মাত্র ১০,০০০ টাকায় বেড়ানোর শখ মেটান; রইল জায়গার লিস্ট
ভারতেই চেনা কিছু জায়গা আছে, যেখানে ১০,০০০ টাকাতেই বেড়াতে যেতে পারবেন আপনি।
পকেটে রেস্তর টান। উপেক্ষা করেই বেড়াতে যান। আমাদের দেশেই এমন জায়গা আছে, যেখানে বেড়াতে গেলে খরচ হবে কম। বেড়ানোর শখ মিটবে ১০০ শতাংশ। কত টাকা আপনার বাজেট? যদি বলি, মাত্র ১০,০০০ টাকায় ভারতভ্রমণ করতে পারবেন। চোখ কপালে উঠল তো? তা হলে লিস্ট দেখুন –
১. কৌশানী, উত্তরাখণ্ড
হিমালয়ে কৌশানীর সৌন্দর্যের কোনও তুলনা হয় না। দিল্লি থেকে সোজা চলে যান হিমালয়ের এই ছোট্ট শহরে। প্রতিদিনের খরচের হিসেব মাত্র ১,৫০০ টাকা।
২. হেমিস, কাশ্মীর
মাত্র ১০,০০০ টাকায় কয়েকদিন কাটিয়ে আসুন পৃথিবীর এই স্বর্গরাজ্য থেকে। হেমিস একটি সুন্দর পাহাড়ি উপত্যকা। সেখানে থাকতে গেলে প্রতিদিন খরচ হবে ৫০০ টাকা। ৫দিন কোনও পাহাড়ের কোলে নিরিবিলিতে দিন কাটাতে চাইলে ঘুরে আসুন হেমিস।
৩. মাথেরান, মহারাষ্ট্র
দক্ষিণ ভারতের গ্র্যান্ড ক্যানিয়ান মাথেরান এক সুন্দর পাহাড়ি এলাকা। মহারাষ্ট্র থেকে ট্রেনে চেপে চলে যান নেরাল স্টেশান। তারপর সেখান থেকে টয়ট্রেনে মাথেরান। এই যাত্রায় মাত্র কয়েকশো টাকা খরচ হবে আপনার। প্রতিদিন খরচ হবে ৩,০০০ টাকা। দু’দিন আরাম করে ঘুরে আসুন।
৪. উটি, তামিল নাড়ু
দক্ষিণভারতে হানিমুনের আদর্শ জায়গা উটি। ট্রেনে চাপুন। বছরের যে কোনও সময় উটি যেতে পারেন। একেক মরশুমে একেক রূপে ধরা দেয় এই হিল স্টেশন। সবরকম বাজেটের হোটেল পেয়ে যাবেন। উটিতে রয়েছে মিঠুন চক্রবর্তীর হোটেলও।
৫. গোয়া
গোয়া অনেকেরই প্রিয় বেড়াতে যাওয়ার জায়গা। মাত্র ১০,০০০ টাকা পকেটে নিয়ে আপনি ঘুরে আসতে পারেন গোয়া থেকেও। কিন্তু বাজেটের দিকে একটু খেয়াল রাখতে হবে আপনাকে। অযথা খরচ করলে বিপাকে পড়বেন। এত কম বাজেট হলে গোয়া একা ঘোরা একটু সমস্যার। তাই বন্ধুদের সঙ্গে দল বেঁধে যান। বাজেটে কুলিয়ে যাবে।
৬. জয়সলমীর, রাজস্থান
লিস্টে পাহাড়-সমুদ্র থাকবে আর মরুভূমি থাকবে না, তা কি হয়? ১০,০০০ টাকায় সেই শখও পূরণ করতে পারেন আপনি। ঘুরে আসুন জয়সলমীর থেকে। তিনদিনের ট্রিপে থাকা-খাওয়া নিয়ে আপনার খরচ হবে ১০,০০০ টাকার কিছু কম-বেশি। ট্রেনে চেলে নিরুদ্দেশে যান মরুদ্দেশে!
আরও পড়ুন: Meghalaya Tourism: মেঘালয়ের বৃষ্টি উপভোগ করতে চান? আপনাকে এই ১০টা জায়গায় যেতেই হবে