Hair Care: গোলমরিচের গুণে পুষ্ট হবে চুল! এক নয়, পাঁচ সমস্যার সমাধান লুকিয়ে এই তেলেই

Black Pepper Hair Oil: গোলমরিচের তেল সুন্দর চুল গঠনে এক বিশেষ ভূমিকা পালন করে। এটি ভিটামিন এ, ভিটামিন সি, করোনয়েড, ফ্ল্যাভোনয়েড, ফলিক অ্যাসিড, পটাসিয়াম সহ বিভিন্ন পুষ্টিতে সমৃদ্ধ। বিশেষত এটি খুশকি ও চুলের বৃদ্ধির জন্য খুবই কার্যকর বলে বিবেচিত হয়।

| Edited By: | Updated on: Jul 02, 2022 | 8:07 PM
গোলমরিচের তেল সুন্দর চুল গঠনে এক বিশেষ ভূমিকা পালন করে। এটি ভিটামিন এ, ভিটামিন সি, করোনয়েড, ফ্ল্যাভোনয়েড, ফলিক অ্যাসিড, পটাসিয়াম সহ বিভিন্ন পুষ্টিতে সমৃদ্ধ। বিশেষত এটি খুশকি ও চুলের বৃদ্ধির জন্য খুবই কার্যকর বলে বিবেচিত হয়।

গোলমরিচের তেল সুন্দর চুল গঠনে এক বিশেষ ভূমিকা পালন করে। এটি ভিটামিন এ, ভিটামিন সি, করোনয়েড, ফ্ল্যাভোনয়েড, ফলিক অ্যাসিড, পটাসিয়াম সহ বিভিন্ন পুষ্টিতে সমৃদ্ধ। বিশেষত এটি খুশকি ও চুলের বৃদ্ধির জন্য খুবই কার্যকর বলে বিবেচিত হয়।

1 / 6
গোলমরিচ অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যে ভরপুর যা মাথার ত্বকের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে, যা চুল পড়া কমাতে সাহায্য করে। এছাড়াও, গোলমরিচের মধ্যে থাকা ভিটামিন সি চুল পড়ে যাওয়া এবং চুল পাতলা হওয়াকে রোধ করার জন্য পরিচিত।

গোলমরিচ অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যে ভরপুর যা মাথার ত্বকের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে, যা চুল পড়া কমাতে সাহায্য করে। এছাড়াও, গোলমরিচের মধ্যে থাকা ভিটামিন সি চুল পড়ে যাওয়া এবং চুল পাতলা হওয়াকে রোধ করার জন্য পরিচিত।

2 / 6
আজকাল বেশিরভাগ মানুষই চুলের বৃদ্ধি নিয়ে চিন্তিত। এর মূল কারণ পুষ্টির অভাব এবং সঠিক যত্ন না নেওয়া। আবার অনেক সময় স্ক্যাল্পে ধুলো-মাটি, ময়লা বা তেল জমে থাকে। এর কারণে চুলের ফলিকল ব্লক হয়ে যায়, ফলে চুলের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। এই ক্ষেত্রে অলিভ অয়েলের সঙ্গে গোলমরিচের তেল মিশিয়ে সপ্তাহে দু'বার স্ক্যাল্পে ম্যাসাজ করুন।

আজকাল বেশিরভাগ মানুষই চুলের বৃদ্ধি নিয়ে চিন্তিত। এর মূল কারণ পুষ্টির অভাব এবং সঠিক যত্ন না নেওয়া। আবার অনেক সময় স্ক্যাল্পে ধুলো-মাটি, ময়লা বা তেল জমে থাকে। এর কারণে চুলের ফলিকল ব্লক হয়ে যায়, ফলে চুলের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। এই ক্ষেত্রে অলিভ অয়েলের সঙ্গে গোলমরিচের তেল মিশিয়ে সপ্তাহে দু'বার স্ক্যাল্পে ম্যাসাজ করুন।

