Satpura National Park: জিপ-হাতি নয়, হাতের নাগালে একমুঠো শান্তি পেতে এই জঙ্গল সফর করুন হেঁটেই
Walking Safari: সত্য়িকারের প্রকৃতির কোলে, রোদে-হেসে বেশ কয়েকটি দিন কাটিয়ে নিজেকে সতেজ ও চাঙ্গা করে তুলতে পারবেন। প্রকৃতির গন্ধে নিজেকে রিফ্রেশ করতে চাইলে সাতপুরার জঙ্গল হল পারফেক্ট ডেস্টিনেশন।
শহরের মারাত্মক দূষণ, ঘ্যানঘ্যানে হৈচৈ, জ্য়ামে দাঁড়ানো গাড়ির অনবরত হর্নের আওয়াজে কানা ঝালাপালা হওয়ার পরিস্থিতিতে কে থাকতে ভালোবাসে? তার উপরি পাওনা কর্মক্ষেত্রে অমানসিক কাজের চাপ। জীবনে এত কিছু সমস্যার মধ্যে নিজেকে সময় দিতে পরিবারের সঙ্গে বেরিয়ে পড়া ছাড়া অন্য কোনও উপায় নেই। কিন্তু দেশের এমন কোনও গন্তব্যস্থল নেই, যেখানে দুদণ্ড শান্তিতে থাকতে পারবেন। সেখানেও পর্যটকদের অতিরিক্ত ভিড়ের চাপে নিরিবিলি, শান্ত জায়গার অভাব তৈরি হয়েছে। তাহলে উপায়? গাছ, পাখি, পশু আর প্রকৃতির কোলে সারাক্ষণ যদি কাটাতে চান তাহলে হবে অন্যস্বাদের শান্তির জায়গা। প্রকৃতি শুধু শরীরকেই নয়, মন ও আত্মাকেও নিরাময় করে। এমন জায়গা মেলা আজকের দিনে বেশ কঠিন। তবে আপনি যদি ভাগ্য়বান হোন তাহলে সাতপুরা জাতীয় উদ্যানের মতো প্রাকৃতিক পরিবেশে গা এলিয়ে দিতে পারেন। সত্য়িকারের প্রকৃতির কোলে, রোদে-হেসে বেশ কয়েকটি দিন কাটিয়ে নিজেকে সতেজ ও চাঙ্গা করে তুলতে পারবেন। প্রকৃতির গন্ধে নিজেকে রিফ্রেশ করতে চাইলে সাতপুরার জঙ্গল হল পারফেক্ট ডেস্টিনেশন।
মধ্যপ্রদেশের নর্মদাপুরম জেলায় অবস্থিত সাতপুরা জাতীয় উদ্যানের একটি রেঞ্চের অংশ রয়েছে। জাতীয় উদ্যান ও সংলগ্ন বোরি ও পাঁচমারি বন্যপ্রাণী অভয়ারণ্য় একটি বিশাল ও অনন্য সুন্দর সংরক্ষিত এলাকাগুলির মধ্যে অন্যতম। মধ্য়ভারতের উঁচু এলাকায় অবস্থিত এই অভয়ারণ্য জীববৈচিত্র্যের অনুভব করতে পারবেন। রোমাঞ্চকর ও নৈসর্গিক প্রকৃতির টানে এখানে অল্পসংখ্যক পর্যটকেরই ভিড় হয়।
সাতপুরা জাতীয় উদ্যান কেন আলাদা?
অনেকেই হয়তো জানেন না যে সাতপুরা জাতীয় উদ্যান হল ভারতের একমাত্র জাতীয় সংরক্ষিত অরণ্য যেখানে হেঁটেই জঙ্গল ভ্রমণে করতে পারবেন। এখানে হাতি সাফারি, জিপ সাফারিও রয়েছে, তবে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে সরু পথ বেয়ে হেঁটে চলার যে রোমাঞ্চকর অনুভূতি, তা সারাজীবনের একটি অভিজ্ঞতা। সারা ভারত জুড়ে জাতীয় উদ্যানগুলিতে সাফারির গাড়ি বা হাতি থেকে নামতে নিষেধ করা হয়। হাঁটা তো দূর অস্ত। কিন্তু সাতপুরা ন্যাশানাল পার্কে আপনি পায়ে হেঁটেও জঙ্গল ঘুরে দেখতে পারবেন। এর কারণ হল সহজ ও সত্য কথা, এই অভয়ারণ্য়ে বাঘের দেখা মেলা ভার। যারা খুব লাকি, তারাই জঙ্গলের রাজার দেখা পেয়েছেন। জাতীয় উদ্যানের মূল জোনে হাঁটার এক অনন্য অভিজ্ঞতার সুযোগ পেলে হাতছাড়া করবেন না কখনও।
সাতপুরা ন্যাশানাল পার্কের কোর জোনে হাঁটার অর্থ হল ঘন শাল ও সেগুনের বন, হালকা তৃণভূমি, দেনওয়া নদীর ব্যাক ওয়াটার বেয়ে হেঁটে চলা যে কোনও প্রকৃতিপ্রেমীর কাছে স্বপ্ন। সাতপুরায় বাঘের দেখা পাওয়া যেমন বিরল, তেমনি বনের পথ বেয়ে হাঁটলে অসংখ্য পাখি, অন্যান্য পশু দেখতে পাবেন। সঙ্গী হবে ওই জঙ্গলের আদিবাসীরা।
এই জাতীয় উদ্যানে রয়েছে মোট ৫২ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ৩০০টিরও বেশি প্রজাতির পাখি ও ৩১ প্রজাতির সরীসৃপ ও উভচর প্রাণীর বাসস্থান। যদিও লেপার্ড, স্লথ বিয়ার ও বন্য কুকুরেরও দেখা মেলে। তবে এই জাতীয় উদ্যানে হেঁটে চলা বেশ নিরাপদ।