সাইকেল চালাতে পারেন

5 / 7
মাশোব্রায়ের বরফে ক্যাম্প করতে পারেন

মাশোব্রায়ের বরফে ক্যাম্প করতে পারেন

6 / 7
কুল্লু ভ্যালিতে ব়্যাফ্টিং করতে পারেন

কুল্লু ভ্যালিতে ব়্যাফ্টিং করতে পারেন

7 / 7
Follow Us: