Valley of Flowers: কোভিড বিধিনিষেধ মেনেই পর্যটকদের জন্য খুলল উত্তরাখণ্ডের ফুলের উপত্যকা

সাধারণত প্রতি বছর পয়লা জুন অর্থাৎ ১ জুন পর্যটকদের দেখার জন্যে খুলে দেওয়া হয় 'ভ্যালি অফ ফ্লাওয়ার্স'। তবে এবার করোনার দাপটে নির্ধারিত সময়ের প্রায় একমাস পর খুলেছে এই 'ফ্লাওয়ার ভ্যালি'।

Valley of Flowers: কোভিড বিধিনিষেধ মেনেই পর্যটকদের জন্য খুলল উত্তরাখণ্ডের ফুলের উপত্যকা
উত্তরাখণ্ডের ফুলের উপত্যকা।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 05, 2021 | 7:44 AM

উত্তরাখণ্ডের ফুলের উপত্যকা, ভারতে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। প্রতি বছরই এই ‘ভ্যালি অফ ফ্লাওয়ার্স’ ভিড় করেন ফুল প্রেমী পর্যটকরা। তবে গত দেড় বছরের বেশি সময় ধরে চলতে থাকা করোনাভাইরাসের দাপটে সেইসব বন্ধ হয়েছিল। যদিও শেষ পর্যন্ত সুখবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, উত্তরাখণ্ডের এই জনপ্রিয় ‘ভ্যালি অফ ফ্লাওয়ার্স’ ফের পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। ইউনেসকো- র ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’- এর অন্তর্ভুক্ত উত্তরাখণ্ডের এই ফুলের উপত্যকা।

সাধারণত প্রতি বছর পয়লা জুন অর্থাৎ ১ জুন পর্যটকদের দেখার জন্যে খুলে দেওয়া হয় ভ্যালি অফ ফ্লাওয়ার্স। তবে এবার করোনার দাপটে উক্ত সময়ে উত্তরাখণ্ডে সংক্রমণ রুখতে জারি ছিল লকডাউন, কার্ফু। তাই চলতি বছর নির্ধারিত সময়ের প্রায় একমাস পর খুলেছে এই ‘ফ্লাওয়ার ভ্যালি’। তবে শেষ পর্যন্ত করোনার চোখ রাঙানি পেরিয়ে যে, এই ঐতিহ্যশালী পর্যটন কেন্দ্র অবশেষে জনতার জন্য খুলে গিয়েছে, সেই খবর পেয়েই খুশি হয়েছেন ফুল প্রেমী পর্যটকরা।

উত্তরাখণ্ডের ভ্যালি অফ ফ;আওয়ার্স- এর ডিরেক্টর অমিত কানওয়ার জানিয়েছেন, যেসব পর্যটকরা এই ফুলের উপত্যকায় প্রবেশ করতে চান, তাঁদের কোভিড টেস্টের নেগেটিভ রিপোর্ট সঙ্গে করে আনতে হবে। এই নিয়ম সকলের জন্য প্রযোজ্য এবং বাধ্যতামূলক। এই রিপোর্ট ৭২ ঘণ্টার বেশি করানো হলে, তা গ্রাহ্য হবে না। অমিত আরও জানিয়েছেন, RTPCR/TRUNET/CBNAAT/RAT— এইসব টেস্টের কোভিড নেগেটিভ রিপোর্ট গ্রহণ করা হবে। এর পাশাপাশি ভ্যালি অফ ফ্লাওয়ার্স- এ প্রবেশের জন্য সমস্ত পর্যটককে উত্তরাখণ্ড সরকারের কোভিড গাইডলাইন মেনে চলতেই হবে। পর্যটকদের থেকে সঠিক ভাবে কোভিড বিধিনিষেধ মেনে চলার পাশাপাশি সঠিক আচরণও আশা করছেন ভ্যালি অফ ফ্লাওয়ার্শ কর্তৃপক্ষ।

অমি কানওয়ার জানিয়েছেন, মরশুমের এই সময়েই ‘ফুল ব্লুম’ অবস্থায় থাকে দুলের উপত্যকা। তাই পর্যটকরা এলে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন- সূর্যাস্ত দেখার বিখ্যাত জায়গাগুলির হদিশ রইল এখানে…