3 / 6
এখন খুশকির সমস্যা ঋতু দেখে আর আসে না। কারও কারও সারা বছরই খুশকির সমস্যা লেগে থাকে। এখানে আপনাকে সাহায্য করতে পারে গোলমরিচ। গোলমরিচকে এই ক্ষেত্রে এক্সফোলিয়েটর হিসেবে ব্যবহার করুন। প্রথমে মোটা করে গোলমরিচকে পিষে নিয়ে এতে অ্যালোভেরা জেল মিশিয়ে মাথার ত্বক ভালো করে স্ক্রাব করুন। স্ক্রাব করার পরে, এটি ১০-২০ মিনিটের জন্য রেখে দিন এবং তারপরে চুল ধুয়ে ফেলুন।

এখন খুশকির সমস্যা ঋতু দেখে আর আসে না। কারও কারও সারা বছরই খুশকির সমস্যা লেগে থাকে। এখানে আপনাকে সাহায্য করতে পারে গোলমরিচ। গোলমরিচকে এই ক্ষেত্রে এক্সফোলিয়েটর হিসেবে ব্যবহার করুন। প্রথমে মোটা করে গোলমরিচকে পিষে নিয়ে এতে অ্যালোভেরা জেল মিশিয়ে মাথার ত্বক ভালো করে স্ক্রাব করুন। স্ক্রাব করার পরে, এটি ১০-২০ মিনিটের জন্য রেখে দিন এবং তারপরে চুল ধুয়ে ফেলুন।

4 / 6
সময়ের আগেই চুলে পাক ধরছে? নিয়মিত গোলমরিচের তেল ব্যবহার করতে পারেন এখানে। মেথি বীজ, গোলমরিচ, কারি পাতা ও নারকেল তেল দিয়ে গোলমরিচের তেল বানিয়ে নিন। এবার সেটা দিয়েই রোজ রাতে স্ক্যাল্পে ও চুলে লাগান। পরদিন সকালে শ্যাম্পু করে নিন।

সময়ের আগেই চুলে পাক ধরছে? নিয়মিত গোলমরিচের তেল ব্যবহার করতে পারেন এখানে। মেথি বীজ, গোলমরিচ, কারি পাতা ও নারকেল তেল দিয়ে গোলমরিচের তেল বানিয়ে নিন। এবার সেটা দিয়েই রোজ রাতে স্ক্যাল্পে ও চুলে লাগান। পরদিন সকালে শ্যাম্পু করে নিন।

5 / 6
স্ক্যাল্পে ধুলো-মাটি, ময়লা বা তেল জমার কারণে শুধু যে চুলের বৃদ্ধি ধীর হয়ে যা তা নয়, এর পাশাপাশি একাধিক সমস্যা দেখা দেয়। তাই স্ক্যাল্পকে পরিষ্কার রাখা জরুরি। এর জন্য দু চামচ গোলমরিচ গুঁড়োর সঙ্গে দু চামচ লেবুর রস মিশিয়ে মাথায় মেখে নিন। ১৫ মিনিট মাথায় তোয়ালে চাপা দিয়ে রাখুন তারপর শ্যাম্পু করে ফেলুন।

স্ক্যাল্পে ধুলো-মাটি, ময়লা বা তেল জমার কারণে শুধু যে চুলের বৃদ্ধি ধীর হয়ে যা তা নয়, এর পাশাপাশি একাধিক সমস্যা দেখা দেয়। তাই স্ক্যাল্পকে পরিষ্কার রাখা জরুরি। এর জন্য দু চামচ গোলমরিচ গুঁড়োর সঙ্গে দু চামচ লেবুর রস মিশিয়ে মাথায় মেখে নিন। ১৫ মিনিট মাথায় তোয়ালে চাপা দিয়ে রাখুন তারপর শ্যাম্পু করে ফেলুন।

6 / 6
Follow Us: