ফিক্সড ডিপোজ়িট করলেই পাবেন ৫০ লাখের জীবন বিমা, কীভাবে? জেনে নিন

অনাবাসী ভারতীয়রাও ডিসিবি সুরক্ষা এফডি করতে পারেন। সেক্ষেত্রেও প্রযোজ্য এই জীবন বিমার সুবিধা।

ফিক্সড ডিপোজ়িট করলেই পাবেন ৫০ লাখের জীবন বিমা, কীভাবে? জেনে নিন
প্রতীকী চিত্র
Follow Us:
| Updated on: Feb 12, 2021 | 7:13 PM

কলকাতা: করোনা পরবর্তী সময়ে কমেছে ফিক্সড ডিপোজ়িটে (Fixed Deposit) সুদের পরিমাণ। তারপর থেকেই ফিক্সড ডিপোজ়িট থেকে মুখ ফিরিয়েছেন গ্রাহকদের একাংশ। তবে এখনও ফিক্সড ডিপোজ়িটে ৭ শতাংশের বেশি সুদ ফিরিয়ে দিচ্ছে বেশ কয়েকটি ব্যাঙ্ক। তবে সুদ কমার আবহেও ফিক্সড ডিপোজ়িটে আকর্ষণীয় সুবিধা দিচ্ছে ডিসিবি ব্যাঙ্ক।

ডিসিবি ব্যাঙ্কের ডিসিবি সুরক্ষা এফডিতেও রয়েছে একাধিক চমক। প্রথমত এই ফিক্সড ডিপোজ়িটে সুদ মিলবে ৭.৬ শতাংশ। তার সঙ্গেই কোনও প্রিমিয়াম ছাড়াই ৫০ লক্ষ টাকার জীবন বিমা। তার জন্য প্রয়োজন হবে না কোনও স্বাস্থ্য পরীক্ষারও।

এক নজরে দেখে নেওয়া যাক ডিসিবি সুরক্ষা এফডির বিশেষ দিকগুলি…

*৩৬ মাসের ডিপোজ়িটে আকর্ষণীয় সুদ। * এফডি করলে ৫০ লক্ষ টাকা পর্যন্ত জীবন বিমার সুবিধা। *১৮ থেকে ৫৫ বছর বয়সী গ্রাহকরা এই এফডির সুবিধা পেতে পারেন। *প্যান, নমিনেশন ও ইমেল আইডির মাধ্যমে ডিসিবি সুরক্ষা এফডি করা যায়।

অনাবাসী ভারতীয়দের জন্যও এফডি

অনাবাসী ভারতীয়রাও ডিসিবি সুরক্ষা এফডি করতে পারেন। সেক্ষেত্রেও প্রযোজ্য এই জীবন বিমার সুবিধা। নন রেসিডেন্ট রুপি, নন রেসিডেন্ট অর্ডিনারি রুপি, ফরেন কারেন্সি নন রেসিডেন্ট ফিক্সড ডিপোজ়িটের মাধ্যমে এই সুবিধা উপভোগ করা যাবে। আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ ও সংযুক্ত আরব আমিরশাহীর অনাবাসী ভারতীয়রা এই এফডি করতে পারেন।

আরও পড়ুন: জিজ্ঞাসা: কীভাবে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা পাবেন ভেলোরে? জেনে নিন